মডেল টেস্ট-০১
পেশাগত আচরণ বার কাউন্সিল আদেশ এবং বিধি, লিগ্যাল ডিসিশন এবং রিপোর্টস
পূর্ণমান-৫০ সময়-৩০ মিনিট
অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে]
১. নিম্নের কে বার কাউন্সিলের সচিব হিসাবে সরকার কর্তৃক নিয়োগ পেতে পারেন?
ক. শুধুমাত্র জেলা জজ
খ. শুধুমাত্র একজন অতিরিক্ত জেলা জজ
গ. জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ
ঘ. যে-কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা
২. সাধারণভাবে বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার বছরের-
ক. মে মাসের ৩১ তারিখে বা তার আগে
খ. মে মাসের ৩০ তারিখে বা তার আগে
গ. মার্চ মাসের ৩১ তারিখে বা তার আগে
ঘ. মার্চ মাসের ৩০ তারিখে বা তার আগে
৩. নিম্নের কোন আচরণ একজন আইনজীবীর পেশাগত সদাচরণের লঙ্ঘন?
ক. পেশার প্রসারের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্ৰকাশ
খ. পেশার প্রসারের উদ্দেশ্যে বেতনভূক্ত সহকারী রাখা
গ. নিজের পরিচালনাধীন মামলা সংশ্লিষ্ট বিচারিক নিলামে ক্রেতা
ঘ. উপরের সবগুলো
৪. প্রত্যেক প্রার্থীকে বার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে কত টাকার মনোনয়ন ফি জমা দিতে হবে?
ক. ১০০ টাকা
খ. ৫০০ টাকা
গ. ১০০০ টাকা
ঘ. ২০০০ টাকা
৫. আইনজীবী হওয়ার যোগ্যতা সম্পর্কিত বিধান কোনটি?
ক. অনুচ্ছেদ ২৭
খ. অনুচ্ছেদ ৩২
গ. অনুচ্ছেদ ১৭
ঘ. উপরের কোনটিই নয়
৬. চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিল নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিতব্য নির্বাচনের কমপক্ষে-
ক. ১৫ দিন পূর্বে
খ. ৩০ দিন পূর্বে
গ. ৪৫ দিন পূর্বে
ঘ. ৬০ দিন পূর্বে
৭. বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের নিম্নের কোন এখতিয়ার নেই?
ক. দেওয়ানি কার্যবিধির অধীনে কোনো দলিল উপস্থাপনের আদেশ দেওয়া
খ. হাইকোর্ট বিভাগের অনুমতিক্রমে কোনো আদালতের বিচারককে হাজির হতে
বলা
গ. এখতিয়ারসম্পন্ন দেওয়ানি আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়বস্তু জব্দ করা
ঘ. জারির উদ্দেশ্যে দেওয়ানি আদালত বরাবর সমন পাঠানো
৮. নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাই এর মধ্যে কত দিনের একটি বিরতি থাকবে?
ক. ৭ দিনের
খ. ১৫ দিনের মধ্যে
গ. ১৪ দিনের
ঘ. ৩০ দিনের মধ্যে
৯. সরকারী চাকরি হতে নৈতিক স্থলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি অ্যাডভোকেট হবার জন্য অযোগ্য হবে, যদি না সে অতিবাহিত করে-
ক. ১ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৪ বছর
১০. বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল শ্রবণ করবেন হাইকোর্ট বিভাগের
ক. সিঙ্গেল বেঞ্চ
খ. ডিভিশন বেঞ্চ
গ. স্পেশাল বেঞ্চ
ঘ. কোনটি নয়
১১. বার কাউন্সিলে কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে-
ক. ১০০ টাকা
খ. ৫০০ টাকা
গ. ১০০০ টাকা
ঘ. ২০০০ টাকা
১২. বার কাউন্সিল কর্তৃক অ্যাডভোকেট হবার সকল আবেদনপত্র যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হলো-
ক. Executive Committee
খ. Admission Committee
গ. Enforcement Committee
ঘ. Enrollment Committee
১৩. প্রধান বিচারপতি কোন কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন?
ক. ট্রাইব্যুনালের
খ. বার কাউন্সিলের
গ. এনরোলমেন্ট কমিটির
ঘ. অর্থ কমিটির
১৪. একজন ব্যক্তির অন্য সকল যোগ্যতা থাকা সত্ত্বেও অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য অন্যূন বয়স হতে হবে-
ক. ৩০ বৎসর
খ. ২৭ বৎসর
গ. ২৫ বৎসর
ঘ. ২১ বৎসর
১৫. বার কাউন্সিলের সদস্যদের শেষ কার্য দিবস কোনটি?
ক. ৩১ মে
খ. ৩০ জুন
গ. ৩১ জুন
ঘ. ১ লা জুলাই
১৬. এনরোলমেন্ট কমিটির সভাপতি কে হবেন?
ক. অ্যাটর্নি জেনারেল
খ. বার কাউন্সিলের চেয়ারম্যান
গ. আপিল বিভাগের বিচারক
ঘ. হাইকোর্ট বিভাগের বিচারপতি
১৭. বার কাউন্সিলের নির্বাচনে দলগত আসনের জন্য একজন ভোটারের কয়টি ভোট থাকবে?
ক. ৭টি
খ. ৮টি
গ. ১ টি
ঘ. ১৪ টি
১৮. বার কাউন্সিলের সচিব কে নিয়োগ দেন?
ক. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
খ. জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ
গ. নির্বাচিত প্রতিনিধিদের একজন
ঘ. সরকার
১৯. কে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হবেন?
ক. নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন
খ. প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত একজন
গ. হাইকোর্ট বিভাগের বিচারপতি
ঘ. বার এসোসিয়েশনের সভাপতি
২০. অ্যাডভোকেট সনদের জন্য কোন আবেদনকারীর Pupilage Diary তে অন্যূন কয়টি দেওয়ানি মামলার নোট থাকতে হবে-
ক. ১০টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ১২ টি
২১. “বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল বার কাউন্সিলের ১৫ জন সদস্যের মধ্যে ১ জন সদস্য” এটা বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক. অনুচ্ছেদ ৫
খ. অনুচ্ছেদ ৬
গ. অনুচ্ছেদ ৭
ঘ. অনুচ্ছেদ ৮
২২. অ্যাডভোকেট ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি আইন ব্যবসা করেন, তাহলে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে?
ক. ২ মাস পর্যন্ত
খ. ৩ মাস পর্যন্ত
গ. ৬ মাস পর্যন্ত
ঘ. ৪ মাস পর্যন্ত
২৩. বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা কত?
ক. ৫ জন
খ. ৬ জন
গ. ৭ জন
ঘ. ৮ জন
২৪. বার কাউন্সিলের কার্যাবলি সম্পর্কে বার কাউন্সিল আদেশের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
ক. ৫
খ. ৬
গ. ১০
ঘ. ১১
২৫. একজন পাবলিক-প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো-
ক. আসামীর সাজা নিশ্চিত করা
খ. আসামীর খালাস নিশ্চিত করা
গ. আইন শৃঙ্খলা নিশ্চিত করা
ঘ. ন্যায়বিচার নিশ্চিত করা
২৬. একজন তালিকাভুক্ত অ্যাডভোকেট পেশাগতভাবে দোষী বা অন্য কোন ধরণের অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হলে এর শান্তির বিধান বার কাউন্সিল এর কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে?
ক. ২২
খ. ২৭
গ. ৩২
ঘ. ৩৫
২৭. বাংলাদেশ বার কাউন্সিলের কাজ নয় কোনটি-
ক. আইনজীবীদের জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন
খ. আইনজীবীদের অসদাচরণের জন্য মামলা করা
গ. আইনগত সহায়তা প্রদান করা
ঘ. ক ও গ
২৮. বার কাউন্সিলের সভার জন্য কত সদস্য নিয়ে কোরাম পূর্ণ হবে?
ক. ৫ জন
খ. ৭ জন
গ. ৮ জন
ঘ. ৬ জন
২৯. অন্যান্য আইনজীবীর উপর কার প্রাক-শ্রোতা অধিকার (Right of Pre-audience) রয়েছে?
ক. বাংলাদেশের প্রধান বিচারপতির
খ. সংশ্লিষ্টবার এসোসিয়েশনের সভাপতির
গ. এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানের
ঘ. বাংলাদেশের অ্যাটর্নী জেনারেলের
30. “Clients, not Advocates, are the litigant” এটি একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত।
ক. মক্কেল
খ. অন্যান্য আইনজীবী
গ. আদালত
ঘ. সাধারণ জনগণ
৩১. কেবল অপর পক্ষকে হয়রানি করার লক্ষ্যে কোন পক্ষ একটি দেওয়ানি মামলা
করতে ইচ্ছুক। এক্ষেত্রে একজন অ্যাডভোকেট-
ক. আদালতে অনুমতি নিয়ে মামলাটি গ্রহণ করবেন
খ. বিরুদ্ধ পক্ষের অ্যাডভোকেটকে সাহায্য করবেন
গ. মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন
ঘ. নিযুক্ত অ্যাডভোকেট হিসাবে মামলাটি পরিচালনা করবেন
৩২. বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদি অতিক্রান্ত হলে আপিলকারী তামাদি মার্জনা পেতে পারে-
ক. তামাদি আইনের ৫ ও ১২ ধারা মতে
খ. তামাদি মার্জনার সুযোগ নেই
গ. অ্যাটর্নী জেনারেলের আদেশ অনুসারে
ঘ. বার কাউন্সিল রুলস অনুসারে
৩৩. বাংলাদেশ বার কাউন্সিলে কতজন সহসভাপতি (Vice-Chairman) থাকবেন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৭ জন
৩৪. …………. এর চেয়ারম্যান হবেন জ্যৈষ্ঠ আইনজীবী।
ক. ট্রাইব্যুনাল
খ. বার কাউন্সিল
গ. এনরোলমেন্ট কমিটি
ঘ. কোনটিই নয়
৩৫. কোন মামলায় যে কোন পক্ষে একের অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনার অধিকার থাকবে –
ক. অ্যাডভোকেট যিনি সর্বপ্রথম নিযুক্ত
খ. অ্যাডভোকেট যিনি পক্ষ কর্তৃক মনোনীত
গ. নিযুক্ত অ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র
ঘ. নিযুক্ত অ্যাডভোকেটদের মধ্যে যে কোন একজন
৩৬. কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপর্যুপরি-
ক. ২ বারের বেশী
খ. ৩ বারের বেশী
গ. ৪ বারের বেশী
ঘ. ৫ বারের বেশী
৩৭. বাংলাদেশ বার কাউন্সিলের কাজ কোনটি?
ক. বিচারকদের তালিকা নিয়ন্ত্রণ করা
খ. আইনি সহায়তা প্রদান
গ. তালিকা হতে আইনজীবীদের অপসারণ করা
ঘ. বিচারক নিয়োগ করা
৩৮. বার কাউন্সিল ট্রাইব্যুনালে শুনানির পূর্বে কতদিন সময় দিতে হবে?
ক. ৩০ দিন
খ. ৩ মাস
গ. ৬ মাস
ঘ. ২১ দিন
৩৯. শিক্ষানবিশ তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দিলে উক্ত শিক্ষানবিশ……………বছরের জন্য অযোগ্য হবেন ।
ক. ২
খ. ৩
গ. ৫
ঘ. ৭
৪০. অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে-
ক. যে কোন ব্যক্তি
খ. আদালত
গ. সরকার
ঘ. ক এবং খ
৪১. ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট কোন সনদ প্রার্থীকে শিক্ষানবিশ হিসাবে গ্রহণ করতে পারে-
ক. ৫ বছর
খ. ৮ বছর
গ. ১০ বছর
ঘ. ১২ বছর
৪২. একজন অ্যাডভোকেটকে হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতি প্রাপ্তির জন্য অধঃস্তন আদালতে অন্যূন কত বছর আইন ব্যবসা করতে হবে?
ক. ৬ মাস
খ. ১ বছর
গ. ২ বছর
ঘ. ৩ বছর
৪৩. বাংলাদেশ বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন কত জন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক থাকবে?
ক. ৯ জন
খ. ৪ জন
গ. ২ জন
ঘ. ৬ জন
৪৪. বার কাউন্সিল মেয়াদ শুরুর তারিখ থেকে ১ম সভা অনুষ্ঠিত হবে-
ক. ৬ মাসের মধ্যে
খ. ৩ মাসের মধ্যে
গ. ২ মাসের মধ্যে
ঘ. ১ মাসের মধ্যে
৪৫. মামলায় নিযুক্ত না হয়েও কোন ক্ষেত্রে একজন অ্যাডভোকেট আদালতে তার অভিমত প্রকাশ করতে পারেন-
ক. কোন বিষয়ে আপত্তি থাকলে
খ. আদালত আহ্বান না করলে
গ. আদালত আহ্বান করলে
ঘ. কোন পক্ষের অনুরোধে
৪৬. একজন আইনজীবীর জন্য নিম্নের কোন কাজটি আচরণ বিধির লঙ্ঘন ?
ক. মামলা পরিচালনার দায়িত্ব গ্রহণে সম্মত না হওয়া
খ. নিজে অপরাগ হলে অন্য কোনো সন্তোষজনক ব্যবস্থাপনায় শুনানি সম্পন্ন করা
গ. আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা
ঘ. ফি নির্ধারণের ক্ষেত্রে সময় ও শ্রমকে বিবেচনায় নেওয়া
৪৭. বার কাউন্সিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে হবেন?
ক. আপিল বিভাগের বিচারপতি
খ. হাইকোর্ট বিভাগের বিচারপতি
গ. অ্যাটর্নি জেনারেল
ঘ. ট্রাইব্যুনালের জ্যৈষ্ঠ সদস্য
৪৮. বাংলাদেশ বার কাউন্সিল একটি-
ক. সাংবিধানিক সংস্থা
খ. সংবিধিবদ্ধ সংস্থা
গ. নির্বাচিত সংস্থা
ঘ. সমবায় সমিতি
৪৯. বার কাউন্সিল কর্তৃক বিধি প্রণয়নের ক্ষেত্রে কার পূর্ব অনুমোদন প্রয়োজন?
ক. রাষ্ট্রপতির
খ. প্রধান বিচারপতির
গ. বার কাউন্সিলের চেয়ারম্যানের
ঘ. সরকারের
৫০. “An Advocate shall not represent conflicting interests”- এটি এর প্রতি একজন আইনজীবীর আচরণ সম্পর্কিত নীতি ।
ক. আদালত
খ. অন্যান্য আইনজীবী
গ. সাধারণ জনগণ
ঘ. মক্কেল