মডেল টেস্ট-০১

দেওয়ানি কার্যবিধি, ১৯০৮

পূর্ণমান-৫০                   সময়-৩০ মিনিট

অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে।

১। সর্ব প্রথম কখন সিভিল। কোর্ট সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়?
(ক) ১৮৭৭ সালে,
(খ) ১৮৪৯ সালে।
(গ) ১৮৫৯ সালে,
(ঘ) ১৮৬৩ সালে।

২। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ কার্যকর হয় কত সাল হতে?
ক) ১৯০৮ সালের ১ জানুয়ারী হতে
খ) ১৯০৯ সালের ১ জানুয়ারী হতে
গ) ১৮৯৮ সালের ১ জানুয়ারী হতে
ঘ) ১৯১০ সালের ১ জানুয়ারী হতে

৩। কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়?
(ক) দেওয়ানি কার্যবিধি
(খ) সাক্ষ্য আইন
(গ) সুনির্দিষ্ট প্রতিকার
(ঘ) তামাদি আইন

৪। দন্ডবিধি কোন ধরনের আইন?
(ক) Substantive Law
(খ) সামাজিক শৃঙ্খলা রক্ষাকারী আইন
(গ) সংস্কারমূলক আইন
(ঘ) পদ্ধতি বিষয়ক আইন

৫। ভারত উপমহাদেশের প্রথম ল কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮৩৩ সালে
খ) ১৮৩৪ সালে
গ) ১৯৩৪ সালে
ঘ) ১৯৪৭ সালে

৬। বাংলাদেশের প্রথম ল কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৬ সালে
ঘ) ১৯৭৪ সালে

৭। ভারত উপমহাদেশের প্রথম ল কমিশনের চেয়ারম্যান ছিলেন কে?
ক) Mr. Lord Macaulay
খ) Mr.J.M.Macleod
গ) Mr. G. M. Anderson
ঘ) Mr. F. Millet

৮। বাংলাদেশের প্রথম ল কমিশনের চেয়ারম্যান ছিলেন কে?
ক) Mr. Justice S.A. Rahman
খ) Mr. Justice Habibur Rahman
গ) Mr. Justice Hamidur Rahman
ঘ) Mr. Justice Kamal Uddin Hossain

৯। সর্বপ্রথম কতসালে দেওয়ানি কার্যবিধি প্রণয়ন করা হয়?
ক) ১৮৬৮ সালে;
খ) ১৮৬১
গ) ১৮৯৮
ঘ) ১৮৫৯

১০। কোনটি পদ্ধতিগত আইন?
ক) দন্ডবিধি ১৮৬০:
খ) চুক্তি আইন ১৮৭২:
গ) দেওয়ানি কার্যবিধি ১৯০৮।
ঘ) সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭:

১১। দেওয়ানি কার্যবিধি কোন ধরনের আইন?
ক) সাংবিধানিক আইন;
খ) মূল আইন (Substantive Law)
গ) পদ্ধতিগত আইন
ঘ) প্রতিকারমূলক আইন

১২। C.P.C এর পূর্ণরুপ কোনটি?
ক) Code of Civil Procedure
খ) Criminal Procedure Code
গ) Civil Procedure Code
ঘ) ক এবং খ উভয়।

১৩। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ কার্যকর হবে ১৯০৯ সনের ১লা জানুয়ারী, এটি কোন ধারার বিধান?
ক) ৩ ধারা।
খ) ৫ ধারা:
গ) ৬ ধারা:
ঘ) ১ ধারা:

১৪l দেওয়ানি কার্যবিধির ধারা, তফসিল, আদেশ, বিধির মধ্যে অসংগতি দেখা দিলে প্রাধান্য পাবে
ক) আদেশ
খ) ধারা
গ) বিধি
ঘ) তফসিল

১৫। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের কত তারিখে পাশ করা হয়?
ক) ২৬ শে মার্চ।
খ) ১লা জুন।
গ) ২১ শে মার্চঃ
ঘ) ২২ শে মার্চ।

১৬। দেওয়ানি কার্যবিধিতে ধারা আছে কয়টি?
ক) ১৫৬ টি
খ) ১৫১ টি
গ) ১৫৫টি
ঘ) ১৫৮ টি

১৭। দেওয়ানি কার্যবিধিতে আদেশ আছে কয়টি?
ক) ৫১ টি
খ) ৫০ টি
গ) ৫২ টি
ঘ) ৪৯ টি

১৮। দেওয়ানি কার্যবিধি আইন কোন তারিখ থেকে কার্যকর হয়?
ক) ১৯০৯ সালের ১লা জানুয়ারী;
খ) ১৯০৮ সালের ১লা জানুয়ারী;
গ) ১৯০৯ সালের ১লা জুলাই।
ঘ) ১৯০৯ সালের ১লা জুন।

১৯। দেওয়ানি কার্যবিধি কত সালে প্রকাশিত বা প্রনীত হয়?
ক) ১৮৯৮ সালে;
খ) ১৮৬০ সালে।
গ) ১৯০৮ সালে
ঘ) ১৯৭২ সালে;

২০। দেওয়ানি কার্যবিধি হচ্ছে-
ক) ১৯০৮ সালের ৫নং আইন।
খ) ১৯০৮ সালের ৯ নং আইন।
গ) ১৯০৮ সালের ৪৫ নং আইন।
ঘ) ১৯০৮ সালের ৬ নং আইন।

২১। দেওয়ানি কার্যবিধি কি নামে অভিহিত হবে?
ক) দেওয়ানি কার্যবিধি ১৯০৯।
খ) দেওয়ানি কার্যবিধি ১৯০৮।
গ) দেওয়ানি কার্যবিধি ১৮৯৮।
ঘ) দেওয়ানি কার্যবিধি ১৯০৬;

২২। Special Law Prevails over the General Law এই নীতিটি দেওয়ানি কার্যবিধির কোন ধারাতে অনুসরণ করা হয়েছে?
ক) ধারা-৯
খ) ধারা-৩
গ) ধারা-৪
ঘ) ধারা-৫

২৩। সিভিল প্রসিডিউর কোডের ১৪৪ ধারার অধীন প্রত্যর্পণ বিষয়ে কোন আদেশ হলে সেটি হবে একটি-
ক) রায়:
খ) ডিক্রি,
গ) আদেশ;
ঘ) রিভিউ:

২৪। দেওয়ানি কার্যবিধি অনুসারে আরজি নাকচের সিদ্ধান্ত হচ্ছে একটি-
ক) আদেশ;
খ) প্রাথমিক সিদ্ধান্ত:
গ) ডিক্রি;
ঘ) চূড়ান্ত সিদ্ধান্ত;

২৫। নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে?
ক) আরজি ফেরৎ আদেশ;
খ) আরজি গ্রহণ আদেশ;
গ) আরজি সংশোধন আদেশ;
ঘ) আরজি প্রত্যাখান আদেশ;

২৬। দেওয়ানি কার্যবিধির অর্ডার ৭, রুল ১১ এর বিধানমতে আরজি নাকচ মূলত একটি-
ক) আদেশ;
খ) রায়;
গ) ডিক্রি;
ঘ) চূড়ান্ত রায়;

২৭। দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে?
ক. ১২০ ধারা
খ. ১২২ ধারা
গ. ১২৩ ধারা
ঘ. ১২৪ ধারা

২৮। ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে-
ক) অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ
খ) আরজি ফেরতের আদেশ
গ) আরজি প্রত্যাখানের আদেশ।
(ঘ) আরজি গ্রহনের আদেশ

২৯। জনাব X তাঁর স্বত্ব ঘোষণার মামলার বিষয়বস্তুর উপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটা দরখাস্ত দায়ের করেন। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটি মঞ্জুরের সিদ্ধান্ত দেন। এখানে আদালতের সিদ্ধান্তটি হচ্ছে একটি-
ক) আদেশ।
খ) রায়:
গ) ডিক্রি
ঘ) চূড়ান্ত রায়।

৩০।নিম্নের কোন সিদ্ধান্তটি আদালতের ডিক্রি হিসাবে বিবেচ্য হবে……
ক) কমিশন নিয়োগের আদেশ।
খ) অ্যাবেটমেন্ট অব স্যুট এর আদেশ।
গ) আরজি গ্রহণ আদেশ।
ঘ) আরজি গ্রহনের আদেশ

৩১।আদালত কর্তৃক ডিক্রি পরিবর্তন বা রদ করার কারনে কোন পক্ষকে তার সম্পত্তি বা অধিকার যা ইতিপূর্বে আদালত কর্তৃক বিলুপ্ত করা হয়েছে, তা পুনরায় ফিরিয়ে দেওয়াকে বলে…..
ক) Decree
খ) Order
গ) Restitution
ঘ) Final Decree

৩২। A decree is………… when further proceedings have to be taken before the suit can be completely disposed of.
ক) Decree
খ) Order
গ) Preliminary
ঘ) Final Decree

৩৩। A decree is………. when such adjudication completely disposes of the suit.
ক) Decree
খ) order
গ) Preliminary
ঘ) Final Decree

৩৪। জনাব X প্লিডিং সংশোধনের সরখাস্ত দায়ের করেন এবং আদালত তা প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত দেন। এখানে আদালতের সিদ্ধান্তটি হচ্ছে একটি-
ক) আদেশ।
খ) রায়:
গ) ডিক্রি
ঘ) চূড়ান্ত রায়।

৩৫। দেওয়ানি কার্যবিধির অর্ডার ৭, রুল ১০ এর বিধানমতে Return of Plaint মূলত একটি-
ক) চূড়ান্ত রায়
খ) রায়।
গ) ডিক্রি
ঘ) আদেশ।

৩৬। দেওয়ানি কার্যবিধি অনুসারে Rejection of Plaint এর সিদ্ধান্ত হচ্ছে একটি-
ক) আদেশ;
খ) প্রাথমিক সিদ্ধান্ত;
গ) ডিক্রি;
ঘ) চূড়ান্ত সিদ্ধান্ত;

৩৭। দেওয়ানি কার্যবিধি ২(২) ধারা অনুসারে ডিক্রি কত প্রকার?
ক) ২ প্রকার;
খ) ৪ প্রকার;
গ) ৩ প্রকার;
ঘ) ৫ প্রকার;

৩৮। দেওয়ানি কার্যবিধি অনুসারে ডিক্রি কত প্রকার হতে পারে?
ক) প্রাথমিক ডিক্রি;
খ) চূড়ান্ত ডিক্রি;
গ) আংশিকভাবে প্রাথমিক ডিক্রি ও আংশিকভাবে চূড়ান্ত ডিক্রি;
ঘ) উপরের সবকটি।

৩৯। দেওয়ানি কার্যবিধি অনুসারে কোনটি ডিক্রি নয়?
ক) আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত যার বিরুদ্ধে আদেশ হিসেবে আপিল চলে।
খ) আপিলযোগ্য আদেশ।
গ) আদেশ।
ঘ) উপরের সবকটি।

৪০। দেওয়ানি কার্যবিধি অনুসারে মামলা খারিজের আদেশ একটি-
ক) ডিক্রি;
খ) চূড়ান্ত ডিক্রি;
গ) আদেশ বা আপিলযোগ্য আদেশ;
ঘ) প্রাথমিক ডিক্রি;

৪১। দেওয়ানি কার্যবিধি অনুসারে কোনটি ডিক্রি হিসেবে বিবেচিত হবে?
ক) মামলা খারিজের আদেশ।
খ) আরজি নাকচের আদেশ
গ) ১৪৪ ধারার অধীনে প্রত্যর্পণ বিষয়ে কোন আদেশ।
ঘ) খ এবং গ উভয়।

৪২। দেওয়ানি কার্যবিধি অনুসারে আপোষ মীমাংসার মাধ্যমে প্রদত্ত ডিক্রিকে কি বলে?
ক) একতরফা ডিক্রি;
খ) প্রাথমিক ডিক্রি;
গ) চূড়ান্ত ডিক্রি;
ঘ) সোলে ডিক্রি;

৪৩। দেওয়ানি কার্যবিধির কত ধারায় ডিক্রির সংজ্ঞা দেয়া হয়েছে?
ক) ২(২) ধারায়;
খ) ২(৩) ধারায়;
গ) ২(৪) ধারায়;
ঘ) ২(৫) ধারায়;

৪৪। দেওয়ানি কার্যবিধি অনুসারে দেওয়ানি আদালতের এরুপ আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয়, তাকে বলে-
ক) আদেশ;
খ) রায়;
গ) সোলে ডিক্রি;
ঘ) ক এবং খ;

৪৫। দেওয়ানি কার্যবিধি অনুসারে আদালতের নির্দেশ পালনের ব্যর্থতার জন্য কোন মামলা খারিজের সিদ্ধান্ত কি?
ক) ডিক্রি
খ) আদেশ
গ) রায়
ঘ) কোনটিই নয়।

৪৬। দেওয়ানি কার্যবিধি অনুসারে বাদীর গরহাজিরার কারনে আদালত কর্তৃক প্রদত্ত মামলা খারিজের সিদ্ধান্ত একটি
ক) আদেশ
খ) ডিক্রি
গ) রায়
ঘ) প্রাথমিক ডিক্রি

৪৭। দেওয়ানি কার্যবিধি অনুসারে রায় (Judgment) কি?
ক) আদেশ,
খ) ডিক্রি,
গ) ডিক্রি বা আদেশের যুক্তি হিসাবে বিচারকের বর্ণনা,
ঘ) ক এবং খ উভয়।

৪৮। দেওয়ানি কার্যবিধি অনুসারে Order এর সংজ্ঞা কত ধারায়?
ক) ২ (২) ধারায়,
খ) ২(১) ধারায়;
গ) ২(১৪) ধারায়,
ঘ) ২(১০) ধারায়’

৪৯। দেওয়ানি কার্যবিধি অনুসারে ডিক্রিদার (Deccree Holder) কে?
ক) যে ব্যক্তি ডিক্রি প্রদান করে;
খ) যে ব্যক্তির বিপক্ষে ডিক্রি মঞ্জুর করা হয়েছে;
গ) যে ব্যক্তির পক্ষে ডিক্রি মঞ্জুর করা হয়েছে;
ঘ) ক এবং গ উভয়;

৫০। দেওয়ানি কার্যবিধি অনুসারে সাব্যস্ত দেনাদার বা দায়িক (Judgment Debtor) কে?
ক) যে ব্যক্তি রায় প্রদান করে;
খ) যে ব্যক্তির বিপক্ষে ডিক্রি মঞ্জুর করা হয়েছে।
গ) যে ব্যক্তির পক্ষে ডিক্রি মঞ্জুর করা হয়েছে;
ঘ) ক এবং গ উভয়।