মডেল টেস্ট-০৪
তামাদি আইন, ১৯০৮
পূর্ণমান-৫০ সময়-৩০ মিনিট
অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে]
১। The Limitation Act, 1908 এর ৬ ধারায় বর্ণিত বৈধ অপারগতার সুবিধা মামলা দায়েরসহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে?
ক) জারির আবেদন
খ) আপিল দায়ের
গ) রিভিশন দায়ের
ঘ) রিভিউ দায়ের
২। দেওয়ানি মামলার তামাদির বিষয়টি?
(ক) আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন
(খ) আইনের প্রশ্ন
(গ) ঘটনার প্রশ্ন
(ঘ) অধিকারের প্রশ্ন
৩। বিচারাধীন মামলায় কোন পক্ষ স্থলাভিষিক্ত হলে তার ক্ষেত্রে ঐ মামলাটি তখন দাখিল হয়েছে মর্মে ধরে নেয়া হবে যখন—
ক) সে স্থলাভিষিক্ত হয়
খ) মামলাটি দাখিল হয়
গ) আরজি পেশ হয়।
(ঘ) মামলার কারণ উদ্ভব হয়
৪। নিঃসম্বল হিসাবে আপিল করার অনুমতির দরখাস্ত দাখিলের তামাদি দিন।
ক) ১৫
খ) ৩০
গ) ৪৫
ঘ) ৬০
৫। কোন জলপথের বর্তস্বত্ব অধিকার অর্জনের ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য?
ক) শুধুমাত্র ২০ বছর ব্যবহার
খ) নিরবচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার
গ) নিরবচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার
ঘ) নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার
৬। লিমিটেশন এ্যাক্ট, ১৯০৮ এর ৫ ধারা প্রযোজ্য হবে না—
ক) স্যুটের ক্ষেত্রে
খ) আপিলের ক্ষেত্রে
গ) রিভিউর ক্ষেত্রে
ঘ) রিভিশনের ক্ষেত্রে
৭। তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলা আছে?
ক. ১৬ ধারায়
খ. ১৮ ধারায়
গ. ২০ ধারায়
ঘ. ২৩ ধারায়
৮। তামাদি আইনের কোন ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে পারে
ক) ৫ ধারা
খ) ১০ ধারা
গ) ২০ ধারা
ঘ) ২৯ ধারা
৯। The Limitation Act, 1908 এর ৫ ধারায় বর্ণিত তামাদির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়?
ক) আপিল
খ) রিভিউ
গ) রিভিশন
ঘ) মূল মামলা
১০। Z নাবালক থাকাবস্থায় তার মামলা করার অধিকার জন্মে। তামাদির সময় গণনা শুরু হবে যখন-
ক) Z এর সাবালকত্বের অবসান হবে,
খ) Z নাবালক থাকলে
গ) Z এর নাবালকত্বের অবসান হবে
ঘ) উপরের কোনটাই নয়
১১। দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সংক্রান্ত তামাদির বিধান The Limitation Act, 1908 এর কত Article এ বর্ণিত আছে?
(ক) 149
(খ) 150
(গ) 177
(ঘ) 178
১২। মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কত দিন?
ক) ৩ বছর
খ) ৬ বছর
গ) ১২ বছর বয়স পর্যন্ত
ঘ) সাবালকত্ব
১৩। সরকারের বিপক্ষে বিরুদ্ধ দখলজনিত স্বত্বের দাবি প্রতিষ্ঠায় বাদীকে প্রমাণ করতে হবে তার নিরবিচ্ছিন্ন দখল—
ক) ১২ বছরের
খ) ২০ বছরের
গ) ৩০ বছরের
ঘ) ৬০ বছরের
১৪। কোন কারনে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ হবে?
ক) আইনজীবী নিয়োগ
খ) হাজত বাস
গ) অসুস্থতা
ঘ) রায়ের নকল সংগ্রহ
১৫। একটি আপিল দায়েরে তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে—
ক) আপিলের মেমো প্রস্তুতের জন্য ব্যয়িত সময়
খ) আইনজীবী নিয়োগের জন্য ব্যয়িত সময়
গ) প্রতিপক্ষের প্রতি সমন জারির জন্য ব্যয়িত সময়
ঘ) রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত
১৬। লিমিটেশন এ্যাক্ট, ১৯০৮ এর ধারা ১৪ প্রযোজ্য হয়ঃ
ক) স্যুটের ক্ষেত্রে
খ) রেফারেন্সের ক্ষেত্রে
গ) রিভিশনের ক্ষেত্রে
ঘ) রিভিউ এর ক্ষেত্রে
১৭। নিষেধাজ্ঞার ডিক্রি জারীর দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয়-
ক) ডিক্রির স্বাক্ষরের তারিখ হতে
খ) ডিক্রি অমান্য করার তারিখ হতে
গ) ডিক্রি কার্যকর করার তারিখ হতে উঃ (ঘ)
ঘ) ডিক্রির সহিমহুরী নকল প্রাপ্তির তারিখ হতে
১৮। মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরত দেওয়া হয়েছে। ইতোমধ্যে মামলার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন?
ক. আরজির সাথে ৫ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন
খ. আরজির সাথে ৯ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন
গ. আরজির সাথে ১৪ ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন
ঘ. উপরের সবকটি
১৯। The Limitation Act, 1908 এর কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে?
(ক) ১১
(খ) ১২
(গ) ১৩
(ঘ) ১৪
২০। একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলার তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদীর-
ক) অধিকার সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
খ) প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
গ) দলিল সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
ঘ) মামলা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন হতে
২১। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না?
ক) আপিল
খ) রিভিশন
গ) রিভিউ
ঘ) স্বত্ব ঘোষণা
২২। চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের কোন মামলায় যেক্ষেত্রে কোন সময়কাল নির্ধারিত নেই সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে—
ক) অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে
খ) আইন জানার তারিখ থেকে
গ) চুক্তির বিষয়ে জানার তারিখ হতে
ঘ) চুক্তি নিবন্ধনের তারিখ হতে
২৩। তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে—
ক) আরজি নাকচ
খ) আরজি ফেরত
গ) মামলা খারিজ
ঘ) কোর্ট ফি বাতিল
২৪। অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি?
ক) তামাদির মেয়া অপরিবর্তিত থাকে
খ) চুক্তিভঙ্গের পর তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকে
গ) চুক্তিভঙ্গের প্রতিমূহুর্তেই নাতুন করে তামাদির মেয়াদ
ঘ) উপরের সবকটি
২৫। একজন বে-সরকারি ব্যক্তি কর্তৃক বর্তস্বত্ব (Easement) অধিকার অর্জনের ন্যূনতম সময় কাল হলো-
ক) ১২ বছর
খ) ২০ বছর
গ) ৩০ বছর
ঘ) ৬০ বছর
২৬। তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয়।
ক) ১৮৫৯ সালে
খ) ১৮৬২ সালে
গ) ১৮৭১ সালে
ঘ) ১৯০৮ সালে
২৭। তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোন-
ক) দেওয়ানি কার্যক্রম আছে
খ) ফৌজদারি কার্যক্রম আছে
গ) বিভাগীয় কার্যক্রম আছে
ঘ) সুনির্দিষ্ট আইন আছে
২৮। সরকারী কোন সম্পত্তি ছাড়া অন্যকোন সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে একনাগাড়ে কত বছর ধরে ভোগ করতে হবে?
ক) ৬০ বছর
খ) ২০ বছর
গ) ৪০ বছর
ঘ) ২৫ বছর
২৯। লিমিটেশন এ্যাক্ট, ১৯০৮ এর কোন কিছুই প্রযোজ্য হবে না
ক) চুক্তি আইন, ১৮৭২ এর ২৫ ধারার ক্ষেত্রে
খ) সিভিল প্রসিডিউর কোডের ১১৪ ধারার ক্ষেত্রে
গ) সিভিল প্রসিডিউর কোডের ১০৭ ধারার ক্ষেত্রে
ঘ) সিভিল প্রসিডিউর কোডের ১১৫(২) ধারার ক্ষেত্রে
৩০। The Limitation Act, 1908 এর কত ধারায় ‘Easerment’ সম্পর্কে বলা হয়েছে?
ক) ২৮
খ) ২৭
গ) ২৬
ঘ) ২৫
৩১। বাদী সরকার হলে দখল উদ্ধারের মামলা করার তামাদি—-বছর।
ক) ১২
খ) ২০
গ) ৩০
ঘ) ৬০
৩২। কোন মামলা দায়েরের সময়সীমা বিষয়ে তামাদি আইনে সুনির্দিষ্ট বিধান না থাকলে তামাদির মেয়াদ হলো–
ক) ৩ বছর
খ) ০৬ বছর
গ) ০৯ বছর
ঘ) ১২ বছর
৩৩। দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রিজারি মামলা দায়ের করতে হয়?
ক) তিন বৎসর
খ) পাঁচ বৎসর
গ) দশ বৎসর
ঘ) এক বৎসর
৩৪। সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদির মেয়াদ হবে বেদখলের তারিখ থেকে—
ক) ৬ বছর
খ) ৬ মাস
গ) ৬ সপ্তাহ
ঘ) ৬ দিন
৩৫। সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়?
ক) ৩০ দিন
খ) ৬০ দিন
গ) ৯০ দিন
ঘ) ১২০ দিন
৩৬। জমি থেকে বেদখল হওয়ার পর কত দিনের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে—
ক) ৬ মাস
খ) ৩ বছর
গ) ৬ বছর
ঘ) ১২ বছর
৩৭। বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি সময়কাল হলো-
ক) ৬ মাস
খ) ১ বছর
গ) ৩ বছর
ঘ) ৫ বছর
৩৮। তামাদি আইনে সুনির্দিষ্টভাবে তামাদির মেয়াদ সংক্রান্ত বিধান নেই—
ক) আপিলের জন্য
খ) রিভিশনের জন্য
গ) রিভিউ এর জন্য
ঘ) এবেটমেন্ট রদের জন্য
৩৯। চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
ক) ১ বছর
খ) ২ বছর
গ) ৩ বছর
ঘ) ৫ বছর
৪০। সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপীল করা যায়? ক) ৩০ দিন
খ) ৪৫ দিন
গ) ৬০ দিন
ঘ) ৯০ দিন
৪১। Specific Relief Act এর ৯ ধারায় তামাদির মেয়াদ কত?
ক) ৩ মাস
খ) ৬ মাস
গ) ১ বছর
ঘ) ৩ বছর
৪২। জমি থেকে বেদখল হওয়ার পর কত দিনের মধ্যে স্বত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে-
ক) ৬ মাস
খ) ৩ বছর
গ) ৬ বছর
ঘ) ১২ বছর
৪৩।স্থাবর সম্পত্তি হতে দখলদারের স্বত্ব অস্বীকারপূর্বক বেদখল করা হলে, মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের সময়সীমা-
ক) ৬ মাস
খ) ৩ বছর
গ) ৬ বছর
ঘ) ১২ বছর
৪৪। The Limitation Act, 1908 এর তফসিল কোনো মামলার তামাদি সময়সীমা আলাদাভাবে উল্লেখ করা না থাকলে তার তামাদির মেয়াদ কত? –
ক) ৩ বছর
খ) ৬ বছর
গ) ১২ বছর
(ঘ) ১ বছর
৪৫। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে?
ক. ৬, ৭ ধারায়
খ. ৬,৭,৮,৯ ধারায়
গ. ৭, ৮ এবং ৯ ধারায়
ঘ. ৬, ৭, ৮ ধারায়
৪৬। একতরফা শুনানিকৃত আপিল পুনঃশুনানির তামাদির সম্পর্কিত বিধান The Limitation Act, 1908 এর কত Article এ বর্ণিত আছে? –
(ক) 169
(খ) 170
(গ) 173
(ঘ) 181
৪৭। তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখিত আছে?
ক. ১১২ অনুচ্ছেদে
খ. ১১৪ অনুচ্ছেদে
গ. ১৪২ অনুচ্ছেদে
ঘ. ১৪৫ অনুচ্ছেদে
৪৮। The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো—
ক) ১ বছর
খ) ২ বছর
গ) ৩ বছর
ঘ) ৪ বছর
৪৯। দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হয়?
(ক) ৩
(খ) ৫
(গ) ৬
(ঘ) কোনোটিই নয়
৫০। দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্থ পক্ষকে মামলা দায়ের করতে হয়?
ক) ৩
খ) ৬
গ) ৯
ঘ) ১২