মডেল টেস্ট-০১

দেওয়ানি কার্যবিধি, ১৯০৮

পূর্ণমান-১০০                   সময়-৬০ মিনিট

অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে।

১. নিচের কোনটি ডিক্রি হিসেবে বিবেচিত?
ক. আরজি প্রত্যাখ্যান আদেশ
খ. ১৪৪ ধারার অধীন পুনরুদ্ধারের কোন আদেশ
গ. ক ও খ
ঘ. কোনটি নয়

২. দেওয়ানি কার্যবিধির আদেশ ২৬ অনুসারে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
ক. বিধি ৩: হিসাবপত্র পরীক্ষা বা সমন্বয় করার জন্য কমিশন
খ. বিধি ২: কমিশনের জন্য আদেশ
গ. বিধি ৯: স্থানীয় তদন্তের জন্য কমিশন
ঘ. বিধি ১৩: স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন

3. “Powers of court in executing transferred decree” সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?
ক. ৩৮
খ. ৩৯
গ. ৪২
ঘ. ৪৬

৪. ডিক্রি জারি মোকদ্দমার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী দায়িককে কত দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যায়?
ক. ১২০
খ. ৯০
গ. ৬০
ঘ. ৩০

৫. আপস-মীমাংসার মাধ্যমে আদালত প্রদত্ত ডিক্রি হচ্ছে-
ক. সোলে ডিক্রি
খ. সেট অফ
গ. একতরফা ডিক্রি
ঘ. উপরের একটিও নয়

৬. কোন সংক্ষুব্ধ ব্যক্তি কখন রিভিউ এর জন্য আবেদন করতে পারে?
ক. যখন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যেতো কিন্তু করা হয়নি
খ. যখন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না এমন ক্ষেত্রে
গ. যে কোন ক্ষেত্রে
ঘ. ক ও খ

৭. দেওয়ানি কার্যবিধির ১২৩ ধারার “বিধি কমিটি” কতজন ব্যক্তির সমন্বয় গঠিত হবে?
ক. ৪ জন
খ. ৫ জন
গ. ৬ জন
ঘ. কোনটি নয়

8. The Code of Civil Procedure, 1908 এর Section 58 এর বিধানানুযায়ী দেওয়ানি জারি মামলায় একজন দায়িককে সর্বোচ্চ কতদিন দেওয়ানি কারাগারে
আটক রাখা যায়?
ক. ৬ মাস
খ. ৯০ দিন
গ. ৩ মাস
ঘ. ৬০ দিন

৯. “Joinder of causes of action” সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে?
ক. আদেশ ১, বিধি ১
খ. আদেশ ১, বিধি ৩
গ. আদেশ ২, বিধি ২
ঘ. আদেশ ২,বিধি ৩

১০. দেওয়ানি কার্যবিধি অনুসারে ‘প্লিডিংস’ অর্থ কি?
ক. এফিডেভিট
গ. অভিযোগ

১১. আরজি জবাব কাদের দ্বারা স্বাক্ষরিত হবে?
ক. মোকদ্দমার পক্ষ
খ. পক্ষদের নিযুক্ত উকিল
গ. পক্ষ এবং তার উকিল
ঘ. পক্ষ অথবা তার উকিল

১২. নাবালক কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে?
ক. আদেশ ৩২
খ. আদেশ ৩৩
গ. আদেশ ৩৮
ঘ. আদেশ ৩৯

১৩. একতরফা ডিক্রি সরাসরি রদ করার আবেদন কত দিনের মধ্যে করতে হবে?
ক. ৩০ দিন
খ. ৬০ দিন
গ. ৯০ দিন
ঘ. ১২০ দিন

১৪. দেওয়ানি কার্যবিধির কত নং আদেশে স্বীকারোক্তি (Admission) সংক্রান্ত বিধান আছে?
ক. আদেশ ১০
খ. আদেশ ১১
গ. আদেশ ১২
ঘ. আদেশ ১৩

১৫. দেওয়ানি মোকদ্দমায় সর্বোচ্চ কত টাকা Adjournment Cost দেয়া যেতে পারে?
ক. ৫০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ২০০০ টাকা
ঘ. ৩০০০ টাকা

১৬. কোন আদালত স্থাবর সম্পত্তি বিক্রয়ের আদেশ দিতে পারে না?
ক. সহকারী জজ আদালত
খ. স্মল কজ কোর্ট
গ. হাইকোর্ট বিভাগ
ঘ. আপিল বিভাগ

১৭. শুনানি সমাপ্তি ও রায় ঘোষণার মধ্যবর্তী সময়ে কোন পক্ষের মৃত্যু ঘটার পরও যদি মোকদ্দমা করার অধিকার থাকে তাহলে মোকদ্দমার ফলাফল কী হবে?
ক. মোকদ্দমা অ্যাবেট হবেনা
খ. মৃত্যুর কারণের মোকদ্দমা অ্যাবেট হয়ে যাবে
গ. মৃত্যু সত্ত্বেও রায় ঘোষণা হবে
ঘ. ক ও গ

১৮. অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গ করা হলে ভঙ্গকারীকে সর্বোচ্চ কতদিন Civil prison এ রাখার আদেশ দেয়া যেতে পারে?
ক. ১ মাস
খ. ২ মাস
গ. ৩ মাস
ঘ. ৬ মাস

১৯. দেওয়ানি কার্যবিধির আদেশ ১০, বিধি ৪ অনুসারে আদালতের প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের কী প্রতিকার রয়েছে?
ক. আপিল
খ. রিভিউ
গ. রিভিশন
ঘ. মিস মামলা

২০. দেওয়ানি কার্যবিধির কোন আদেশে আদেশসমূহ হতে আপিল সংক্রান্ত বিধান আছে?
ক. 88
খ. ৪৩
গ. ৪২
ঘ. ৪৫

২১. মোকদ্দমার মুলতুবি খরচ প্রদান না করার কারণে মোকদ্দমাটি খারিজ বা একতরফা নিষ্পত্তি হলে মোকদ্দমাটি পুনর্বহালের আবেদন করতে কত টাকা খরচ দিতে হবে?
ক. ২০০০ টাকা
খ. ৩০০০ টাকা
গ. ৪০০০ টাকা
ঘ. ৫০০০ টাকা

22. “Saving of inherent powers of Court”- এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান?
ক. ১৫১
খ. ১৫২
গ. ১৫৩
ঘ. ১৫৪

২৩. একতরফা ডিক্রি সরাসরি রদের আবেদন প্রত্যাখ্যান হলে বিবাদীর করণীয় কি?
ক. আপিল
খ. রিভিশন
গ. রিভিউ
ঘ. আবেদন

24. “Disposal of the suit at the first hearing” সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে উল্লেখ আছে?
ক. আদেশ ১২
খ. আদেশ ১৩
গ. আদেশ ১৪
ঘ. আদেশ ১৫

২৫. মোকদ্দমার শুনানিতে সাধারণত কোন পক্ষ প্রথমে বক্তব্য পেশ করতে পারে?
ক. বাদী পক্ষ
খ. বিবাদী পক্ষ
গ. আদালতের ইচ্ছানুযায়ী যেকোন পক্ষ
ঘ. রাষ্ট্রপক্ষ

২৬. নিলাম বিক্রয়ের ইশতেহার প্রকাশ করতে হবে-
ক. সরকারি গেজেটে
খ. স্থানীয় কোন সংবাদপত্রে
গ. ক ও খ
ঘ. কোনটি নয়

২৭. মামলার অ্যাবেইটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত একজন
দরখাস্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ কত টাকা খরচ পরিশোধের নির্দেশ দিতে পারেন?
ক. ৫০০ টাকা
খ. ৩০০০ টাকা
গ. ২০০০ টাকা
ঘ. ৫০০০ টাকা

২৮. “Commission to examine or adjust accounts” এটি আদেশ ২৬ এর কোন বিধিতে আছে?
ক. বিধি ৯
খ. বিধি ১০
গ. বিধি ১১
ঘ. বিধি ১২

২৯. অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ভঙ্গের ফল কি হতে পারে?
ক. ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড
খ. দেওয়ানি কারাগারে ৬ মাস আটক আদেশ
গ. জরিমানা
ঘ. কোনটি নয়

৩০. প্রত্যেকটি আপিল মেমোতে স্বাক্ষর করবে-
ক. আপিলকারী বা তার উকিল
খ. আপিলকারী এবং তার উকিল
গ. উকিল এবং রেসপনডেন্ট
ঘ. আপিলকারী এবং রেসপনডেন্ট

৩১. ইন্টারপ্লিডার সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে?
ক. আদেশ ৩২
খ. আদেশ ৩৩
গ. আদেশ ৩8
ঘ. আদেশ ৩৫

৩২. নিচের কোন ব্যক্তি আইনগত উত্তরাধিকারী হিসেবে গণ্য হয়?
ক. সম্পত্তির পার্শ্ববর্তী জমির মালিক
খ. সম্পত্তিতে বিজড়িত ব্যক্তি
গ. যাদের উপর সম্পত্তি অর্পিত হয়
ঘ. উপরের সবাই

৩৩.“বিশেষ আইনগুলির কোনো ক্ষমতাকে The Code of Civil Procedure, 1908 সীমাবদ্ধ করবে না” বিধানটি বর্ণিত হয়েছে-
ক. ৩ ধারা
খ. ৬ ধারা
গ. ৫ ধারা
ঘ. ৪ ধারা

৩৪. As per Section 89A of The Code of Civil Procedure, 1908 after filing written statement the court –
ক. may refer the dispute for mediation
খ. may refer the dispute for conciliation
গ. shall refer the dispute for mediation
ঘ. shall refer the dispute for conciliation

৩৫. কোনো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরের স্থান সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধির ………….. ধারায় ।
ক. ১৭
খ. ১৮
গ. ১৯
ঘ. ২০

৩৬. আপিলের মেমো কত দিনের মধ্যে সংশোধন করতে হয়?
ক. ৯ দিন
খ. ১৫ দিন
গ. ৩ দিন
ঘ. আদালতের নির্ধারিত সময়ের মধ্যে

৩৭. জারী মামলা দায়েরের ক্ষেত্রে The Limitation Act, 1908 এর নিম্নোক্ত কোন Article অনুসারে তামাদির মেয়াদ গণনা করতে হয়?
ক. ১৪৮
খ. ১৮৪
গ. ১৮২
ঘ. ১২৮

৩৮. একজন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে-
ক. জেলা জজ আদালতে
খ. আপিল বিভাগে
গ. দায়রা জজ আদালতে
ঘ. হাইকোর্ট বিভাগে

৩৯. ১৪৪ ধারার যেকোন আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো-
ক. আপিল
খ. রিভিউ
গ. রিভিশন
ঘ. রেফারেন্স

৪০. “Power to transfer suits which may be instituted in more than one Court” এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বিধান?
ক. ১৬
খ. ১৭
গ. ১৮
ঘ. ২২

৪১. কখন বিচার্য বিষয়ের উদ্ভব ঘটে?
ক. ঘটনা বা আইনের কোন গুরুত্বপূর্ণ বিষয় একপক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করলে
খ. ঘটনা বা আইনের কোন গুরুত্বপূর্ণ বিষয় অপরপক্ষ অস্বীকার করলে
গ. বিবাদি আত্মপক্ষ সমর্থন না করলে
ঘ. ক ও খ

৪২. দেওয়ানি মোকদ্দমার আরজি খারিজ হবে (Rejection of plaint) কোন ক্ষেত্রে?
ক. আইন দ্বারা বারিত হলে
খ. পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত হলে
গ. এখতিয়ারবিহীন আদালতে মোকদ্দমা করা হলে
ঘ. কোনটি নয়

৪৩. আরজি ফেরত প্রদানের সময় কোর্ট কী কী উল্লেখ করে?
ক. আরজি পেশ করার তারিখ
খ. আরজি ফেরত দেয়ার তারিখ
ঘ. উল্লেখিত সবগুলো
গ. ফেরত দেয়ার কারণ

৪৪. কোন মোকদ্দমায় বাদী বা বিবাদী পক্ষ, অপর পক্ষকে জেরা করার জন্য আদালতের অনুমতিক্রমে ইস্যু গঠনের কতদিনের মধ্যে লিখিতভাবে প্রশ্নমালা (Interrogatories) প্রদান করতে পারবে?
ক. ৭ দিন
খ. ১০ দিন
গ. ১৫ দিন
ঘ. ২৫ দিন

৪৫. আদালত সাক্ষীর আচরণ লিপিবদ্ধ করবে-
ক. মন্তব্য আকারে
খ. বিস্তারিত আকারে
গ. যেকোন একভাবে
ঘ. বিবৃতিমূলকভাবে

৪৬. রায় স্বাক্ষর করার পর নিচের কোন ক্ষেত্র ব্যতীত রায় সংশোধন করা যাবে না-
ক. ১৫২ ধারা অনুসারে সংশোধন
খ. রিভিউ ক্ষমতা প্রয়োগে সংশোধন
গ. রিভিশন ক্ষমতা প্রয়োগে সংশোধন
ঘ. ক ও খ উভয়

৪৭. ডিক্রি জারিতে স্থাবর সম্পত্তি নিলামে বিক্রয় হলে উক্ত সম্পত্তির মালিক নিলাম বিক্রয়ের রদের আবেদন করতে পারে-
ক. টাকা জমা দিয়ে
খ. পুনঃবিক্রয়ের নোটিশ দিয়ে
গ. ক ও খ উভয়
ঘ. কোনটি নয়

৪৭. আইনজীবী উত্তরদানে অস্বীকার করলে বা অসমর্থ হলে আদালত পক্ষকে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়ার পর উক্ত পক্ষ আইনসঙ্গত কারণ ব্যতীত উপস্থিত না হলে আদালত কীরূপ আদেশ দিতে পারেন?
ক. মামলা খারিজ
খ. আরজি খারিজ
গ. উক্ত পক্ষের বিরুদ্ধে রায় দিতে পারে
ঘ. উক্ত পক্ষের অনুকূলে রায় দিতে পারে

৪৯. “Agricultural produce not attachable before judgement” বিধানটি দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৮ এর কত বিধিতে উল্লেখ আছে?
ক. বিধি ৫
খ. বিধি ৬
গ. বিধি ১০
ঘ. বিধি ১২

৫০. ক্রোক থেকে সম্পত্তি রেহাইয়ের আদেশ দিলে এর বিরুদ্ধে কী প্রতিকার?
ক. আপিল
খ. রিভিউ
গ. রিভিশন
ঘ. কোনটি নয়

৫১. The Code of Civil Procedure, 1908 এর Order 11 rule 21 অনুসারে আদালত কোন আদেশ প্রচার করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার—
ক. আদেশ ৯ অনুসারে ছানি মোকদ্দমা করা
খ. ধারা ১১৫ এর বিধান অনুসারে রিভিশন দায়ের করা
গ. আদেশ ৪৩ বিধি ১ অনুসারে বিবিধ আপিল করা
ঘ. ধারা ৯৬ এর বিধান অনুসারে আপিল দায়ের করা

৫২. দেওয়ানি কার্যবিধির কোন আদেশে ‘ডিক্রি ও আদেশ জারি সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে?
ক. আদেশ ২০
গ. আদেশ ২২
খ. আদেশ ২১
ঘ. আদেশ ২৩

৫৩. নিচের কোন ব্যক্তি বৈধ প্রতিনিধি হিসাবে বিবেচিত হতে পারে-
ক. যে মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে
খ. যে মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনা করে
গ. মৃত ব্যক্তির প্রতিবেশী
ঘ. ক এবং খ

৫৪. The Code of Civil Procedure, 1908 এর ১১ ধারায় Res – Judicata কতবার ব্যবহৃত হয়েছে?
ক. ৩
খ. ২
গ. ১
ঘ. ব্যবহৃত হয়নি

৫৫. নিম্নের কোন আদালত একটি ডিক্রি জারি করতে পারে?
ক. আপিল আদালত
খ. রিভিশন আদালত
গ. ডিক্রি প্রদানকারী আদালত
ঘ. একই শ্রেণীর অন্য যে কোন আদালত

৫৬. দেওয়ানি কার্যবিধির ৫৯ ধারা অনুসারে কী কারণে কারাদণ্ডের শাস্তি মওকুফ করা যায়?
ক. গুরুতর অসুস্থতার কারণে
খ. সামান্য অসুস্থতার কারণে
গ. ক ও খ উভয়
ঘ. উপরের একটিও নয়

৫৭. কূটনৈতিক প্রতিনিধির বিরুদ্ধে মোকদ্দমা সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?
ক. ৮২
খ. ৮৪
গ. ৮৬
ঘ. ৮৬ক

৫৮. ‘ক’ ও ‘খ’ যে স্থানের বাসিন্দা সেখানে স্থাপিত একটি ছোট কারখানা গণউৎপাত সৃষ্টি করে। অ্যাটর্নি জেনারেলের অনুমতি সাপেক্ষে ‘ক’ ও ‘খ’ কি প্রতিকার পেতে পারে?
ক. ঘোষণামূলক প্রতিকার
খ. নিষেধাজ্ঞামূলক প্রতিকার
গ. ক্ষতিপূরণ
ঘ. ক ও খ

৫৯. আরজির সঙ্গে দলিল দাখিল (ফিরিত্তি) সম্পর্কিত বিধান উল্লেখ আছে-
ক. আদেশ ৭, বিধি ১১
খ. আদেশ ৭, বিধি ১২
গ. আদেশ ৭, বিধি ১৩
ঘ. আদেশ ৭, বিধি ১৪

৬০. মোকদ্দমার প্রথম শুনানিতে যদি বাদী অনুপস্থিত থাকে কিন্তু বিবাদী উপস্থিত থাকে এবং বাদীর দাবি বা তার অংশবিশেষ মেনে নেন তখন আদালত কী করবে?
ক. স্বীকৃত দাবির বিষয়ে বিবাদীর বিরুদ্ধে ডিক্রি জারি করবেন
খ. অস্বীকৃত দাবির বিষয়ে মোকদ্দমা খারিজের আদেশ দিবেন
গ. সময় বর্ধিত করবেন
ঘ. ক ও খ

৬১. লিখিত জবাব দাখিলের ……………. দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়?
ক. ৭
খ. ১০
গ. ১৫
ঘ. ২১

৬২. দেওয়ানি কার্যবিধির কোন আদেশে মুলতুবি (Adjournments) সংক্রান্ত বিধান আছে?
ক. ১৫
খ. ১৬
গ. ১৭
ঘ. ১৮

৬৩. চূড়ান্ত ডিক্রির বিরূদ্ধে প্রতিকার কী?
ক. আপিল
খ. রিভিউ
গ. রিভিশন
ঘ. রেফারেন্স

৬৪. প্লিডিংস সংশোধনের দরখাস্ত করতে হয়–
ক. ডিক্রি প্রদানকারী আদালতে
খ. আপিল আদালতে
গ. বিচারিক আদালতে
ঘ. জেলা জজ আদালতে

৬৫. দেওয়ানি মোকদ্দমায় আরজি প্রত্যাখ্যাত হলে তার বিরুদ্ধে কী প্রতিকার আছে?
ক. আপিল
খ. রিভিশন
গ. রিভিউ
ঘ. কোনটিই নয়

৬৬. নিষেধাজ্ঞার বিধান কোথায় আছে?
ক. দেওয়ানি কার্যবিধির ৯৪ (গ) ধারায়
খ. দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৯
গ. SR Act এর ৫২-৫৭ ধারা
ঘ. উপরের সবগুলোই

৬৭. কোন আদালত কোন মামলার ডিক্রি জারি স্থগিত করতে পারেন?
ক. আপিল আদালত
খ. ডিক্রিদানকারী আদালত
গ. হাইকোর্ট বিভাগ
ঘ. ক ও খ

৬৮. সুপ্রিম কোর্ট দেওয়ানি কার্যবিধির ………….. যেকোন বিধি বাতিল, পরিবর্তন বা সংযোজন করতে পারবেন।
ক. প্রথম তফসিলের
খ. দ্বিতীয় তফসিলের
গ. ধারাসমূহের
ঘ. কোনটি নয়

৬৯. ‘Suits for immovable property situate within jurisdiction of different courts’- এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বিধান?
ক. ১৬
খ. ১৭
গ. ১৮
ঘ. ১৯

৭০. দেওয়ানি কার্যবিধির রুলস কে প্রণয়ন করতে পারবে?
ক. সংসদ
খ. সুপ্রিম কোর্ট
গ. রাষ্ট্রপতি
ঘ. আপিল বিভাগ

৭১. ভুল বাদীর নামে মোকদ্দমা হলে করণীয় কি?
ক. আরজি সংশোধন করতে হবে
খ. আরজি ফেরত দিতে হবে
গ. আরজি প্রত্যাখ্যান হবে
ঘ. কোনটি নয়

৭২. বিবাদী বা তার প্রতিনিধির উপর সমন জারি করা না গেলে সমন জারি করতে হবে-
ক. পরিবারের প্রাপ্ত বয়স্ক পুরুষ সদস্যের উপর
খ. পরিবারের যে কোন পুরুষ সদস্যের উপর
গ. পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যের উপর
ঘ. পরিবারের যে কোন সদস্যের উপর

৭৩. Pleadings (আরজি জবাব) এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোথায় উল্লেখ আছে?
ক. আদেশ ৫. বিধি ১
খ. আদেশ ৬, বিধি 8
গ. আদেশ ৬. বিধি ১
ঘ. আদেশ ৭, বিধি ১

৭৪. Set-off এর ক্ষেত্রে কোনটি সত্য?
ক. একই লেনদেন হতে এর দাবি উত্থাপিত হতে হবে
খ. দাবিকৃত অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হবে
গ. দাবিকৃত অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হবে না
ঘ. সাধারণত বাদীর দাবি হতে বিবাদীর দাবি বেশি হয়

৭৫. The Code of Civil Procedure, 1908 এর Order XXI, rule 90 অনুযায়ী নিলাম রদের জন্য আবেদনকারীকে প্রমাণ করতে হবে-
ক. Bona fide claim of possession
খ. Dispossession of auction purchaser
গ. Saleable interest in the property sold
ঘ. Material irregularity or fraud in publishing or conducting auction

৭৬. মিথ্যা বা বিরক্তিকর দাবি বা জবাব সম্পর্কে ক্ষতিপূরণমূলক খরচ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বলা আছে?
ক. ৩০
খ. ৩৩
গ. ৩৫
ঘ. ৩৫ক

৭৭. The Code of Civil Procedure, 1908 এর Order XLIII এ আপিলযোগ্য আদেশের তালিকায় মোট কয়টি আদেশের সংখ্যা উল্লেখ করা হয়েছে?
ক. ২৪ টি
খ. ২৫ টি
গ. ২৬ টি
ঘ. ২৭ টি

৭৮. ডিক্রি জারিতে সম্পত্তি ক্রোক হওয়ার পর কোন ধরনের হস্তান্তর বাতিল বলে ঘোষণা করা হয়েছে?
ক. বেসরকারি হস্তান্তর
খ. দখল বা স্বার্থের হস্তান্তর
গ. লভ্যাংশের হস্তান্তর
ঘ. উপরের সবগুলো

৭৯. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী একতরফাভাবে কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদত্ত হলে অপরপক্ষের হাজির হওয়ার কত দিনের মধ্যে মূল নিষেধাজ্ঞার দরখাস্তের নিষ্পত্তির বিধান রয়েছে?
ক. ৩
খ. ৭
গ. ১০
ঘ. ৩০

৮০. সিদ্ধান্ত প্রদানকারী আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করাকে কী বলে?
ক. রিভিউ
খ. রিভিশন
গ. আপিল রিমান্ড
ঘ. কোনটি নয়

৮১. নতুন প্রণীত রুলসগুলোতে কার সম্মতি লাগবে?
ক. সংসদ
খ. প্রধান বিচারপতি
গ. রাষ্ট্রপতি
ঘ. মন্ত্রীসভার

৮২. সরকার বা সরকারি কর্মকর্তা কর্তৃক বা বিরুদ্ধে তাদের পদাধিকার বলে মোকদ্দমা সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে উল্লেখ আছে?
ক. আদেশ ২২
খ. আদেশ ২৩
গ. আদেশ ২৫
ঘ. আদেশ ২৭

৮৩. সমন জারির জন্য আদালত বাদীকে তার (বাদীর) আবেদনের ভিত্তিতে সমন দিতে পারে আদেশ ৫ এর কোন বিধি অনুযায়ী?
ক. বিধি ৯
খ. বিধি ৯ক
গ. বিধি ১০
ঘ. বিধি ১১

৮৪. Departure এর বিষয়ে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?
ক. বিধি ৭ আদেশ ৬
খ. বিধি ২ আদেশ ৬
গ. বিধি ৭ আদেশ ৭
ঘ. বিধি ৩ আদেশ ৮

৮৫. দেওয়ানি কার্যবিধির ১৬ ধারা অনুযায়ী ‘সম্পত্তি’ বলতে কোন সম্পত্তিকে বুঝানো হয়েছে?
ক. বাংলাদেশে অবস্থিত যে কোন সম্পত্তি
খ. বাংলাদেশের বাইরে অবস্থিত যে কোন সম্পত্তি
গ. বাংলাদেশের বাইরে ও ভিতরে অবস্থিত যে কোন সম্পত্তি
ঘ. কোনটি নয়

৮৬. ”Where defendant may be called upon to furnish security for appearance”- এটি দেওয়ানি কার্যবিধির কোথায় আছে?
ক. আদেশ ৩২ বিধি ১
খ. আদেশ ২৬ বিধি ১২
গ. আদেশ ৩৮ বিধি ১
ঘ. আদেশ ৩৮ বিধি ৫

৮৭. দেওয়ানি কার্যবিধির কোন বিধানমতে নিঃস্ব ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারে?
ক. ২১ আদেশ মতে
খ. ২৫ আদেশ মতে
গ. ৩৩ আদেশ মতে
ঘ. ৩৪ আদেশ মতে

৮৮. যে পক্ষের আবেদনক্রমে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয় এবং পরিশেষে যদি উক্ত পক্ষের বিপক্ষে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে আদালত তাকে কত টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারেন?
ক. ৫০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ১০০০০ টাকা
ঘ. ৫০০০ টাকা

৮৯. পক্ষগণের মৃত্যুর কারণে যদি কোন মামলা abate হয়ে যায় তা কোন বিধির মাধ্যমে পুনরায় চালু করা যায়?
ক. আদেশ ২২, বিধি ৫, ৬
খ. আদেশ ২২, বিধি ৭, ৮
গ. আদেশ ২২, বিধি ৮, ৮ক
ঘ. আদেশ ২২, বিধি ৯, ৯ক

৯০. দেওয়ানি কার্যবিধি অনুযায়ী নিম্নের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না?
ক. কোন ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে
খ. আপিলযোগ্য কিন্তু আপিল করা হয় না এমন ডিক্রির বিরুদ্ধে
গ. আপিলযোগ্য নয় এমন ডিক্রির বিরুদ্ধে
ঘ. স্মল কজেজ আদলত এর রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে

৯১. Mesne Profit বলতে বুঝায় একজন ব্যক্তি কর্তৃক কোন সম্পত্তি হতে প্রাপ্ত মুনাফা, যে সম্পত্তিতে উক্ত ব্যক্তির-
ক. বৈধ দখল আছে
খ. অনুমতি দখল আছে
গ. আইনসঙ্গত দখল আছে
ঘ. অন্যায়ভাবে দখল আছে

৯২. সালেহা বেগম উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির মালিকানা প্রমাণ করতে ব্যর্থ হয় এরপর একই জমি নিয়ে খরিদা সূত্রে মালিকানা দাবি করে মামলা করেন। এই ক্ষেত্রে কোন নীতিটি প্রয়োগ হবে?
ক. পরোক্ষ রেস জুডিকাটা
খ. প্রত্যক্ষ রেস জুডিকাটা
গ. শুধু রেস জুডিকাটা
ঘ. কোনটি নয়

৯৩. ডিক্রি জারিকারক আদালতের ক্ষমতা কোনটি?
ক. অন্য আদালতে ডিক্রি স্থানান্তরের ক্ষমতা
খ. গাণিতিক ভুল সংশোধনের ক্ষমতা
গ. ক ও খ
ঘ. কোনটি নয়

৯৪. ‘Partial_exemption of agricultural produce’- এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান?
ক. ধারা ৬০
খ. ধারা ৬১
গ. ধারা ৬২
ঘ. ধারা ৬৩

৯৫. দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না?
ক. একতরফা ডিক্রি (exparte decree )
খ. একতরফা খারিজ (exparte dismissal)
গ. দো-তরফা ডিক্রি (contesting decree )
ঘ. পক্ষদের সম্মতিমূলক ডিক্রি (compromise decree)

৯৬. দেওয়ানি কার্যবিধির কোথায় ‘Inspection’ সম্পর্কে বলা আছে?
ক. আদেশ ৩৯, বিধি ৫
খ. আদেশ ৩৯, বিধি ৭
গ. আদেশ ৩৯, বিধি ৯
ঘ. কোনটি নয়

৯৭. “প্রত্যেক মোকদ্দমার বিবরণ দেওয়ানি রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখা হবে”- এটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত হয়েছে?
ক. ধারা ২৬
খ. আদেশ ৪, বিধি ১
গ. আদেশ ৪, বিধি ২
ঘ. উপরের কোনটি নয়

৯৮. নিচের কোন মামলার ডিক্রি জারির জন্য লিখিত আবেদন করতে হয় না?
ক. অর্থের মামলায়
খ. অগ্রক্রয়ের মামলায়
গ. বাটোয়ারার মামলায়
ঘ. নিষেধাজ্ঞার মামলায়

৯৯. ‘জারিকারক অস্থাবর সম্পত্তি আটক করতে সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের পূর্বে কোন
বাসগৃহে প্রবেশ করবে না’- এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে?
ক. ধারা ৫৩
খ. ধারা ৬০
গ. ধারা ৫৬
ঘ. ধারা ৬২

১০০. একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদী কি কি প্রতিকার পেতে পারে?
ক. তা রদ করার জন্য আবেদন
খ. ডিক্রির বিরুদ্ধে আপিল
গ. রিভিশন
ঘ. ক বা খ