মডেল টেস্ট-০৩

তামাদি আইন, ১৯০৮

পূর্ণমান-৫০                   সময়-৩০ মিনিট

অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে]

 

১. তামাদি আইন, ১৯০৮ এর ১৪ ধারার বিধান নিচের কোনটি?
ক. আইনানুগ কার্যধারায় ব্যয়িত সময় বাদ যাবে
খ. বিবাদীর বাংলাদেশের বাইরে অবস্থানকালীন সময় বাদ যাবে
গ. কার্যধারা স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে
ঘ. এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় বাদ যাবে

২. “Effect of fraud”- তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ১৪
খ. ১৫
গ. ১৬
ঘ. ১৮

৩. “কোন মামলা তামাদি দ্বারা বারিত নয়” এই বিষয়টি প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত?
ক. আদালতের
খ. বাদীর
গ. বিবাদীর
ঘ. সরকারি আইনজীবীর

৪. Easement (সুখাধিকার) বলতে বুঝাবে এমন অধিকার যা
ক. চুক্তি হতে সৃষ্টি হয়নি
খ. চুক্তি হতে সৃষ্টি হয়েছে
গ. ক ও খ উভয়
ঘ. কোনটি নয়

৫. দখলবলে মালিকানা স্বত্ব লাভ সংক্রান্ত ধারা কোনগুলো?
ক. ২৬-২৯
খ. ২৬-২৮
গ. ২০-২৮
ঘ. ২৫-২৮

৬. চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
ক. ১ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৫ বছর

৭. জমির স্বত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত?
ক. ৬ মাস
খ. ৩ বছর
গ. ৬ বছর
ঘ. ১২ বছর

৮. দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সময়সীমা-
ক. ১ মাস
খ. ৩ মাস
গ. ১৫ দিন
ঘ. ৭ দিন

৯. তামাদি আইনের Definition clause অনুযায়ী Bill of Exchange বলতে নিচের কোনটি অন্তর্ভূক্ত হবে না?
ক. চেক
খ. হুন্ডি
গ. প্রমিসরি নোট
ঘ. ক ও খ

১০. “Lex non cogit ad impossibilia” এই Maxim টির নীতি তামাদি আইনের কোন ধারার সাথে সম্পর্কিত?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ১২

১১. তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় –
ক. ১৮৫৯ সালে
খ. ১৮৬২ সালে
গ. ১৮৭১ সালে
ঘ. ১৯০৮ সালে

১২. সাধারণত কোন ধরনের মামলা তামাদি আইন দ্বারা বারিত নয়?
ক. ফৌজদারি মূল মামলা
খ. দেওয়ানি মামলা
গ. দেওয়ানি ও ফৌজদারি আপিল
ঘ. কোনটি নয়

১৩. তামাদি আইনের ৫ ধারা মতে কোন কোন মামলার তামাদির সীমা বৃদ্ধি করা যায়?
ক. আপিল, রিভিউ, রিভিশন
খ. আপিল করার জন্য অনুমতির দরখাস্তে
গ. শুধুমাত্র আপিল
ঘ. ক ও খ

১৪. কতিপয় ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধিকরণ সম্পর্কে তামাদি আইনের কোন ধারায় বলা আছে?
ক. ২
খ. ৩
গ. 8
ঘ. ৫

১৫. A একটা ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়। B, C ও D সেই ফার্মের অংশীদার। B উন্মাদ এবং C নাবালক। B এবং C -এর সম্মতি ছাড়াই D দেনাদার A কে দায়মুক্ত করতে পারবে। এক্ষেত্রে তামাদির মেয়াদ অতিবাহিত হবে-
ক. B, C, D সকলের প্রতিকূলে
খ. A, B, D সকলের প্রতিকূলে
গ. শুধুমাত্র A, B এর প্রতিকূলে
ঘ. কোনটি নয়

১৬. তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার ২ বছর পর রফিক তার জমির দখল পুনরুদ্ধারের জন্য মামলা করে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোন প্রশ্ন উত্থাপন করেনি। আদালত কি সিদ্ধান্ত দিবে?
ক. মামলার বিচার চলবে
খ. বিচার স্থগিত রাখবে
গ. মামলা খারিজ করবে
ঘ. বিবাদি আপত্তি না করায় মামলা আমলে নিবে

১৭. কোন ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না?
ক. আপিল
খ. রিভিশন
গ. রিভিউ
ঘ. স্বত্ব ঘোষণার মামলা

১৮. নিচের কোন ধারায় ৫ ধারার বিধান প্রযোজ্য হবে না?
ক. স্বত্ব ঘোষণা মামলা
খ. চুক্তি প্রবলের মামলা
গ. স্থায়ী নিষেধাজ্ঞার মামলা
ঘ. কোনটিতে প্রযোজ্য নয়

১৯. যৌথভাবে অধিকারী কয়েক ব্যক্তির একজন যদি অপরাগ হয় এবং একজনকে বাদ দিয়ে যদি দায়িত্ব সম্পাদনের সুযোগ থাকে তাহলে-
ক. তামাদির মেয়াদ চলমান থাকবে
খ. তামাদির মেয়াদ স্থগিত থাকবে
গ. তামাদির মেয়াদ বর্ধিত হবে
ঘ. খ ও গ

২০. ট্রাস্টি (অছি) বা তার প্রতিনিধির বিরুদ্ধে যে কোন সময় মামলা করা যায়- এটি তামাদি আইনের কোন ধারার বিধান?
ক. ধারা ৮
খ. ধারা ৯
গ. ধারা ১০
ঘ. ধারা ১১

২১. তামাদি আইনের ১ম তফসিলে নির্ধারিত মেয়াদের পর দায়েরকৃত মামলা বা আপিলের ফলাফল কি?
ক. বিচার বারিত হবে
খ. মামলা খারিজ হবে
গ. মামলা আমলে নিবে
ঘ. শর্তসাপেক্ষে বিচার হবে

২২. তামাদি আইনের, ১৯০৮ এর ৫ ধারা প্রযোজ্য হবে না-
ক. স্যুটের ক্ষেত্রে
খ. আপিলের ক্ষেত্রে
গ. রিভিউর ক্ষেত্রে
ঘ. রিভিশনের ক্ষেত্রে

২৩. নিচের কোন আইনে ৫ ধারার বিধান প্রযোজ্য নয়-
ক. দেওয়ানি কার্যবিধির
খ. ফৌজদারি কার্যবিধির আপিলে
গ. বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৮
ঘ. কোনটি নয়

২৪. “Disability of one of several plaintiffs or applicants”- তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮

২৫. এক ব্যক্তি মামলা করার অধিকার অর্জনের ১ মাস পর পাগল হয়ে যায়। এক্ষেত্রে মামলা করার তামাদি মেয়াদ-
ক. স্থগিত থাকবে
খ. ৩ বছর পর্যন্ত বর্ধিত হবে
গ. চলমান থাকবে
ঘ. ক ও গ

২৬. সুমিত একটি এখতিয়ারবিহীন আদালতে মামলা করলো। এখতিয়ার না থাকায় মামলাটি সঠিক আদালতে দাখিলের জন্য ফেরত দিলো। ইতিমধ্যে মামলা দায়েরের তামাদি শেষ হলো । এক্ষেত্রে সুমিতের করণীয় কি?
ক. ৫ ধারার অধীনে আবেদন
খ. ১৪ ধারার অধীনে আবেদন
গ. ব্যয়িত সময় বাদ যাবে না
ঘ. ১২ ধারার অধীনে আবেদন

২৭. তামাদি আইনের ধারা ১৮ অনুযায়ী মামলা করায় প্রতারিত ব্যক্তির মামলায় তামাদির মেয়াদ কখন থেকে শুরু হবে?
ক. যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রথম প্রতারণার কথা জানতে পারে
খ. দলিল গোপন করা হয়ে থাকলে প্রথম যেদিন ক্ষতিগ্রন্থ ব্যক্তি দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয়
গ. দলিল গোপন করা হয়ে থাকলে প্রথম যেদিন ক্ষতিগ্রস্থ ব্যক্তি অপর পক্ষকে উক্ত দলিল উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে
ঘ. উপরের সবগুলো

২৮. তামাদি আইনের কত ধারায় নতুন বাদী বা বিবাদীকে পক্ষভুক্ত করার ফলাফল বর্ণনা করা হয়েছে?
ক. ধারা ২০
খ. ধারা ২১
গ. ধারা ২২
ঘ. ধারা ২৩

২৯. The Limitation Act, 1908 এর কত ধারায় ‘easement’ সম্পর্কে বলা হয়েছে?
ক. ২৮
খ. ২৭
গ. ২৬
ঘ. ২৫

৩০. Acquisition of ownership by possession সংক্রান্ত ধারা কোনগুলো?
ক. ২৬-২৯
খ. ২৬-২৮
গ. ২০-২৮
ঘ. ২৫-২৮

৩১. বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি সময়কাল হলো-
ক. ৬ মাস
খ. ১ বছর
গ. ৩ বছর
ঘ. ৬ বছর

৩২. দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রিজারি মামলা দায়ের করতে হয়?
ক. ৩ বছর
খ. ৫ বছর
গ. ১০ বছর
ঘ. ১ বছর

৩৩. বন্ধকী স্থাবর সম্পত্তি খালাসের মামলায় তামাদির সময়সীমা কত বছর?
ক. ৬
খ. ১২
গ. ৩০
ঘ. ৬০

৩৪. তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে-
ক. আরজি নাকচ
খ. আরজি ফেরত
গ. মামলা খারিজ
ঘ. কোর্ট ফি বাতিল

৩৫. তামাদির মেয়াদ শেষ হওয়ার দিন আদালত বন্ধ থাকলে নিচের কোন পদক্ষেপটি যথাযথ হবে?
ক. বন্ধের দিনই মামলা বা আপিল দায়েরের চেষ্টা করা
খ. পুনরায় আদালত খোলার দিন দায়ের করা
গ. পুনরায় আদালত খোলার পরবর্তী ৫ দিনের মধ্যে মামলা বা আপিল দায়ের করা
ঘ. উপরের সব পদক্ষেপই সঠিক

৩৬. ৫ ধারার সুবিধা পেতে আদালতকে কী দেখাতে হবে-
ক. মোকদ্দমার দলিলাদি
খ. যথেষ্ট কারণ
গ. জমির খতিয়ান
ঘ. স্মারকলিপি

৩৭, মামলা পরিচালনার সময় ‘ক’ সুস্থ ও জীবিত ছিল। ডিক্রি ঘোষণার পর ‘ক’ মৃত্যুবরণ করে। ‘ক’ এর উত্তরাধিকারী ‘ট’ ও ‘ঠ’ নাবালক। উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করতে হবে-
ক. ‘ট’ ও ‘ঠ’ এর মধ্যে যে কোন একজনের নাবালকত্ব অবসান হলে
খ. ‘ট’ এবং ‘ঠ’ উভয়ের নাবালকত্ব অবসান হলে
গ. আপিলের জন্য নির্ধারিত সময়ের মধ্যে
ঘ. কোনটি নয়

৩৮. সুখাধিকার মামলায় বিশ বৎসর বলতে বোঝাবে মামলা দায়েরের তারিখের-
ক. অব্যবহিত পূর্ববর্তী আগের দিনের মধ্যে সমাপ্ত ২০ বছর
খ. অব্যবহিত পূর্ববর্তী এক বৎসরের মধ্যে সমাপ্ত ২০ বছর
গ. অব্যবহিত পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে সমাপ্ত ২০ বছর
ঘ. অব্যবহিত পূর্ববর্তী তিন বৎসরের মধ্যে সমাপ্ত ২০ বছর

৩৯. তামাদি আইন, ১৯০৮ এর ধারা ১৪ প্রযোজ্য হয়-
ক. স্যুটের ক্ষেত্রে
খ. রেফারেন্সের ক্ষেত্রে
গ. যে কোন দরখাস্ত
ঘ. ক ও গ উভয়

৪০. তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলা আছে?
ক. ১৬ ধারায়
খ. ১৮ ধারায়
গ. ২০ ধারায়
ঘ. ২৩ ধারায়

৪১. তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিম্নলিখিত কোন সময়টি বাদ যাবে?
ক. ডিক্রি জারির মাধ্যমে বিক্রয় রদ করার কার্যক্রম মুলতুবি থাকাকালীন সময় বাদ দিতে হবে
খ. যেখানে অন্য কোন আইনের বিধান অনুসারে নোটিশ প্রদান করা হয়েছে, সেখানে নোটিশের সময়
গ. মামলা বা ডিক্রি জারির দরখাস্তে কার্যক্রম স্থগিতের সময়
ঘ. উপরের সবগুলো

৪২. ১৯ ও ২০ নং ধারায় ‘যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি’ বলতে নিম্নের কাকে অন্তর্ভুক্ত করা হয়?
ক. আইনগত অভিভাবক
খ. কমিটি বা ম্যানেজার
গ. অনুরূপ অভিভাবক, কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃতি স্বাক্ষর করার বা অর্থ প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি
ঘ. উপরের সবগুলো

৪৩. অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় সম্পর্কে তামাদি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
ক. ১৯
খ. ২০
গ. ২১
ঘ. ২৩

৪৪. সুখাধিকার প্রতিষ্ঠার মামলাতে বিবাদী যদি প্রমাণ করতে পারে যে, ২০ বছরের মধ্যে সে বাধা দিয়েছিল তাহলে মামলা-
ক. খারিজ হবে
খ. স্থগিত হবে
গ. ডিক্রি হবে
ঘ. কোনটি নয়

৪৫. তামাদি আইন প্রযোজ্য হয় না-
ক. ১৮৭২ সালের চুক্তি আইনের ২৫ ধারার ক্ষেত্রে
খ. বিবাহ বিচ্ছেদ আইন, ১৮৬৯ সালের বিধানের ক্ষেত্রে
গ. ১৮৮২ সালের সুখাধিকার আইনের ক্ষেত্রে
ঘ. উপরের সবগুলো

৪৬. সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদির মেয়াদ হবে বেদখলের তারিখ হতে-
ক. ৬ বছর
খ. ৬ মাস
গ. ৬ সপ্তাহ
ঘ. ৬ দিন

৪৭. ইস্যুকৃত বা রেজিস্ট্রিকৃত কোন দলিল জাল বলে ঘোষণার জন্য মামলা দায়েরের সময়সীমা-
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৬ বছর
ঘ. ১ বছর

৪৮. ১৫০ ও ১৫৭ অনুচ্ছেদের অধীন আপিল ব্যতীত ফৌজদারি কার্যবিধির অধীনে যে কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিলের মেয়াদ-
ক. ১২০ দিন
খ. ৯০ দিন
গ. ৬০ দিন
ঘ. ৩০ দিন

৪৯. সর্বনিম্ন তামাদির মেয়াদ-
ক. ৭ দিন
খ. ১৫ দিন
গ. ৩০ দিন
ঘ. ৬০ দিন

৫০. ফৌজদারি কার্যবিধি অনুসারে খালাসের বিরুদ্ধে আপিল করার সময়সীমা কত দিন?
ক. ১ মাস
খ. ৩ মাস
গ. ৬ মাস
ঘ. ৯ মাস