মডেল টেস্ট-০২
তামাদি আইন, ১৯০৮
পূর্ণমান-৫০ সময়-৩০ মিনিট
অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে]
১. তামাদি আইন, ১৯০৮ কত সালে কার্যকর হয়?
ক. ১লা জুলাই, ১৯০৯
খ. ১লা জুলাই, ১৯০৮
গ. ১লা জানুয়ারি, ১৯০৯
ঘ. ১লা জানুয়ারি, ১৯০৮
২. ৩ ধারার বিধান আদালতের জন্য …………বিষয়।
ক. স্বেচ্ছাধীন
খ. প্রতিরোধমূলক
গ. বাধ্যতামূলক
ঘ. নিরোধমূলক
3. “Extension of period in certain cases” বা “Condonation of Delay” এর বিধানটি তামাদি আইনের কত ধারায় আছে?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
৪. নিম্নলিখিত কোন ক্ষেত্রে আইনগত অপারগতার বিধান প্রযোজ্য হবে না?
ক. অর্থ আদায়ের মামলায়
খ. স্থায়ী নিষেধাজ্ঞার মামলায়
গ. অগ্রক্রয়ের মামলায়
ঘ. উপরের সবকটি
৫. তামাদি আইনের কত ধারায় “Special exceptions” সম্পর্কে বলা আছে?
ক. ধারা ৮
খ. ধারা ৯
গ. ধারা ১০
ঘ. ধারা ১১
৬. তামাদি আইনের কত ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনা হতে বাদ?
ক. ১১
খ. ১২
গ. ১৩
ঘ. ১৪
৭. ডিক্রি জারির বিক্রয় রদ করার কার্যধারা মুলতুবি থাকাকালীন সময় বাদ দিতে হবে- এটি তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ১৪
খ. ১৫
গ. ১৬
ঘ. ১৭
৮. তামাদি আইনের ১৯ ধারা প্রযোজ্য হবে-
ক. মূল মামলায়
খ. দরখাস্তে
গ. আপিলের ক্ষেত্রে
ঘ. ক ও খ
৯. “Suit for compensation for act not actionable without special damage”- তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ১৯
খ. ২০
গ. ২২
ঘ. ২৪
১০. পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য ১৯১১ সালে একটা মামলা দায়ের করা হয়। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে কিন্তু পথ চলার অধিকারের প্রতি অস্বীকৃতি জানায়। বাদী প্রমাণ করে থাকেন যে, সে এই অধিকার ১৮৯০ সালের ১লা জানুয়ারি হতে ১৯১০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে এতে সুখাধিকার হিসাবে স্বত্ব দাবি করে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করেছে। এক্ষেত্রে-
ক. মামলাটি গ্রহনযোগ্য হবে
খ. মামলাটি খারিজ হবে
গ. বাদীর পক্ষে রায় যাবে
ঘ. বিবাদীর পক্ষে রায় যাবে
১১. চুক্তি বলবতকরণের জন্য মামলা দায়ের করার তামাদি মেয়াদ The Limitation Act, 1908 এর ১ম তফসিলের কত অনুচ্ছেদে বর্ণিত?
ক. ১৩
খ. ৯৫
গ. ১১৩
ঘ. ১১৪
১২. দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act, 1908 এর কত Article এ বর্ণিত আছে?
ক. ১৪৯
খ. ১৫০
গ. ১৭৭
ঘ. ১৭৮
১৩. তামাদি আইনের বিধানসমূহ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এই নিয়মের ব্যতিক্রম হলো-
ক. ফৌজদারি মূল মামলা দায়ের
খ. ফৌজদারি আপিল দায়ের
গ. ফৌজদারি মিস মামলা দায়ের
ঘ. কোনটি নয়
১৪. বিদ্বেষমূলকভাবে ফৌজদারিতে অভিযোগের জন্য ক্ষতিপূরণ মামলা দাখিলের তামাদি মেয়াদ কত?
ক. ৬ মাস
খ. ১ বছর
গ. ৩ বছর
ঘ. ৬ বছর
১৫. “Exclusion of time during which proceedings are suspended” সম্পর্কিত বিধান রয়েছে The Limitation Act, 1908 এর …………… ধারায় ।
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
১৬. তামাদি আইনের ১৯ ধারায় কয়টি ব্যাখ্যা রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৭. নিচের কোন ধারাটি ৬ ও ৭ ধারার ব্যতিক্রম?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
১৮. কাজের অংশ হিসেবে কে বাংলাদেশের বাইরে অবস্থান করলে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে তা বাদ যাবে?
ক. বিবাদী
খ. বাদী
গ. আপিলকারী
ঘ. ক ও খ
১৯. ‘Effect of death before right to sue accrues’- বিধানটি তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ১৪
খ. ১৫
গ. ১৬
ঘ. ১৭
২০. তামাদি আইনের ২১ ধারানুসারে কারা অক্ষম ব্যক্তির প্রতিনিধি …
ক. আইনগত অভিভাবক
খ. কমিটি
গ. ম্যানেজার
ঘ. উপরের সবগুলো
২১. যাবতীয় দলিল গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে প্রণীত বলে বিবেচিত হবে- এটি তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ২০
খ. ২১
গ. ২৩
ঘ. ২৫
২২. “Exclusion in favour of reversioner of servient tenement তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ২০
খ. ২১
গ. ২৪
ঘ. ২৭
২৩. দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হয়?
ক. ৩
খ. ৫
গ. ৬
ঘ. কোনটি নয়
২৪. হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় পুনরীক্ষণের (Review) জন্য দরখাস্ত দাখিলের সময় ডিক্রি বা আদেশের তারিখ থেকে…………… দিন।
ক. ২০
খ. ৩০
গ. ৪৫
ঘ. ৬০
২৫. লিখিতভাবে মানহানির জন্য ক্ষতিপূরণের মামলার তামাদিকাল কত?
ক. ৩ মাস
খ. ৬ মাস
গ. ১ বছর
ঘ. ২ বছর
২৬. একতরফা শুনানিকৃত আপিল পুনঃশুনানির তামাদি সম্পর্কিত বিধান The Limitation Act, 1908 এর কোন Article এ বর্ণিত আছে?
ক. ১৬৯
খ. ১৭০
গ. ১৭৩
ঘ. ১৮১
২৭. তামাদি আইনের ৩ ধারা মতে, “তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত প্রত্যেকটি মোকদ্দমা, আপিল এবং আবেদন খারিজ হবে”- এই বিধানটি কত থেকে কত ধারার বিধানাবলী সাপেক্ষ?
ক. ৩-৯
খ. ৪-২৫
গ. ৩-২৪
ঘ. ৪-২৮
২৮. তামাদি আইনের ৫ ধারায় বর্ণিত তামাদির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
ক. আপিল
খ. রিভিউ
গ. রিভিশন
ঘ. মূল মামলা
২৯. তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হবে না-
ক. বিশেষ আইনের তামাদির মেয়াদের ক্ষেত্রে
খ. বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ক্ষেত্রে
গ. অর্থ ঋণ আদালত আইনের ক্ষেত্রে
ঘ. উপরের সবগুলো
৩০. কতিপয় বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপরাগতা তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
৩১. “Where once time has begun to run, no subsequent disability to use stops it” এই বিধানটি তামাদি আইনের কত ধারায় উল্লেখ করা হয়েছে? ৩২. তামাদি আইনের ১৪ ধারা প্রযোজ্য হয়-
ক. ধারা ৮
খ. ধারা ৯
গ. ধারা ৭
ঘ. ধারা ৬
৩২. তামাদি আইনের ১৪ ধারা প্রযোজ্য হয়-
ক. মূল মামলার ক্ষেত্রে
খ. আবেদনের ক্ষেত্রে
গ. রিভিউ এর ক্ষেত্রে
ঘ. ক ও খ
৩৩. তামাদি আইনের কত ধারায় তামাদির মেয়াদ গণনায় প্রতারণার ( Fraud ) ফলাফল আলোচনা করা হয়েছে?
ক. ১৪ ধারা
খ. ১৬ ধারা
গ. ১৮ ধারা
ঘ. ১৯ ধারা
৩৪. মামলা দায়ের করার পর নতুন কোন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করা হলে তার ফলাফল কী?
ক. সেই ব্যক্তির জন্য মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে
খ. সেই ব্যক্তির জন্য পক্ষভুক্তির তারিখে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য
হবে
গ. সকল পক্ষের জন্য মামলার তামাদির মেয়াদ একই হবে
ঘ. উপরের সবকটি
৩৫. কোন জলপথে Easement অধিকার অর্জনের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য?
ক. শুধু ২০ বছর ব্যবহার
খ. নিরবিচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার
গ. নিরবিচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার
ঘ. নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার
৩৬. “সম্পত্তির অধিকার বিলুপ্তি”- তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ২০
খ. ২৬
গ. ২৮
ঘ. ২৯
৩৭. কোন মামলা দায়েরের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ হলো-
ক. ০৩ বছর
খ. ০৬ বছর
গ. ০৯ বছর
ঘ. ১২ বছর
৩৮. জারি মামলা দায়েরের ক্ষেত্রে The Limitation Act, 1908 এর নিম্নোক্ত কোন Article অনুসারে তামাদির মেয়াদ গণনা করতে হয় ?
ক. ১৪৮
খ. ১৮৪
গ. ১৮২
ঘ. ১২৮
৩৯. কোনো দরখাস্তু দায়েরের মেয়াদ The Limitation Act, 1908 সুনির্দিষ্টভাবে বলা না থাকলে প্রযোজ্য হবে………… অনুচ্ছেদ।
ক. ১২১
খ. ১৮০
গ. ১৪২
ঘ. ১৮১
৪০. তামাদি আইন মূলত কোন ধরনের আইন?
ক. পদ্ধতিগত আইন
খ. মূল আইন
গ. মূল ও পদ্ধতিগত আইন
ঘ. সাংবিধানিক আইন
৪১. নির্ধারিত তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করা হলে, তামাদি আইনের সাধারণ নীতি অনুযায়ী আদালত তা-
ক. মামলা গ্রহণ করে বিচার শুরু করবে
খ. খারিজ করবে
গ. শর্তসাপেক্ষে মামলা বিচারে নিবে
ঘ. তামাদি মওকুফ করে আদালত মামলা আমলে নিবে
৪২. বিবাদী পক্ষ যুক্তিসঙ্গত কারণে নির্ধারিত সময়ে আপিল করতে পারেন নি। এই ক্ষেত্রে আপিল দায়ের করতে হলে আপনি কী করবেন?
ক. সরাসরি আপিল করবো
খ. আদালতের অনুমতি নিয়ে আপিল করবো
গ. বিলম্ব মওকুফের আবেদনসহ আপিল করবো
ঘ. অন্য আদালতে আবেদন করবো
৪৩. তামাদি আইনের ধারা ৬ অথবা ৭ এর বিধান নিম্নোক্ত কোন ক্ষেত্রে প্রয়োজ্য নয়?
ক. ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে
খ. অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে
গ. স্বত্বঘোষণার মোকদ্দমার ক্ষেত্রে
ঘ. দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ক্ষেত্রে
৪৪. কোন কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে না?
ক. আইনজীবী নিয়োগ
খ. হাজতবাস
গ. অসুস্থতা
ঘ. রায়ের নকল সংগ্রহ
৪৫. তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিম্নলিখিত কোন সময়টি বাদ যাবে?
ক. ডিক্রি প্রস্তুতের সময়
খ. ডিক্রি জারির সময়
গ. মামলা বা ডিক্রি জারির দরখাস্তে কার্যক্রম স্থগিতের সময়
ঘ. উপরের সবকটি
৪৬. “Effect of acknowledgement in writing”- তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ১৪
খ. ১৫
গ. ১৬
ঘ. ১৯
৪৭. তামাদি আইনে ১৯ ধারার শর্ত নয় কোনটি?
ক. প্রাপ্তি স্বীকারের বিবৃতি থাকতে হবে।
খ. প্রাপ্তি স্বীকার লিখিত ও স্বাক্ষরিত হতে হবে
গ. প্রাপ্তি স্বীকার কোন সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে হতে হবে
ঘ. প্রাপ্তি স্বীকার রেজিস্টার্ড হতে হবে।
৪৮. ‘সুখাধিকারসমূহ অর্জন’ – তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ২০
খ. ২১
গ. ২৪
ঘ. ২৬
৪৯. দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্থ পক্ষকে মামলা দায়ের করতে হয়?
ক. ৩
খ. ৬
গ. ৯
ঘ. ১২
৫০. মামলা করার অধিকার সৃষ্টির পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আইনানুগ উত্তরাধিকারী মামলা করার যোগ্য হওয়ার তারিখ থেকে তামাদি গণনা শুরু হবে। এই বিধানের ব্যতিক্রম হলো…… মামলা ।
ক. টাকার দাবির
গ. অগ্রক্রয়ের
খ. পথাধিকারের দাবির
ঘ. স্বত্ব ঘোষনার দাবির