মডেল টেস্ট-০১
সাক্ষ্য আইন, ১৮৭২
পূর্ণমান-১০০ সময়-৬০ মিনিট
অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে।
১. সর্বপ্রথম কত সালে সাক্ষ্য আইনের খসড়া তৈরি করা হয়?
ক. ১৮৪৯
খ. ১৮৫০
গ. ১৮৭১
ঘ. ১৮৭২
২. সাক্ষ্য আইন নিম্নের কোন আদালতে প্রযোজ্য হবে না?
ক. আদালতের হলফনামায়
খ. সালিসের কার্যধারায়
গ. সেনাবাহিনী, নৌ-শৃঙ্খলা আইন বা বিমান বাহিনী আইন অনুসারে গঠিত সামরিক
আদালতে
ঘ. উপরের সবগুলো
৩. ফৌজদারি মামলায়…………প্রাসঙ্গিক হলেও……………প্রাসঙ্গিক নয় ।
ক. পূর্ববর্তী সচ্চরিত্র, পূর্ববর্তী অসৎচরিত্র
খ. পূর্ববর্তী অসৎচরিত্র, পূর্ববর্তী সৎচরিত্র
গ. পূর্ববর্তী অসৎচরিত্র, পূর্ববর্তী দণ্ডাদেশ
ঘ. সবগুলো সঠিক
৪. সাক্ষ্য আইন অনুসারে কোন সাক্ষ্যের গ্রহণযোগ্যতা………….. নির্ধারণ করবে।
ক. সরকার
খ. সাক্ষ্য আইন
গ. আদালত
ঘ. রাষ্ট্রপতি
৫. জমিদার-প্রজা এবং মালিক ও প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ১০৭ ধারায়
খ. ১০৮ ধারায়
গ. ১০৯ ধারায়
ঘ. ১১০ ধারায়
৬. The Evidence Act, 1872 এর কত ধারা অনুযায়ী শোনা সাক্ষ্য, সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য না?
ক. ৬০
খ. ৬১
গ. ৬২
ঘ. ৬৩
৭. ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক – এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক. ৫২
খ. ৫৩
গ. ৫৪
ঘ. ৫৫
৮. অস্পষ্ট বর্ণলিপি, বিদেশি, আঞ্চলিক বা অপ্রচলিত শব্দ বা অর্থ সম্পর্কে সাক্ষ্য সংক্রান্ত বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?
ক. ৯২ ধারায়
খ. ৯৬ ধারায়
গ. ৯৮ ধারায়
ঘ. ১০০ ধারায়
৯. মক্কেল ‘ক’ অ্যাডভোকেট ‘খ’ কে বলে- ‘আমি জাল দলিলের সাহায্যে জমির দখল নিতে চাই এবং তা দিয়ে মামলা করার জন্য আপনাকে অনুরোধ করছি। মক্কেলের সাথে অ্যাডভোকেটের এই যোগাযোগ-
ক. ১২৬ ধারায় প্রকাশ থেকে সুরক্ষিত
খ. অপরাধমূলক উদ্দেশ্য থাকায় ১২৬ ধারায় তথ্য প্রকাশ হতে সুরক্ষিত নয়
গ. অ্যাডভোকেট প্রকাশ করতে বাধ্য
ঘ. অ্যাডভোকেট প্রকাশ করবে না
১০. সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী মামলার পক্ষ নয় এমন আগন্তুক (Stranger) ব্যক্তির স্বীকৃতি প্রমাণিত হবে?
ক. ১৮
খ. ১৯
গ. ২২
ঘ. ২৩
১১. সাক্ষ্য আইন অনুসারে উপস্থাপিত হয়নি এমন দলিলের যথাযথ সম্পাদন সম্পর্কে আদালতের অনুমান হবে নিচের কোনটি?
ক. Shall presume
খ. May presume
গ. Conclusive proof
ঘ. কোন অনুমান করবে না
১২. কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে-
ক. তার ব্যক্তিত্বের ধরন পরীক্ষা
খ. ভিন্ন দাবি প্রতিষ্ঠা করা
গ. তর্কিত বিষয়ের সত্য উদঘাটন
ঘ. তার মর্যাদা পরীক্ষা
১৩. কোন ধারা অনুযায়ী কোনো অবস্থায় প্রমাণের দায়িত্ব ‘অভিযুক্ত ব্যক্তির ওপর বর্তায়?
ক. ১০৫
খ. ১০৯
গ. ১০৭
ঘ. ১১১
১৪. The Evidence Act, 1872 এর কোন ধারা দুটিতে ‘চূড়ান্ত প্রমাণ”এর উদাহরণ দেয়া হয়েছে?
ক. ৭৯ ও ৮৫
খ. ১১২ ও ১১৪
গ. ৪১ ও ১১৪
ঘ. ৪১ ও ১১২
১৫. নিম্নের কোনটি গৌণ সাক্ষ্য নয়?
ক. মূল দলিলের সার্টিফাইড কপি
খ. মূল দলিলের প্রতিলিপি
গ. সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল
ঘ. দলিল দেখেছেন এমন ব্যক্তি কর্তৃক উক্ত দলিল সম্পর্কিত মৌখিক সাক্ষ্য
১৬. চরিত্র যখন প্রাসঙ্গিক – এটি বর্ণিত আছে সাক্ষ্য আইনের কোন ধারায়?
ক. ৪৫-৫০
খ. ৫০-৫৫
গ. ৫২-৫৫
ঘ. ৫৫-৬০
১৭. সাক্ষ্য আইনের বিধান অনুযায়ী নিচের কোনটি সাক্ষ্য বলে গণ্য হবে তো?
ক. মৌখিক সাক্ষ্য
খ. দালিলিক সাক্ষ্য
গ. শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য
ঘ. উপরের সবগুলো সাক্ষ্য বলে গণ্য হবে
১৮. প্রাসঙ্গিক ঘটনা সমর্থন করার উদ্দেশ্যে প্রশ্নাবলী গ্রহণযোগ্য- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক. ১৪৭
খ. ১৪৯
গ. ১৫৬
ঘ. ১৫৯
১৯. সাক্ষ্য আইনের ১৪৬ ধারায় কয় ধরণের প্রশ্নকে আইনসম্মত বলে স্বীকৃতি দেয়া হয়েছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
২০. বৈধ বিবাহ বলবৎ থাকাকালে কিংবা বিবাহ-বিচ্ছেদের ২৮০ দিনের মধ্যে জন্মগ্রহণ, কোন ব্যক্তির জন্য তার বাবা মার বৈধ সন্তানরুপে জন্মগ্রহণের চূড়ান্ত প্রমাণ, এটা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?
ক. ১১০
খ. ১১১
গ. ১১২
ঘ. ১১৪
২১. ‘যে ক্ষেত্রে কোনো আসামীর মামলা দণ্ডবিধি এর সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে সে ক্ষেত্রে তা প্রমাণ করার দায়িত্ব ঐ আসামীর উপর ন্যস্ত’- এটি The Evidence Act, 1872 এর কোন ধারায় বিধৃত আছে?
ক. ১০৫ ধারা
খ. ১০৪ ধারা
গ. ১০৬ ধারা
ঘ. ১০৭ ধারা
২২. দেওয়ানি মোকদ্দমায় মামলার পক্ষ নয় এমন সাক্ষীকে কোন দলিল দাখিলে বাধ্য করা যাবে না?
ক. স্বত্বের দলিল
খ. যে দলিল দাখিলে তার অপরাধ ধরা পড়ে
গ. ক ও খ
ঘ. কোনটি নয়
২৩. যখন দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক- সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?
ক. ২০
খ. ২২
গ. ৫৯
ঘ. ৬৩
২৪. Admission নিম্নের কোনটি হিসেবে কাজ করতে পারে?
ক. Estoppel
খ. Conclusive proof
গ. ক ও খ
ঘ. কোনটিই নয়
২৫. দেওয়ানি মোকদ্দমায় আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক. ৪৯
খ. ৫১
গ. ৫২
ঘ. ৫৩
২৬. প্রাথমিক সাক্ষ্য হলো-
ক. আদালতে পরিদর্শনের জন্য দাখিলকৃত সংশ্লিষ্ট দলিল
খ. কতিপয় খণ্ডে সম্পাদিত কোন দলিলের প্রতিটি খণ্ড
গ. একই পদ্ধতিতে প্রস্তুতকৃত একাধিক দলিল
ঘ. উপরের সবগুলো
২৭. “স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই”- এ বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?
ক. ৫২
খ. ৫৪
গ. ৫৮
ঘ. ৫৯
২৮. Estoppel এর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
ক. আইনের বিরুদ্ধে Estoppel দাবী করা যায় না
খ. Estoppel এর নীতি দ্বারা শুধুমাত্র পক্ষদ্বয় বাধ্য তৃতীয় কোন ব্যক্তি নয়
গ. ফৌজদারি মামলায় Estoppel নীতিটি প্রযোজ্য
ঘ. স্বীকৃতি Estoppel হিসেবে কাজ করতে পারে
২৯. সাক্ষ্য আইন অনুসারে প্রত্যায়নকারী সাক্ষী দলিল সম্পাদন অস্বীকার করলে অন্য সাক্ষ্য দ্বারা তা প্রমাণ করা যাবে, এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক. ৬৯
খ. ৭০
গ. ৭১
ঘ. ৭২
৩০. সাক্ষ্য আইন অনুযায়ী যে কোন ব্যক্তি যোগ্য সাক্ষী হতে পারবে যদি-
ক. জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে
খ. জিজ্ঞাসিত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে
গ. প্রাপ্ত বয়স্ক হয়
ঘ. ক ও খ
৩১. সাক্ষ্য আইন অনুসারে আদালত নিম্নোক্ত কোন ধরণের প্রশ্ন নিষিদ্ধ করতে পারেন?
ক. অশ্লীল ও কুৎসাজনক প্ৰশ্ন
খ. অপমান বা উত্যক্ত করার উদ্দেশ্যে কৃত প্রশ্ন
গ. সত্যবাদিতা পরীক্ষার প্রশ্ন
ঘ. ক ও খ
৩২. “Exclusion of evidence to explain or amend ambiguous document”- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক. ৯১ ধারায়
খ. ৯৩ ধারায়
গ. ৯৬ ধারায়
ঘ. ৯৯ ধারায়
৩৩. “যে ব্যক্তি জীবিত বলে ৩০ বছর যাবৎ জ্ঞাত আছে তার মৃত্যু প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির যে ব্যক্তি দাবি করে যে উক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে”- এটা The Evidence Act, 1872 এর কোন ধারায় বলা হয়েছে?
ক. ১০৭
খ. ১০৮
গ. ১০৯
ঘ. ১১০
৩৪. ‘ক’ চট্টগ্রামের পেশাদার ছিনতাইকারী। সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করে এবং পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ি থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন ও ছিনতাই এ ব্যবহৃত ড্যাগার উদ্ধার হয়। পুলিশের নিকট ‘ক’ এর এমন স্বীকারোক্তি সাক্ষ্য আইনের কোন ধারায় প্রাসঙ্গিক?
ক. ১৭ ধারা
খ. ২৫ ধারা
গ. ২৭ ধারা
ঘ. ২৯ ধারা
৩৫. সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা (Testing veracity) সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে? ক. ১৩৯
খ. ১৩৪
গ. ১৪৯
ঘ. ১৫৩
৩৬. “That an accomplice is unworthy of credit unless he is corroborated in material particulars” The Evidence Act, 1872 এর কোন ধারায় উল্লেখ আছে?
ক. ১১৪(ক)
খ. ১১৪(খ)
গ. ১১৪(গ)
ঘ. ১১৪(ঘ)
৩৭. ফৌজদারি মামলায় স্বামী ও স্ত্রী একে অপরের…………সাক্ষ্য দিতে পারে না ৷
ক. পক্ষে
খ. বিপক্ষে
গ. ক ও খ
ঘ. কোনটি নয়
38. The Evidence Act, 1872 এর ৫৮ ধারার স্বীকৃত বিষয় স্বীকার করা যাবে-
ক. মামলার শুনানির সময়
খ. মোকদ্দমার শুনানির পূর্বে লিখিত আকারে
গ. আরজি-জবাবের (Pleadings) এর মাধ্যমে
ঘ. উপরের সবগুলো
৩৯. মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো নিকট মৃত্যুকালীন ঘোষণা দেওয়া যায় না
খ. পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়
গ. মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তার এর সামনে দেওয়া যাবে
ঘ. মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে
৪০. “Opinion as to handwriting when relevant”- এটি সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৪৫
খ. ৪৬
গ. ৪৭
ঘ. ৪৮
৪১. “Witnesses to character” – এটি সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?
ক. ৫৫
খ. ৫৩
গ. ১২০
ঘ. ১৪০
৪২. সাক্ষ্য আইনের Estoppel নীতি প্রয়োগ করা যায় না নিম্নের কোন ক্ষেত্রে-
ক. আইনের বিরুদ্ধে
খ. ফৌজদারি মামলার ক্ষেত্রে
গ. দেওয়ানি মামলার ক্ষেত্রে
ঘ. ক ও খ
৪৩. “কোন নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব [Burden of Proof] ঐ পক্ষের যে কামনা করে যে আদালত ঐ ঘটনার অস্তিত্বে বিশ্বাস করবে”- এটা সাক্ষ্য আইনের কোন ধারা হতে উদ্ধৃত?
ক. ১০১
খ. ১০২
গ. ১০৩
ঘ. ১০৪
৪৪. ‘ক’ ‘ডিজিটাল নিরাপত্তা আইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছাড়ানোর অভিযোগে অভিযুক্ত। যে নির্দিষ্ট পোস্টের জন্য সে অভিযুক্ত সেটি ছাড়াও তার পোস্টকৃত পূর্বের ও পরের অন্যান্য বিদ্বেষমূলক লেখনীও প্রাসঙ্গিক। কারণ সেগুলোর-
ক. ‘ক’ এর বিদ্বেষের উপলক্ষ
খ. বিচার্য বিষয়ের কারণ
গ. বিচার্য বিষয়ের ফলাফল
ঘ. একই কার্যের অংশ সৃষ্টিকারী ঘটনা
৪৫. The Evidence Act, 1872 এর কোন ধারায় ‘সাক্ষ্য’ এর সংজ্ঞা দেয়া হয়েছে?
ক. ২
খ. ৩
গ. 8
ঘ. ৫
৪৬. The Evidence Act, 1872 এর ৫৭ ধারায় কয়টি বিষয়ের উপর Judicial Notice নেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক?
ক. ১০টি
খ. ১১টি
গ. ১৩টি
ঘ. ১৪টি
৪৭. Evidence of agreement varying terms of document – সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৯০ ধারায়
খ. ৯২ ধারায়
গ. ৯৬ ধারায়
ঘ. ৯৯ ধারায়
৪৮. কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়?
ক. দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য
খ. অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য
গ. গৌণ সাক্ষ্য
ঘ. সবগুলো গ্রহণযোগ্য
৪৯. On whom burden of proof lies- এটি সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?
ক. ১০০
খ. ১০১
গ. ১০২
ঘ. ১০৩
৫০. একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে-
ক. প্রাথমিক সাক্ষ্য দ্বারা
খ. গৌণ সাক্ষ্য দ্বারা
গ. স্বয়ং দলিলটি দ্বারা
ঘ. উপরের যেকোন একটি দ্বারা
৫১. বোবা সাক্ষী সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?
ক. ১১৭
খ. ১১৮
গ. ১১৯
ঘ. ১২০
৫২. সাক্ষ্য আইন অনুযায়ী আগের মামলা চলাকালে প্রদত্ত সাক্ষ্য পরের মামলা বা একই মামলার পরবর্তী পর্যায়ে ব্যবহৃত হতে পারে যদি মামলাটি-
ক. একই পক্ষসমূহের মধ্যে হয়
খ. পক্ষসমূহের উত্তরাধিকারীদের মধ্যে হয়
গ. দুই মামলার প্রকৃতি মৌলিক অর্থে একই হয়
ঘ. উপরের সবগুলো
৫৩. “Relevancy of facts forming part of same transaction”- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
৫৪. B এর খুনের জন্য A অভিযুক্ত। বিচার কালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না?
ক. A, B এর মৃত্যু ঘটিয়েছিল
খ. A, B এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল
গ. A, B এর নিকট থেকে আকস্মিক প্ররোচনা পেয়েছিল
ঘ. A-এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল
৫৫. যেসকল ঘটনা বিচার্য বিষয়ের উপলক্ষ্য, কারণ বা পরিণাম তা প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৫ ধারায়
খ. ৬ ধারায়
গ. ৭ ধারায়
ঘ. ৮ ধারায়
৫৬. The Evidence Act, 1872 এর ৫৭ ধারায় বিচারিক দৃষ্টিগোচর নেওয়া আদালতের জন্য –
ক. বাধ্যতামূলক
খ. বাধ্যতামূলক নয়
গ. বিবেচনামূলক
ঘ. খ এবং গ
৫৭. “তৃতীয় পক্ষের অভিমত যেক্ষেত্রে প্রাসঙ্গিক” – এটি সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ করা হয়েছে?
ক. ৪০-৪৫
খ. ৪৫-৫০
গ. ৪৫-৫১
ঘ. ৪৭-৫২
৫৮. একজন মক্কেল তার নিযুক্তিয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে- সে ১০ বছর আগে একটি দলিল জাল করেছিল। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
ক. উক্ত স্বীকারোক্তি সাক্ষ্যে গ্রহণযোগ্য
খ. উক্ত স্বীকারোক্তি আইনত অগ্রহণযোগ্য
গ. উক্ত আইনজীবী সাক্ষ্য দিয়ে স্বীকারোক্তিটি প্রমাণ করতে পারে
ঘ. উক্ত স্বীকারোক্তি প্রমাণে অন্য সাক্ষীর সমর্থন প্রয়োজন
৫৯. কোন পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা (Question by party to his own witness)- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান ?
ক. ১৫০
খ. ১৫৩
গ. ১৫৪
ঘ. ১৫৭
৬০. সাক্ষ্য আইন অনুসারে ৩০ বছরের পুরানো একটি দলিলের সম্পাদনা ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে, যদি দলিলটি-
ক. রেজিস্ট্রিকৃত হয়
খ. উপযুক্ত ব্যক্তির দখল থেকে আসে
গ. গণস্বার্থ সংশ্লিষ্ট হয়
ঘ. স্ট্যাম্পযুক্ত হয়
৬১. মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এই বিধান সাক্ষ্য আইনের কোথায় উল্লেখ আছে?
ক. ৪২ ধারা
খ. ৪৪ ধারা
গ. ৫১ ধারা
ঘ. ৬০ ধারা
৬২. Facts judicially noticeable need not be proved Evidence Act, 1872 এর কোন ধারায় বলা আছে?
ক. 58
খ. 56
গ. 57
ঘ. 59
৬৩. ‘সরল বিশ্বাস’ প্রমাণের গুরুত্বপূর্ণ নীতি সাক্ষ্য আইনের কোন ধারায় আলোচনা করা হয়েছে?
ক. ১০৯ ধারায়
খ. ১১১ ধারায়
গ. ১১০ ধারায়
ঘ. ১১২ ধারায়
৬৪. আদালতের অনুমতি ব্যতীত কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না?
ক. জেরায়
খ. পুনঃজবানবন্দীকালে
গ. পুনঃজেরাকালে
ঘ. পূর্বে প্রমাণিত বিষয়ে
৬৫. সাক্ষ্য আইনে অধিকতর জেরা করা যায়-
ক. স্বীকৃতি বিষয়ে
খ. জবানবন্দীতে নতুন বিষয় আসলে
গ. জেরায় নতুন বিষয় আসলে
ঘ. পুনঃজবানবন্দীতে নতুন বিষয় আসলে
৬৬. ‘ক’ ইচ্ছাকৃতভাবে এবং মিথ্যাভাবে ‘খ’ কে বিশ্বাস করতে প্ররোচিত করে যে, একটি নির্দিষ্ট জমি ‘ক’ এর এবং ‘খ’ কে সে ঐ জমি ক্রয় করতে ও মূল্য পরিশোধে প্রলোভিত করে। প্রকৃতপক্ষে ‘ক’ এর সেই জমিতে তখন স্বত্ব ছিলোনা এবং পরবর্তীতে স্বত্ব অর্জন করে। ‘ক’ পরবর্তীতে-
ক. ‘খ’ এর নিকট বিক্রয় বাতিল করতে পারবে
খ. ‘খ’ এর নিকট বিক্রয়ের সময় স্বত্ব ছিলোনা প্রমাণ করতে পারবে
গ. “খ” এর নিকট বিক্রয়ের সময় স্বত্ব ছিলোনা প্রমাণ করতে পারবে না
ঘ. ক ও খ উভয়
৬৭. দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নিরূপণের জন্য তৃতীয় একজন ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক হতে পারে- The Evidence Act, 1872 এর কোন ধারায় এই বিষয়ে উল্লেখ আছে?
ক. ৫০
খ. ৫১
গ. ৪৯
ঘ. 8
৬৮.সাক্ষ্য আইন অনুসারে যে দলিলের সত্যায়ন করা আইনত প্রয়োজন নেই তা সত্যায়িত করা হলে-
ক. অসত্যায়িত দলিল হিসেবে প্রমাণ করা যাবে
খ. সত্যায়িত দলিল হিসেবে প্রমাণ করা যাবে
গ. প্রমাণ করার প্রয়োজন নেই
ঘ. কোনটি নয়
৬৯. যে লোক নিজে দলিল দেখেছে তার দেওয়া ঐ দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণকে কি বলে?
ক. প্রত্যক্ষ সাক্ষ্য গ. মাধ্যমিক সাক্ষ্য
খ. সার্টিফাইড সাক্ষ্য
গ. মাধ্যমিক সাক্ষ্য
ঘ. প্রাথমিক সাক্ষ্য
৭০. The Evidence Act, 1872 এর ৪৭ ধারায় একজন ব্যক্তির অভিমত অন্য ব্যক্তির হাতের লেখা প্রমাণের ক্ষেত্রে তখন প্রাসঙ্গিক হবে যখন কোন ব্যক্তি –
ক. অপর ব্যক্তিকে লিখতে দেখেছে
খ. অপর ব্যক্তির লিখিত কোন দলিল পেয়েছে
গ. অপর ব্যক্তির হাতের লেখার সাথে পরিচিত
ঘ. উপরের সবগুলো
৭১. Motive প্রাসঙ্গিক হয় The Evidence Act, 1872 এর কোন ধারা অনুসারে?
ক. ১০ ধারা
খ. ১১ ধারা
গ. ৯ ধারা
ঘ. ৮ ধারা
৭২. আদালতে মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে?
ক. যে কোন বিষয়ে
খ. স্বীকৃত বিষয়ে
গ. তর্কিত বিষয়ে
ঘ. বিশেষজ্ঞদের মতামত বিষয়ে
৭৩. সাক্ষ্য আইন অনুসারে সাক্ষীর দখলে থাকা দলিল উপস্থাপনের নির্দেশ দিলে উক্ত সাক্ষী-
ক. অবশ্যই দলিল দাখিল করবে
খ. আপত্তি দিতে পারবে
গ. দলিল উপস্থাপনে বিরত থাকবে
ঘ. ক ও খ
৭৪. নিম্নের কোন ধারা অনুযায়ী পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক?
ক. ৫৩
খ. ৫৪
গ. ১২৪
ঘ. ১২৬
৭৫. সাক্ষ্য আইন অনুসারে বিচারক প্রশ্ন জিজ্ঞাসা করলে বা কোন দলিল হাজির করার আদেশ দিলে তখন
ক. কোন পক্ষই আপত্তি দিতে পারবেনা
খ. পক্ষগণের প্রতিনিধি আপত্তি দিতে পারবেনা
গ. পক্ষগণের প্রতিনিধি আপত্তি দিতে পারবেন
ঘ. ক ও খ
৭৬. ধারা ১৪২ অনুযায়ী নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (Leading Question) করা যায়?
ক. যে কোন বিষয়
খ. স্বীকৃত বিষয়
গ. তর্কিত বিষয়
ঘ. বিশেষজ্ঞদের মতামত বিষয়
৭৭. The Evidence Act, 1872 এর কোন ধারাটি খণ্ডনযোগ্য অনুমানের উদাহরণ?
ক. ৭৯-৮৫
খ. ১০৫
গ. ৮৯
ঘ. উপরের সবগুলি
৭৮. একজন বিশেষজ্ঞ তার স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে কি দিয়ে?
ক. লিখিত ও মৌখিক সাক্ষ্য দিয়ে
খ. আইনের অবস্থান দিয়ে
গ. পেশা সম্পর্কিত পুস্তক দেখিয়ে
ঘ. ক ও খ উভয়
৭৯. সাক্ষ্য আইনে নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য?
ক. মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে
খ. সাক্ষীর পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন
গ. সাক্ষীকে কোন অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলা সংশ্লিষ্ট বিষয়ে
ঘ. উপরের সবগুলো
৮০. একজন দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী হবে-
ক. খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে
খ. পরিচিত ব্যক্তির বিরুদ্ধে
গ. ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে
ঘ. সহযোগী আসামীর বিরুদ্ধে
৮১. একটি নির্দিষ্ট কাজের সময় ‘ক’ unsoundness of mind এর কারণে কাজের প্রকৃতির বিষয়ে সচেতন ছিল কিনা এরূপ প্রশ্নে কার অভিমত প্রাসঙ্গিক?
ক. ‘ক’ এর অভিভাবক
খ. বিশেষজ্ঞ ব্যক্তির
গ. কাজটি সম্পন্ন করার সময় ‘ক’ এর পাশে উপস্থিত ব্যক্তির
ঘ. ক’ এর আইনজীবীর
৮২. শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞের মতামত দিতে হলে কয়টি শর্তপূরণ করতে হবে-
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৮৩. দায়রা জজ কর্তৃক বিচার চলাকালে একজন খুনের আসামী বিপক্ষের সাক্ষীকে কুপিয়ে হত্যা করে। উক্ত হত্যা সম্পর্কে –
ক. দায়রা জজকে পরীক্ষা করা যাবে
খ. দায়রা জজকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যাবে
গ. দায়রা জজ সাক্ষ্য দিতে বা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়
ঘ. ‘ক’ ও ‘খ’
৮৪, আইনগতভাবে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?
ক. জবানবন্দী নেবার সময়
খ. পুনঃপরীক্ষা করার সময়
গ. জেরা করার সময়
ঘ. খ ও গ
৮৫. একজন ব্যক্তির নিকট চোরাইমাল পাওয়া গেল। উক্ত ব্যক্তি যথাযথ কারণ দর্শাতে পারেনি। এক্ষেত্রে আদালত উক্ত ব্যক্তিকে চোর হিসেবে-
ক. অনুমান করবে
খ. অনুমান করতে পারে
গ. চূড়ান্ত প্রমাণ গণ্য করবে
ঘ. কোনটি নয়
৮৬. দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বন্ধ করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক. ৩৫
খ. ৩৬
গ. ৪০
ঘ. ৪১
৮৭. সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী নিচের কোনটি ৩ ধারায় সংজ্ঞায়িত হয়নি?
ক. ডিজিটাল বা ইলেকট্রনিক স্বাক্ষর
খ. ডিজিটাল স্বাক্ষর সনদ
গ. প্রত্যায়নকারী কর্তৃপক্ষ
ঘ. উপরের সবগুলো সংজ্ঞায়িত করা হয়েছে
৮৮. সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য?
ক. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি
খ. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে শোনেনি
গ. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে
ঘ. সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত
৮৯. সাক্ষ্য আইনের ৫২-৫৫ ধারায়……………. চরিত্রের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা হয়েছে।
ক. মামলার পক্ষসমূহের
খ. সাক্ষীর
গ. রাষ্ট্রপক্ষের
ঘ. কোনটি নয়
৯০. যখন ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?
ক. ২০
খ. ২১
গ. ২২
ঘ. ২২ক
৯১. ডিজিটাল স্বাক্ষরটি গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর তা প্রমাণ করতে হবে, যদি-
ক. গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর একটি ডিজিটাল রেকর্ডে সংযুক্ত করা হয়েছে বলে
দৃঢ়ভাবে বলা হয়
খ. যদি গ্রাহক কোন ভুল করে
গ. যদি গ্রাহকের স্বাক্ষর সংক্রান্ত কোন অধিকার হয়
ঘ. কোনটি নয়
৯২. কোন ঘটনা Judicial Notice হিসেবে নেয়ার জন্য কোন ব্যক্তি আদালতে দাবি জানালে আদালত-
ক. অস্বীকার করতে পারে
খ. উক্ত ব্যক্তিকে বই বা দলিল দাখিলের আদেশ দিতে পারে
গ. অবশ্যই Judicial Notice নিবে
ঘ. ক এবং খ
৯৩. A, যে জমির বন্ধকগ্রহীতা সেই সংক্রান্ত দলিলপত্র বের করেন কিন্তু জমি বন্ধকদাতার দখলে আছে। এক্ষেত্রে এরূপ দলিলের-
ক. হেফাজত উপযুক্ত বলে গণ্য করা যাবে
খ. হেফাজত উপযুক্ত নয় বলে গণ্য করা যাবে
গ. আদালত দলিল ফেরতের নির্দেশ দিবেন
ঘ. খ বা গ
৯৪. নিচের কোন বিষয়টি Shall presume এর অন্তর্ভুক্ত?
ক. Presumption as to physical or forensic evidence,
খ. Presumption as to Gazettes in digital forms
গ. Presumption as to digital communication
ঘ. Presumption as to digital records five years old
৯৫, সাক্ষী যখন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, তখন আদালত কীরূপ অনুমান করবে?
ক. সাক্ষী ভয় পাচ্ছে
খ. সাক্ষ্যটি ঠিক ছিল
গ. প্রশ্নটি ভুল ছিল
ঘ. সাক্ষী উত্তর দিলে তা তার বিরুদ্ধে যাবে
৯৬. প্রমাণিত যেসব বিবৃতি ধারা ৩২ ও ৩৩ অনুসারে প্রাসঙ্গিক সেগুলি সম্পর্কে যেই সকল বিষয় প্রমাণ করা যেতে পারে কোন ধারায় বর্ণিত আছে?
ক. ৩৮
খ. ৪৫
গ. ১০০
ঘ. ১৫৮
৯৭. স্বীকারোক্তি কখন গ্রহণযোগ্য হয়?
ক. যদি তা স্বেচ্ছাপ্রণোদিত হয়
খ. যদি তা পুলিশের কাছে করা হয়
গ. যদি তা পুলিশের হেফাজতে করা হয়
ঘ. কোনটি নয়
৯৮. Dying Declaration নিয়ে কোনটি সত্য?
ক. ম্যাজিস্ট্রেটের নিকট করতে হয়
খ. শপথগ্রহণ পূর্বক করতে হয়
গ. সম্পাদনকারীকে জেরা করা যায়
ঘ. কোনটি সত্য নয়
৯৯. সাক্ষ্য আইন অনুযায়ী নিচের কোনটি সঠিক নয়?
ক. যেকোন লেখা একটি দলিল
খ. মানচিত্র বা নকশা একটি দলিল
গ. পাথরে খোদিত কিছু দলিল
ঘ. উপরের সবগুলো সঠিক
১০০. আদালত কিছু ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারেন- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?
ক. ১১৪
খ. ১১৫
গ. ১১৬
খ. ১১২