মডেল টেস্ট-০২
দেওয়ানি কার্যবিধি, ১৯০৮
পূর্ণমান-৫০ সময়-৩০ মিনিট
অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে।
১। দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয়
ক) Code of Civil Procedure 1908 অনুযায়ী
খ) Civil Courts Act অনুযায়ী
গ) নির্বাহী আদেশ বলে।
ঘ) কোনটিই নয়
২। দেওয়ানী আদালত গঠিত হয় নিম্নের কোন আইন অনুযায়ী?
ক) The Code of Civil procedure, 1908
খ) The General Clauses Act, 1897
গ) The Civil Courts Act, 1887
ঘ) The Constitution of the People’s Republic of Bangladesh
৩। দেওয়ানি আদালত কত প্রকার?
ক) ৬ প্রকার;
খ) ৪ প্রকার।
(গ) ৫ প্রকার:
ঘ) ৩ প্রকার।
৪। দেওয়ানি আদালত ৫ প্রকার এটা কোন আইনে আছে?
ক) Civil Court Act, 1887
খ) Code of Civil procedure 1908
গ) Code of Criminal Procedure 1898
ঘ) Specific Relief Act, 1877
৫। জেলা পর্যায়ে সর্বোচ্চ দেওয়ানি আদালত কোনটি?
ক) দায়রা জজ আদালত
খ) জেলা জজ আদালত
গ) যুগ্ম জেলা জজ আদালত
ঘ) জেলা ম্যাজিস্ট্রেট আদালত
৬। দেওয়ানি কার্যবিধি কোন বিশেষ আইন বা বিশেষ এখতিয়ার বা বিশেষ ক্ষমতাকে সীমাবদ্ধ করে না, এটা বর্ণিত আছে কত ধারায়
ক) ৪ ধারা
খ) ৫ ধারা
গ) ৭ ধারা
ঘ) ৩ ধারা
৭। বিশেষ আইনের (Special Law) এর সাথে দেওয়ানি কার্যবিধির বিধান সাংঘর্ষিক হলে কোন আইন প্রযোজ্য হবে?
ক) দেওয়ানি কার্যবিধি
খ) বিশেষ আইন
গ) দেওয়ানি কার্যবিধি ও বিশেষ আইন
ঘ) কোনটিই নয়।
৮। দেওয়ানি কার্যবিধির কত ধারায় দেওয়ানি মামলা বিষয়ে দেওয়ানি আদালতগুলোকে সাধারণ এখতিয়ার দেওয়া হয়েছে?
ক) ২ ধারা:
খ) ৯ ধারা;
গ) ১১ ধারা;
ঘ) ১৫১ ধারা।
৯। Suit of a Civil Nature বলতে কি বুঝি?
ক) সম্পত্তির অধিকার
খ) পদের অধিকার
গ) স্থাবর বা অস্থাবর
ঘ) (ক) অথবা (খ)
১০। ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিতের পদ নিয়ে বিরোধ সৃষ্টি হইলে, আপনি কোন ধরনের মামলা দায়েরের উপদেশ দিবেন-
ক) স্পেশাল কেস
খ) ফৌজদারি মামলা।
গ) দেওয়ানি মামলা।
ঘ) ধর্মীয় বিষয় কোন মামলা হবে না।
১১। বায়তুল মোকাররম মসজিদের ইমামতির পদ নিয়ে বিরোধ সৃষ্টি হইলে, আপনি কোন ধরনের মামলা দায়েরের উপদেশ দিবেন-
ক) স্পেশাল কেস
খ) ফৌজদারি মামলা।
গ) দেওয়ানি মামলা।
ঘ) ধর্মীয় বিষয় কোন মামলা হবে না।
১২। দেওয়ানি আদালতের সাধারণ এখতিয়ার কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
ক) ৫ ধারায়;
খ) ৬ ধারায়;
গ) ৭ ধারায়;
ঘ) ৯ ধারায়;
১৩। যে মামলায় সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয়, তাকে কি মামলা বলে?
ক) দেওয়ানি মামলা;
খ) ফৌজদারি মামলা;
গ) রিভিশন মামালা;
ঘ) ক এবং খ উভয়।
১৪। কোন ব্যক্তিকে ধর্মীয় প্রতিষ্ঠানের পদ থেকে যুক্তিসঙ্গত কারন ছাড়া পদচ্যুত করা হলে, উক্ত ব্যক্তি কি মামলা দায়ের করবেন?
ক) ফৌজদারি মামলা;
খ) ধর্মীয় মামলা;
গ) দেওয়ানি মামলা;
ঘ) খ এবং গ উভয়।
১৫। সকল ধরনের স্বত্বের মামলা-
ক) দেওয়ানি মামলা;
খ) ফৌজদারি মামলা;
গ) স্বত্বের ঘোষণামূলক মামলা;
ঘ) অর্থ মামলা;
১৬। বারিত না হলে আদালত সকল প্রকার দেওয়ানি মামলার বিচার করবে, বিধানটি আছে-
ক) ৯ ধারায়;
খ) ১১ ধারায়;
গ) ১২ ধারায়;
ঘ) ৭ ধারায়;
১৭। কোন বিষয়ে দেওয়ানি মামলা দায়ের করা যায়?
ক) কপিরাইট
খ) ট্রেডমার্ক
গ) জমি
ঘ) সবকটি
১৮। দেওয়ানি আদালত সকল দেওয়ানি মামলা আমলে গ্রহণ করেন কোন ধারা বলে-
ক) ৯ ধারায়;
খ) ৪ ধারায়;
গ) ৮ ধারায়;
ঘ) ৭ ধারায়;
১৯। সিভিল প্রসিডিউর কোডের কোন ধারায় রেস সাব জুডিস এর নীতি বর্ণিত আছে?
ক) ৯;
খ) ১০;
গ) ১১;
ঘ) ১২
২০। দোবারা দোষ (Res Judicata) বিষয়ে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বিধান আছে?
ক) ৯ ধারা;
খ) ১০ ধারা;
গ) ১১ ধারা;
ঘ) ১৫১ ধারা;
২১। দুটি পৃথক মামলায় ভিন্ন দুজন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই স্বত্ব দাবি করলে নিম্নের কোন কার্যক্রম গ্রহণ সঠিক হবে?
(ক) দুটি মামলার বিচার একত্রে চলবে
খ) দুটি মামলার বিচার পৃথক পৃথক কোর্টে চলবে।
গ) দুটি মামলার মধ্যে পরের মামলাটি স্থগিত হবে।
ঘ) দুটি মামলার বিচার একই কোর্টে পাশাপাশি চলবে।
২২) The Code of Civil Procedure, 1908 এর ১১ ধারায় res judicata কতবার ব্যবহৃত হয়েছে?
(ক) ৩
(খ) ২
(গ) ১
(ঘ) ব্যবহৃত হয়নি
২৩) The Code of Civil Procedure 1908 অনুযায়ী public nuisance প্রতিরোধে নিষেধাজ্ঞার জন্য কে মামলা করতে পারেন?
ক) Government Pleader
খ) Attorney Generall
গ) Public Prosecutor
ঘ) জেলা প্রশাসক।
২৪। No Court shall proceed with the trial of any suit in which the matter in issue is also directly and substantially in issue in a previously instituted suit between the same parties দিওয়ানি কার্যবিধির কোন ধারা বিধান?
ক) ৯ ধারায়;
খ) ১১ ধারায়;
গ) ১৫ ধারায়।
ঘ) ১০ ধারায়;
২৫। No Court shall try any suit or issue in which the matter directly and substantially in issue has been directly and substantially in issue in a former suit between the same parties দিওয়ানি কার্যবিধির কোন ধারা বিধান?
ক) ৯ ধারায়;
খ) ১১ ধারায়;
গ) ১৫ ধারায়।
ঘ) ১০ ধারায়;
২৬। Res Subjudice নীতির উল্লেখ আছে দেওয়ানি কার্যবিধির-
ক) ৯ ধারায়;
খ) ১১ ধারায়;
গ) ১৫ ধারায়;
ঘ) ১০ ধারায়;
২৭। Res Judicata (দোবারা দোষ) নীতির উল্লেখ আছে দেওয়ানি কার্যবিধির-
ক) ১১ ধারায়;
খ) ৯ ধারায়;
গ) ১৬ ধারায়;
ঘ) ৭ ধারায়;
২৮। দেওয়ানি কার্যবিধির ১২ ধারার বিষয়বস্তু হচ্ছে-
ক) Bar to further suit
খ) Res Subjudice
গ) Stay of Suit
ঘ) Res judicata
২৯। Bar on trial de-novo দওয়ানি কার্যবিধির কোন ধারা বিধানের সাথে প্রাসঙ্গিক-
ক) ৯ ধারায়;
খ) ১০ ধারায়;
গ) ১১ ধারায়;
ঘ) ১২ ধারায়;
৩০। No one should be vexed twice দেওয়ানি কার্যবিধির কোন ধারা বিধানের সাথে প্রাসঙ্গিক-
ক) ৯ ধারায়;
খ) ১০ ধারায়;
গ) ১১ ধারায়;
ঘ) ১২ ধারায়;
৩১। দেওয়ানি কার্যবিধির ১১ ধারার ব্যাখ্যা অনুসারে Former Suit (পূর্ববর্তী মামলা) বলতে-
ক) চূড়ান্তভাবে নিষ্পত্তি সম্পন্ন মামলা;
খ) অ্যাবেট স্যুট;
গ) স্থগিত মামলা;
ঘ) কোনটিই নয়।
৩২। Double Jeopardy দেওয়ানি কার্যবিধির কোন ধারা বিধানের সাথে প্রাসঙ্গিক-
ক) ৯ ধারায়;
খ) ১০ ধারায়;
গ) ১১ ধারায়;
ঘ) ১২ ধারায়;
৩৩। No Court shall proceed with the ——of any suit in which the matter in issue is also directly and substantially in issue in a previously instituted suit between the same parties দেওয়ানি কার্যবিধির কোন ধারা বিধান?
ক) trial
খ) suit
গ) issue
ঘ) appeal
৩৪। দেওয়ানি কার্যবিধির ১১ ধারায় Res judicata শব্দটি কতবার ব্যবহার হয়েছে-
ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ব্যবহার হয়নি
৩৫। দেওয়ানি কার্যবিধির ১০ ধারায় Res Subjudice শব্দটি কতবার ব্যবহার হয়েছে-
ক) ১ বার
খ) ২ বার
গ) ৩ বার
ঘ) ব্যবহার হয়নি
৩৬। আরজিতে উল্লেখিত প্রতিকার, ডিক্রিতে সুস্পষ্টভাবে মঞ্জুর না হলে, ধরে নিতে হবে-
ক) প্রত্যাখ্যান হয়নি;
খ) প্রত্যখান করা হয়েছে;
গ) আসলে নেওয়া হয়েছে;
ঘ) ক এবং গ উভয়;
৩৭। দেওয়ানি কার্যবিধি অনুসারে নিম্নের কোন তথ্যটি সঠিক-
ক) রেসজুডিকাটা সহ-বাদীর ক্ষেত্রে প্রয়োগযোগ্য নহে।
খ) রেসজুডিকাটা সহ-বিবাদীর ক্ষেত্রে প্রয়োগযোগ্য নহে।
গ) রেস-সাবজুডিস মামলা দায়েরে বাধা দেয়।
ঘ) রেসজুডিকাটা একতরফা ডিক্রির ক্ষেত্রে প্রয়োগযোগ্য।
৩৮। দেওয়ানি কার্যবিধির ১১ ধারার বিষয়বস্তু হচ্ছে-
ক) Bar to further suit
খ) Res Subjudice
গ) Stay of Suit
ঘ) Res judicata
৩৯। একাধিক মামলার বিচার্য বিষয় এবং পক্ষসমূহ একই হলে মামলা দায়েরে বাধা দেয়-
ক) রেস জুডিকাটা;
খ) রেস সাবজুডিস:
গ) আদালত;
ঘ) ক এবং খ উভয়;
৪০। একাধিক মামলার বিচার্য বিষয় ও পক্ষসমূহ একই হলে মামলা বিচারে বাধা দেয়ঃ
ক) রেস জুডিকাটা;
খ) রেস সাবজুডিস;
গ) আদালত;
ঘ) ক এবং খ উভয়;
৪১। বাদীকে অতিরিক্ত মামলা বা পুনরায় মামলা দায়েরে বাধা (Bar to Further Suit) প্রদান করে কোন ধারা?
ক) ৮ ধারা;
খ) ১০ ধারা;
গ) ১২ ধারা;
ঘ) ১৩ ধারা;
৪২। কখন দেওয়ানি মামলা দায়ের করা যাবে না?
ক) মামলাটি সম্পত্তি সংক্রান্ত হলে,
খ) মামলাটি পদের অধিকার সংক্রান্ত হলে,
গ) মামলাটি দেওয়ানি প্রকৃতির হলে,
ঘ) মামলাটি দোবারা দোষে দুষ্ট হলে।
৪৩। দেওয়ানি কার্যবিধির ১০ ধারার বিষয়বস্তু হচ্ছে –
ক) Bar to further suit
খ) Res subjudice
গ) Stay of suit
ঘ) Res Judicata
৪৪। কোন আদালতের মূল মামলা দায়ের করা যায় না?
ক) জেলা জজ আদালত;
খ) অতিরিক্ত জেলা জজ আদালত
গ) যুগ্ম জেলা জজ আদালত;
ঘ) সিনিয়র সহকারী জজ আদালত।
৪৫। দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে কয়ভাগে ভাগ করা হয়েছে-
ক) ৪ ভাগে;
খ) ২ ভাগে;
গ) ৩ ভাগে;
ঘ) ৭ ভাগে;
৪৬। দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত
ক) সর্বোচ্চ ৫ লক্ষ টাকা;
খ) সর্বোচ্চ ১০ লক্ষ টাকা;
গ) সর্বোচ্চ ৪ লক্ষ টাকা;
ঘ) সীমাহীন।
৪৭। প্রতিটি মামলা দাখিল করতে হবে-
ক) সর্বনিম্ন স্তরের আদালতে;
খ) সর্বোচ্চ স্তরের আদালতে;
গ) সমমান স্তরের আদালতে;
ঘ) আদি স্তরের আদালতে;
৪৮। দেওয়ানি কার্যবিধির ১৫ ধারা অনুসারে, প্রত্যেকটি মামলা দায়ের করতে হয়-
ক) Competent Court
খ) Highest grade competent court
গ) Lowest Grade Competent Court
ঘ) Original competent Court
৪৯। ট্রেডমার্ক আইন সম্পর্কিত মামলা দায়ের করতে হয়-
ক) জেলা জজ আদালত;
খ) যুগ্ম জেলা জজ আদালত
গ) ক এবং খ;
ঘ) অতিরিক্ত জেলা জজ আদালত
৫০। কোন আদালতে মূল মামলা দায়ের করা হয়?
ক) সহকারী জজ আদালত;
খ) সিনিয়র সহকারী জজ আদালত
গ) যুগ্ম জেলা জজ আদালত;
ঘ) সবগুলো আদালত