মডেল টেস্ট-০১

দণ্ডবিধি, ১৮৬০

পূর্ণমান-১০০                   সময়-৬০ মিনিট

অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে]

 

১. দণ্ডবিধি প্রণীত হয় কত সালে?
ক. ১৮৯৮ সালে
গ. ১৮৫৯ সালে
খ. ১৮৬০ সালে
ঘ. ১৮৬১ সালে

২. পেনাল কোড হলো একটি-
ক. Adjective Law
খ. Procedural Law
গ. Substantive Law
ঘ. Preventive law

৩. “কোন অপরাধমূলক কাজ সংঘটনে কতিপয় ব্যক্তি নিয়োজিত থাকলে উক্ত কাজের জন্য তারা ভিন্ন ভিন্ন অপরাধে অভিযুক্ত হতে পারে”- এটি দণ্ডবিধি, ১৮৬০ এর কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৩৪
খ. ৩৫
গ. ৩৬
ঘ. ৩৮

৪. নিচের কোন বক্তব্যটি সঠিক?
ক. যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে
খ. যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে
গ. যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম
ঘ. যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা বিনাশ্রম

৫. দণ্ডবিধিতে প্রদত্ত দণ্ডাদেশে সরকার নিম্নোক্ত কোন ক্ষমতা প্রয়োগ করতে পারে ?
ক. মৃত্যুদণ্ড হ্রাসকরণ
খ. যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ
গ. ক ও খ
ঘ. কোনটি নয়

৬. মূল কারাদণ্ড ৬ মাসের বেশি, কিন্তু ১ বছরের কম হলে নির্জন কারাবাস–
হবে।
ক. ১ মাস পর্যন্ত
খ. ২ মাস পর্যন্ত
গ. ৩ মাস পর্যন্ত
ঘ. ৬ মাস পর্যন্ত

৭. নিচের কোন উদ্দেশ্যে প্রবেশ করলে তা অপরাধমূলক অনধিকার প্রবেশ হয়?
ক. সম্পত্তির দখলদার ব্যক্তিকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে
খ. সম্পত্তির দখলদার ব্যক্তিকে অপমান করার উদ্দেশ্যে
গ. সম্পত্তির দখলদার ব্যক্তিকে বিরক্ত করার উদ্দেশ্যে
ঘ. উপরের সবগুলো

৮. গুলিবিদ্ধ একজন সৈনিক ব্যাথা থেকে মুক্তি পাওয়ার জন্য তার নেতাকে অনুরোধ করে। তাকে গুলি করে হত্যা করার জন্য। সৈনিকের অনুরোধে নেতা তাকে হত্যা করে। নেতার অপরাধ কী?
ক. নিন্দনীয় নরহত্যা
খ. খুন
গ. হত্যা
ঘ. কোন অপরাধ হয়নি

৯. দণ্ডবিধির কোন ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য শাস্তির বিধান বর্ণিত আছে?
ক. ১২৪ ধারায়
খ. ১২০ ধারায়
গ. ১২০ক ধারায়
ঘ. ১২০খ ধারায়

১০. বেআইনি সমাবেশে অংশগ্রহণের জন্য লোক ভাড়া করা বা ভাড়ার কাজে সহায়তা করার শাস্তি
ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
খ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
গ. ৪ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
ঘ. বেআইনি সমাবেশে যোগদানকারীর মত দণ্ডিত হবে

১১. নিচের কোনটি মিথ্যা?
ক. চুরির ফলে অর্জিত সম্পত্তি চোরাইমাল
খ. দস্যুতার ফলে অর্জিত সম্পত্তি চোরাইমাল
গ. বলপূর্বক অর্জিত সম্পত্তি চোরাইমাল না
ঘ. সব মিথ্যা

১২. মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা প্রদানের ফলে নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হলে সাক্ষীর সর্বোচ্চ শাস্তি কী?
ক. মৃত্যুদণ্ড
খ. যাবজ্জীবন
গ. ১০ বছরের কারাদণ্ড
ঘ. ৫ বছরের কারাদণ্ড

১৩. খুন করার পর আয়ান তার স্ত্রীর ঘরে আসলো। সব ঘটনা খুলে বলা সত্ত্বেও আয়ানের স্ত্রী সায়মা তাকে আশ্রয় দিলো। দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী সায়মার অপরাধ কী?
ক. প্ররোচনা
খ. অপরাধ দমন
গ. অপরাধীকে আশ্রয়দান
ঘ. কোনটি নয়

১৪. নরহত্যার চেষ্টার শাস্তি দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে?
ক. ৩০৮ ধারা
খ. ৩০৭ ধারা
গ. ৩০৫ ধারা
ঘ. ৩০৬ ধারা

১৫. কোনটি গুরুতর আঘাত?
ক. স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট করা
খ. স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট করা
গ. মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি করা
ঘ. উপরের সবগুলো

১৬. দণ্ডবিধির কত ধারায় বলপ্রয়োগের সংজ্ঞা দেওয়া হয়েছে?
ক. ৩৪৯ ধারা
খ. ৩৫০ ধারা
গ. ৩৫১ ধারা
ঘ. ৩৫২ ধারা

১৭. কোন ব্যক্তিকে গোপনে ও অবৈধভাবে অবরোধ করে রাখার উদ্দেশ্যে অপহরণ এর শান্তি
ক. ২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

১৮. A, B এর বাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করে। A কোন ধারায় অধীনে অপরাধ সংগঠন করেছে?
ক. ৪৩০
খ. ৪৩২
গ. ৪৩৫
ঘ. ৪৩৬

১৯. সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ (Lurking house – trespass) সম্পর্কে কোন ধারায় বলা আছে?
ক. ৪৪২
খ. ৪৪৩
গ. 888
ঘ. ৪৪৫

২০. জেনে-শুনে কোন জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করার শাস্তি কি?
ক. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. দলিল জালিয়াতির শাস্তি পাবে
ঘ. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

২১. “Commutation of sentence of death”- এটি দণ্ডবিধি, ১৮৬০ এর কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৫২
খ. ৫৩
গ. ৫৪
ঘ. ৫৫

২২. পুলিশ অফিসার জাহেদ কোন কারন ছাড়াই সিনানকে এক সপ্তাহ যাবৎ থানায় আটক করে রাখে। দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী জাহেদের শাস্তি কতদিন পর্যন্ত কারাদণ্ড হতে পারে?
ক. ১ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ১ মাস

২৩. দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী নিচের কোনটি চুরির উপাদান নয়?
ক. অসৎভাবে নিয়ে নেওয়া
খ. মালিকের অসম্মতিতে নেওয়া
গ. স্থাবর সম্পত্তি
ঘ. ক ও খ

২৪. দণ্ডবিধির চুরির ধারা ৩৭৮ এ কয়টি ব্যাখ্যা বা উপাদান আছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৩টি
ঘ. ৬টি

২৫. দণ্ডবিধির ৩৯৩ ধারায় কোন অপরাধের শান্তির বিধান বর্ণিত হয়েছে?
ক. দস্যুতা
খ. ডাকাতি
গ. দস্যুতা করার উদ্যোগ
ঘ. খুনসহ ডাকাতি

২৬. “কারাবাসের কতিপয় ক্ষেত্রে দণ্ড সম্পূর্ণরূপে বা অংশত সশ্রম বা বিনাশ্রম হতে পারবে”- এটি দণ্ডবিধির কোন ধারার বিধান?
ক. ধারা ৫৯
খ. ধারা ৬০
গ. ধারা ৬১
ঘ. ধারা ৬৩

২৭. A একটি কুঁড়াল দিয়ে কাজ করছে। যথেষ্ট সতর্কতা অবলম্বন করার পরেও হঠাৎ কুড়ালটি বাঁট থেকে খুলে গিয়ে নিকটে দণ্ডায়মান এক ব্যক্তিকে নিহত করে। এখানে A নিম্নের কোন অপরাধ করেছে?
ক. খুন
খ. নরহত্যা
গ. হত্যার প্রচেষ্টা
ঘ. কোন অপরাধ করেনি

২৮. দেহ এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার দণ্ডবিধির কোন ধারার বিধান সাপেক্ষে প্রয়োগ করতে হবে?
ক. ১০০ ও ১০৩
খ. ৯৯
গ. ১০৫
ঘ ৭৬

২৯. নিরাপরাধ ব্যক্তির ক্ষতিসাধন ব্যতীত আত্মরক্ষার অধিকারটি কার্যকরভাবে প্রয়োগ করা না গেলে, উক্ত আতারক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে নিরাপরাধ ব্যক্তির ক্ষতিসাধন করলে তা অপরাধ হবে না- এটি দণ্ডবিধির কোন ধারার বিধান?
ক. ১০০
খ. ১০১
গ. ১০২
ঘ. ১০৬

৩০. বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ করা বা যুদ্ধ ঘোষণার সহায়তার জন্য শাস্তির বিধান বর্ণিত আছে?
ক. ১২৪ ধারায়
খ. ১২০ ধারায়
গ. ১২০ক ধারায়
ঘ. ১২১ ধারায়

৩১. কোন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে জেনেও তাতে যোগদান করা বা তাতে অবস্থান করার শাস্তি –
ক. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
গ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়

৩২. কোন ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে তিনি দণ্ডবিধির কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেন?
ক. ১৬১
খ. ১৬৫ক
গ. ১৬২
ঘ. ১৬৩

৩৩. সরকারী কর্মচারীকে তার সরকারী কাজ সম্পাদনে বাধা দেওয়ার শান্তি-
ক. ১ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
খ. ২ মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
গ. ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
ঘ. ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়

৩৪. A, C এর পকেট মারে। পকেট মারার পূর্বে সে তার কয়েকজন সঙ্গীকে আশেপাশে মোতায়েন করে রাখে। C যদি টের পায় যে, তার পকেট মারা হচ্ছে এবং টের পেয়ে যদি সে তা রোধ করতে চায় অথবা যদি সে A কে আটক করার চেষ্টা করে, তাই তাকে আটকে রাখার উদ্দেশ্যে A তার সঙ্গীদের মোতায়েন করে রাখে। A দণ্ডবিধির কোন ধারার অধীনে অপরাধ করেছে বলে গণ্য হবে?
ক. ৩৮৪
খ. ৩৮২
গ. ৩৯২
ঘ. ৩৯৩

৩৫. প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে কোন ব্যক্তি কর্তৃক স্বামী-স্ত্রীরূপে সহবাস এর শান্তি কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৪৯০
খ. ৪৯১
গ. ৪৯২
ঘ. ৪৯৩

৩৬. কোন নারীর শালীনতার অমর্যাদার লক্ষ্যে কোন কথা, অঙ্গভঙ্গি বা কোন কাজের শান্তি সম্পর্কে বলা আছে দণ্ডবিধির কোন ধারায়?
ক. ৫০৬ ধারা
খ. ৫০৭ ধারা
গ. ৫০৮ ধারা
ঘ. ৫০৯ ধারা

৩৭. X রাজপথের উপর কিছু টাকা পায়। সে জানেনা যে উক্ত টাকার মালিক কে। X টাকাগুলো কুড়িয়ে নেয়। এখানে X এর অপরাধ-
ক. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ
খ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ নয়
গ. চুরি
ঘ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ

৩৮. X এর প্রদত্ত গুরুতর ও আকস্মিক উত্তেজনার দ্বারা প্রভাবিত হয়ে B, X এর পুত্র Y কে হত্যা করে। B নিচের কোন অপরাধ করেছে?
ক. নিন্দনীয় নরহত্যা
খ. খুন
গ. হত্যা
ঘ. কোন অপরাধ হয়নি

৩৯. পেনাল কোডের কত ধারায় স্বেচ্ছাকৃতভাবে আঘাতের সংজ্ঞা দেওয়া আছে?
ক. ৩২১ ধারা
খ. ৩২০ ধারা
গ. ৩২৫ ধারা
ঘ. ৩২৩ ধারা

৪০. নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভপাত করার শাস্তি-
ক. যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
ঘ. যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড

৪১. দণ্ডবিধি, ১৮৬০ এর কত ধারায় ‘রাষ্ট্রের কর্মচারী’ এর সংজ্ঞা প্রদান করা হয়েছে?
ক. ১৪ ধারা
খ. ১৫ ধারা
গ. ২০ ধারা
ঘ. ২২ ধারা

৪২. দণ্ডবিধিতে অনিষ্টসাধনের বিষয়বস্তু হতে পারে-
ক. স্থাবর সম্পত্তি
খ. অস্থাবর সম্পত্তি
গ. ক ও খ
ঘ. কোনটি নয়

৪৩. দণ্ডবিধি অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দিলে তা আইনি প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষ্যদান হিসেবে গণ্য হবে না?
ক. সামরিক আদালতের বিচার
খ. আমলযোগ্য অপরাধের তদন্ত
গ. চাকরীর বিভাগীয় তদন্তে
ঘ. খ ও গ

৪৪. “যাবজ্জীবন কারাদণ্ড বলতে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড” বুঝানো হয়েছে কোন মামলার সিদ্ধান্তে?
ক. Anwar Hossain Chy Vs Bangladesh
খ. Ataur Mridha and others Vs State
গ. BLAST vs Bangladesh
ঘ. Reg vs Govindo

৪৫. ‘সাজার মেয়াদের ভগ্নাংশ হিসাবের ক্ষেত্রে, যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর মেয়াদের সশ্রম কারাদণ্ডের সমান বলে গণ্য করা হবে’ এটি দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ করা হয়েছে?
ক. ৫৪ ধারায়
খ. ৫৫ ধারায়
গ. ৫৬ ধারায়
ঘ. ৫৭ ধারায়

৪৬. নির্জন কারাবাসের সীমা সম্পর্কে বলা আছে-
ক. ৭২ ধারায়
খ. ৭৩ ধারায়
গ. ৭৪ ধারায়
ঘ. ৭৫ ধারায়

৪৭. একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন, “আপনি আর বাঁচবেন না”,এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিম্নের কোন ধারার অপরাধ করেছেন?
ক. খুন
খ. নরহত্যা
গ. হত্যার প্রচেষ্টা
ঘ. কোন অপরাধ করেনি

৪৮. নিচের কোন ক্ষেত্রে পেনাল কোড অনুযায়ী প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়?
ক. অপরাধমূলক অনুপ্ৰবেশ
খ. ইভ টিজিং
গ. অপহরণের অভিপ্রায়ে আঘাত
ঘ. আঘাত

৪৯. অপরাধে সহায়তার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেয়া আছে?
ক. ১০৮
খ. ১০৭
গ. ১০৬
ঘ. ১০৫

৫০. X মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য Y-কে প্ররোচিত করে। Y উক্ত প্ররোচনা সত্ত্বেও মিথ্যা সাক্ষ্য দানে বিরত থাকে। X এর শাস্তি হতে পারে-
ক. কোন শাস্তি পাবে না
খ. মিথ্যা সাক্ষ্য প্রদানের শাস্তি
গ. মিথ্যা সাক্ষ্য প্রদানের অর্ধেক শাস্তি
ঘ. অপরাধ সংঘটিত হয়নি তাই শাস্তি পাবে না

৫১. পেনাল কোডের কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ

৫২. ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী দ্বারা ভুল দলিল প্রণয়ন এর শান্তি
ক. ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

৫৩. দণ্ডবিধির ধারা ৩৬২ অনুযায়ী, একজন ব্যক্তিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে তা অপহরণ হবে।
ক. Criminal force এর মাধ্যমে
খ. Force বা Cheating এর মাধ্যমে
গ. Force বা Inducive means দ্বারা
ঘ. Force বা Deceitful means দ্বারা

৫৪. The Penal Code, 1860 এর কোন ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপন করার শাস্তির বিধান রয়েছে?
ক. ২০৭
খ. ২০৮
গ. ২০৯
ঘ. ২১৩

৫৫. ঔষধে ভেজাল মেশালে সর্বোচ্চ কত দিনের কারাদণ্ড হতে পারে?
ক. ৬ মাস
খ. ৭ মাস
গ. ১ বছর
ঘ. ২ বছর

৫৬, গুরুতর ও আকস্মিক উত্তেজনার ফলে কারো মৃত্যু ঘটানো হলে তা নিন্দনীয় নরহত্যা না হয়ে খুন বলে গণ্য হবে নিম্নে কোন ক্ষেত্রে-
ক. যে উত্তেজনা দিয়েছে তার মৃত্যু ঘটানো হলে
খ. দূর্ঘটনাবশত যে উত্তেজনা দিয়েছে সে ভিন্ন অন্য কারো মৃত্যু ঘটালে
গ. ইচ্ছাকৃতভাবে উত্তেজনা প্রদানকারী ব্যতীত অন্য কারো মৃত্যু ঘটালে
ঘ. কখনো খুন বলে গণ্য হতে পারে না

৫৭. দণ্ডবিধির নিচের কোন ধারার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড-
ক. ৩০২ ধারা
খ. ৩০৩ ধারা
গ. ৩০৪ ধার
ঘ. ৩৯৫ ধারা

৫৮. কোন ব্যক্তি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে?
ক. ঘরে অনধিকার প্রবেশ
খ. রাত্রিকালে ঘরে সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙে অনধিকার প্রবেশ
গ. সঙ্গোপনে ঘরে প্রবেশ
ঘ. সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ

৫৯. ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়?
ক. পুরুষ আসামি
খ. মহিলা আসামি
গ. স্বামী
ঘ. তাদের সকলকে

৬০. দস্যুতার সময় ইচ্ছাকৃত আঘাত করলে এর শাস্তি নিচের কোনটি?
ক. যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
গ. ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
ঘ. কোনটি নয়

৬১. A, Z কে হুমকি দেয় যে তাকে টাকা না দিলে Z সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। A যে অপরাধ করেছে তা-
ক. মানহানি
খ. অনিষ্ট সাধন
গ. বলপূর্বক আদায়
ঘ. বিশ্বাসভঙ্গ

৬২. A সরল বিশ্বাসে C এর মালিকানাধীন সম্পত্তি নিজের সম্পত্তি মর্মে বিশ্বাস করে উক্ত সম্পত্তি C এর দখল থেকে নিয়ে যায়। এক্ষেত্রে A এর অপরাধ-
ক. চুরি
খ. দস্যুতা
গ. বলপূর্বক আদায়
ঘ. কোনটি নয়

৬৩. A, B এর পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়। কিন্তু B এর পকেট শূণ্য। থাকায় A পকেট মারতে পারেনি। A শান্তি হতে পারে অপরাধের সর্বোচ্চ সাজার মেয়াদের-
ক. অর্ধেক
খ. এক চতুর্থাংশ
গ. এক তৃতীয়াংশ
ঘ. এক পঞ্চমাংশ

৬৪. A গুরুতর ও আকস্মিক উত্তেজনার ফলে B এর মৃত্যু ঘটায়। A নিম্নের কোন ক্ষেত্রে খুনের জন্য দায়ী হবে-
ক. A স্বেচ্ছায় উত্তেজিত হলে
খ. B এর বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগের ফলে যদি A উত্তেজিত হয়
গ. B এর আইনানুগ কাজ সম্পাদনের ফলে যদি A উত্তেজিত হয়
ঘ. উপরের সবগুলো

৬৫. “Assault or Criminal force to deter public servent from discharge of his duty”- অপরাধের শাস্তি কী?
ক. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
খ. ৫ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. কোনটিই সঠিক নয়

৬৬. পেনাল কোডের কত ধারায় আঘাত বা জখমের সংজ্ঞা প্রদান করা হয়েছে?
ক. ৩২০ ধারা
খ. ৩১৯ ধারা
গ. ৩২১ ধারা
ঘ. ৩২৫ ধারা

৬৭. কোন অস্থাবর সম্পত্তির গ্রহণ চুরি বলে গণ্য হবে যদি সম্পত্তিটি তার মালিকের দখল হতে গ্রহণ করা হয়।
ক. প্রতারণামূলকভাবে
খ. অসাধুভাবে
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনটি নয়

৬৮. স্বেচ্ছাকৃতভাবে দুইটি চোখ উপড়িয়ে ফেলা বা এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখে বা চোখে গুরুতর আঘাত করার শাস্তি কত?
ক. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
খ. যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. কোনটি নয়

৬৯. একজন ব্যক্তির যেদিকে যাওয়ার আইনত অধিকার রয়েছে সেদিকে যেতে ঐ ব্যক্তিকে স্বেচ্ছাকৃত বাধা দেওয়া হলো-
ক. অন্যায় আটক
খ. অবৈধ বাধাদান
গ. অবৈধ আটক
ঘ. অবৈধ বলপ্রয়োগ

৭০. দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী জালিয়াতির উপাদান নয় কোনটি?
ক. স্বত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্য
খ. অনুচিতভাবে সম্পত্তি অর্জনের উদ্দেশ্য
গ. সম্পত্তি ত্যাগে বাধ্য করার উদ্দেশ্য
ঘ. সত্য দোষারোপের উদ্দেশ্য

৭১. পেনাল কোড অনুযায়ী খুনের শাস্তি
ক. মৃত্যুদণ্ড
খ. যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড
গ. মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড
ঘ. মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড

৭২. A, B এর সম্পত্তি আদায় করার জন্য ভিডিও কল দিয়ে বলে যে তোমার সন্তানকে মেরে ফেলা হবে। B দেখলো যে তার সন্তান A এর বাসায় আছে এবং A তার সন্তানের মাথায় পিস্তল ধরে আছে। B তার সম্পত্তি A কে দিয়ে দেয়। এতে A এর অপরাধ-
ক. ডাকাতি
খ. দস্যুতা
গ. বলপূর্বক গ্রহণ
ঘ. চুরি

৭৩. দণ্ডনীয় নরহত্যার চেষ্টার সময় আঘাত করা হলে কীরূপ শাস্তি হবে?
ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

৭৪. A কোন মৃত ব্যক্তির দানপত্রের নির্বাহক। দানপত্রে তাকে যেভাবে সম্পত্তি বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে তা ভঙ্গ করে সে সম্পত্তি আত্মসাৎ করে। A কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে?
ক. ৪০৫
খ. ৪০৬
গ. ৪০৩
ঘ. ৪০৯

৭৫. প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণের শাস্তি কী?
ক. ২৪ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
খ. ৪৮ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
গ. ৭২ ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
ঘ. কোনটি নয়

৭৬. মুনতাসির অন্যায়ভাবে রাকিবের ক্ষতির জন্য, রাকিবের একটি ক্ষেতে পশু প্রবেশ করায়। মুনতাসিরের অপরাধ-
ক. অনিষ্টসাধন
খ. চুরি
গ. অর্থ আত্মসাৎ
ঘ. কোনোটিই নয়

৭৭. দণ্ডবিধির ৪৬৪ ধারা অনুযায়ী কয়টি পন্থায় মিথ্যা দলিল তৈরি করা যায়?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি

৭৮. মানহানির ব্যতিক্রম কয়টি?
ক. ৮ টি
খ. ৯ টি
গ. ১০ টি
ঘ. ১১ টি

৭৯. নিচের কোন অপারাধের সংঘটনের জন্য শাস্তি নেই, কিন্তু উদ্যোগের জন্য শান্তি আছে?
ক. মারামারি
খ. জালিয়াতি
গ. আত্মহত্যা
ঘ. অবৈধ অনুপ্রবেশ

৮০. অসাধুভাবে চোরাইমাল গ্রহণের শাস্তি কী?
ক. অনধিক ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
খ. অনধিক ৩ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড
গ. অনধিক ৩ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
ঘ. অনধিক ৪ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

৮১. A, B এর বন্ধুত্বের সম্পর্কের কারণে A, B এর পাঠাগারে গমন করে এবং শুধুমাত্র পড়ার লক্ষ্যে ও ফেরত দেওয়ার অভিপ্রায়ে B এর সম্মতি ব্যতিরেকে একটি বই নিয়ে যায় ৷ এক্ষেত্রে A এর অপরাধ –
ক. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
খ. চুরি
গ. সম্মতি ছাড়া গ্রহণ
ঘ. কোনো অপরাধ করেনি

৮২. সর্বনিম্ন কতজন ব্যক্তির অংশগ্রহণে দস্যুতা সংঘটিত হতে পারে?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৫

৮৩. দস্যুতা সংঘটনের উদ্যোগের শাস্তি-
ক. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ৩ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড

৮৪. শাহিদ সম্পত্তি বাহকের কাজ করে। মাহিদ শাহিদকে তার সম্পত্তি বহন করতে দেয় এবং শাহিদ উক্ত সম্পত্তি নিজস্ব ব্যবহারে পরিণত করে। এক্ষেত্রে শাহিদ –
ক. অনিষ্টসাধন করেছে
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে
গ. চুরি করেছে
ঘ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে

৮৫. ৪২০ ধারার সর্বোচ্চ কারাদণ্ড কোনটি?
ক. ৩ বছর সশ্রম কারাদণ্ড
খ. ৭ বছর সশ্রম কারাদণ্ড
গ. ১৪ বছর সশ্রম কারাদণ্ড
ঘ. ১ বছর সশ্রম কারাদণ্ড

৮৬. সঙ্গোপনে অনধিকার প্রবেশ বা সিঁধকেটে গৃহে প্রবেশের শাস্তি কী?
ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড

৮৭. দণ্ডবিধি অনুযায়ী ব্যভিচার (Adultery) এর শাস্তি কোনটি?
ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
খ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
ঘ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

৮৮. প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণ সম্পর্কে বলা হয়েছে কোন ধারায়?
ক. ৫০৯
খ. ৫১০
গ. ৫১১
ঘ. ৫০৮

৮৯. কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়?
ক. নগদ টাকা
খ. আসবাবপত্র
গ. জমি
ঘ. অলংকার

৯০. A, B কে গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে অসাধুভাবে B- কে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে এবং তা A এর নিকট অর্পণ করতে প্রবৃত্ত করে। B কাগজটিতে স্বাক্ষর করে এবং A এর নিকট সমর্পণ করে। কাগজটি একটি মূল্যবান জামানতে পরিণত হতে পারে। A এর অপরাধ-
ক. প্রতারণা
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
গ. চুরি
ঘ. বলপূর্বক গ্রহণ

৯১. ডাকাতি সংঘটনের জন্য কমপক্ষে কয় জন সদস্যের প্রয়োজন ?
ক. ৭ জন
খ. ৩ জন
গ. ৫ জন
ঘ. ১০ জন

৯২. A অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A তা বিক্রি করে। A যে অপরাধে দোষী হবে তা-
ক. চুরি
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
গ. দস্যুতা
ঘ. অসাধুভাবে আত্মসাৎ

৯৩. ইকবাল, মুক্তা নয় বলে জানে এমন দ্রব্যসমূহ মুক্তা বলে বন্ধক রেখে ইচ্ছাকৃতভাবে মুনতাসিরকে ফাঁকি দেয় এবং তা দ্বারা ঋণ প্রদানের জন্য মুনতাসিরকে অসাধুভাবে প্ররোচিত করে। ইকবালের অপরাধ –
ক. ছদ্মবেশে প্রবঞ্চনা
খ. প্রবঞ্চনা
গ. ক্ষতিসাধন
ঘ. প্রতারণা

৯৪. কোন ধারায় Cheating এর শাস্তি দেওয়া আছে?
ক. ৪১৭
খ. ৪২০
গ. ৪২১
ঘ. ৪২৫

৯৫. অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি কী?
ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
ঘ. ৬ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

৯৬. দণ্ডবিধি অনুসারে নারী ধর্ষণের শাস্তি কী?
ক. যাবজ্জীবন কারাবাস এবং অর্থদণ্ড
খ. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. মৃত্যুদণ্ড
ঘ. ক বা খ

৯৭. বসতবাড়ি, তাঁবু, জাহাজে চুরি করার শাস্তি দণ্ডবিধির কোন ধারায় অপরাধ?
ক. ৩৭৮
খ. ৩৭৯
গ. ৩৮০
ঘ. ৩৮১

৯৮. খুনসহ ডাকাতির শাস্তি কোনটি?
ক. মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড
খ. যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
গ. ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
ঘ. উপরের সবগুলো

৯৯. জালিয়াতির শাস্তি কী?
ক. ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়

১০০. নিচের কোনটি দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী মানহানি বলে গণ্য হবে?
ক. মৃত ব্যক্তির বিরুদ্ধে নিন্দা
খ. কোম্পানি বা সমিতির বিরুদ্ধে নিন্দা
গ. জনকল্যাণে সত্য দোষারোপ
ঘ. ক ও খ