মডেল টেস্ট-০২
দণ্ডবিধি, ১৮৬০
পূর্ণমান-১০০ সময়-৬০ মিনিট
অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে।
১. দণ্ডবিধির ২৯৯ ধারায় কয়টি ব্যাখ্যা রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২. তর্কাতর্কির এক পর্যায়ে X. Y কে গুরুতর আঘাত করলে তিনদিন পর Y মারা যায়। The Penal Code, 1860 এর কোন ধারায় X অপরাধ করেছে?
ক. ৩০৭
খ. ৩২৬
গ. ৩০২
ঘ. ৩০৪
৩. মারামারি (Affray) সংঘটনের জন্য সর্বনিম্ন কতজনের অংশগ্রহণ আবশ্যক?
ক. ২
খ. ৩
গ. 8
ঘ. ৫
৪. X, Y কে ঘুষি মেরে নাক ভেঙ্গে দেয়। The Penal Code, 1860 এর কোন ধারায় X অপরাধ করেছে?
ক. ৩২৩
খ. ৩২৪
গ. ৩২৫
ঘ. ৩২৬
৫. A ও B, C- কে বিষ প্রয়োগের ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র অনুযায়ী A বিষ সংগ্রহ করে আনে এবং B যাতে তা C- কে প্রয়োগ করতে পারে সে জন্য তা B- কে দেয়। B ষড়যন্ত্র অনুযায়ী A- এর অনুপস্থিতিতে C- কে উক্ত বিষ প্রয়োগ করে এবং তা দ্বারা C- এর মৃত্যু ঘটায়। এই ক্ষেত্রে-
ক. B খুনের অপরাধে দোষী হবে
খ. অপরাধটি সংঘটনে সাহায্যের জন্য A দোষী হবে
গ. A খুনের জন্য শাস্তি পাবে
ঘ. উপরের সবগুলো
৬. নিম্নোক্ত কোন ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ঘটানো যাবে না?
ক. ডাকাতি
খ. দস্যুতা
গ. মানহানি
ঘ. ক ও গ
৭. A কে একদল ব্যক্তি খুন করার জন্য তাড়া করে। A তাদের প্রতি গুলিবর্ষণ না করলে কার্যকরভাবে তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারে না; এবং সে হত্যাপ্রয়াসী লোকগুলোর দলের সঙ্গে মিশ্রিত ছোট ছোট শিশুদের ক্ষতির ঝুঁকি না নিয়ে গুলি চালাতে পারে না। অনুরূপভাবে গুলি চালিয়ে কোন শিশুর ক্ষতি করলে A-
ক. খুনের অপরাধ করেছে
খ. নিন্দনীয় নরহত্যা করেছে
গ. কোন অপরাধ করেনি
ঘ. কোনটি নয়
৮. Abetment সংক্রান্ত বিধান দণ্ডবিধির কোন কোন ধারায় বর্ণিত আছে?
ক. ১০২-১০৫
খ. ১০৫-১১০
গ. ১০৭-১২০
ঘ. ১০৭-১২০খ
৯. “Act likely to cause harm, but done without criminal intent and to prevent other harm”. টি দণ্ডবিধির কত ধারার বিধান?
ক. ৮১
খ. ৮২
গ. ৮৪
ঘ. ৮৬
১০. A একজন সার্জন। B কঠিন রোগে আক্রান্ত। B- এর রোগ নিরাময়ের জন্য একটি বিশেষ ধরনের অস্ত্রপচার করা আবশ্যকীয় বলে A সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তিনি জানেন যে, অস্ত্রপচারটির ফলে B- এর মৃত্যু ঘটতে পারে। তিনি B- এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্য না রেখে, বরং B- এর উপকার করার আন্তরিক সদিচ্ছা বা সরল বিশ্বাস মতে তার (B-এর) সম্মতি নিয়ে তাকে অস্ত্রোপচার করেন। এখানে A এর কাজ
ক. অপরাধ বলে গণ্য হবে
খ. অপরাধ বলে গণ্য হবে না
গ. অর্থদন্ডে দন্ডিত হবে
ঘ. ক ও গ
১১. স্বামীর জীবদ্দশায় উক্ত বিবাহ বাতিল না হওয়া পর্যন্ত স্ত্রী পুনরায় বিবাহ করলে তা দন্ডবিধির কত ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে?
ক. ৪৯০
খ. ৪৯১
গ. ৪৯৪
ঘ. ৪৯৭
১২. বলপূর্বক গ্রহণে নিচের কোন উপাদান উপস্থিত থাকে?
ক. আঘাত বা ক্ষতির ভয় দেখানো
খ. সম্পত্তি অর্পণে প্ররোচিত করা
গ. বিশ্বাসভঙ্গ
ঘ. ক ও খ
১৩. “Criminal intimidation by an anonymous communication”. দণ্ডবিধির কোন ধারার বিধানা
ক. ৫০৬
খ. ৫০৭
গ. ৫০৮
ঘ. ৫০৯
১৪. X সিভিল সার্ভিসের সদস্য বলে মিথ্যাভাবে ভান করে Y কে ফাঁকি দেয় এবং এরূপে মাল দেয়ার জন্য Y কে প্ররোচিত করে। উক্ত মালের মূল্য প্রদানের জন্য X এর কোন অভিপ্রায় নেই। X এর অপরাধ-
ক. ছদ্মবেশ
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
গ. প্রতারণা
ঘ. সম্পত্তি আত্মসাৎ
১৫. C তার ঘরের চাবি হারিয়েছে। A সে চাবিটি পেয়ে তা দ্বারা C এর ঘরের দরজা খুলে C এর ঘরে প্রবেশ করে। A এর অপরাধ-
ক. Lurking House trespass
খ. House breaking by night
গ. House breaking
ঘ. কোনোটিই নয়
১৬. “Cohabition Caused by a man deceitfully inducing a belief of lawful marriage” দণ্ডবিধির কোন ধারার বিধান?
ক. ৪১২
খ. ৪৯৩
গ. ৪৯৪
ঘ. ৪৯৫
১৭. “যাবজ্জীবন কারাবাসের ক্ষেত্রে কারাবাস সর্বদা সশ্রম হবে”- এটি দণ্ডবিধির কোন ধারায় বলা হয়েছে।
ক. ৫৩ ধারায়
খ. ৫৪ ধারায়
গ. ৫৫ক ধারায়
ঘ. ৫৭ ধারায়
১৮. A রাজপথে B কে পিস্তল দেখিয়ে B এর নিকট অর্থ দাবি করায় B তার নিকট থাকা অর্থ A কে সমর্পণ করে। এখানে A কর্তৃক সংঘটিত অপরাধ-
ক. Theft
খ. Extortion
গ. Robbery
ঘ. Dacoity
১৯. সাদিয়া ভ্রমণে যাওয়ার সময় তার মোবাইল ফিরে আসা পর্যন্ত দেখাশোনা করার জন্য সাবিহাকে দায়িত্ব দিয়ে যায়। সাবিহা মোবাইল বিক্রি করে দেয়। এক্ষেত্রে সাবিহা –
ক. কোনো অপরাধ করেনি
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে
গ. বলপূর্বক গ্রহণ করেছে
ঘ. চুরি করেছে
২০. দস্যুতার শাস্তি নিচের কোনটি?
ক. ৩ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
ঘ. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
২১. কোন ব্যক্তি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে-
ক. ঘরে অনধিকার প্রবেশ
খ. রাত্রিকালে ঘরে সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙ্গে অনধিকার প্রবেশ
গ. সঙ্গোপনে ঘরে প্রবেশ
ঘ. সিঁধ কেটে বা দরজা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ
২২. চুরির শাস্তি কী?
ক. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
ঘ. ৪ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
২৩. সকল দস্যুতাই কী?
ক. চুরি অথবা বলপূর্বক গ্রহণ
খ. চুরি এবং বলপূর্বক গ্রহণ
গ. চুরি
ঘ. বলপূর্বক গ্রহণ
২৪. মানহানির সংজ্ঞা ও ব্যতিক্রম সম্পর্কে বলা আছে দণ্ডবিধির কোন ধারায়?
ক. ৪৯০
খ. ৪৯৮
গ. ৪৯৯
ঘ. ৫০০
২৫. ক এর দোকানে খ ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে। খ পেনাল কোড এর কোন ধারার অপরাধ করেছে?
ক. ৪০৭ ধারা
খ. ৪০৯ ধারা
গ. ৪২০ ধারা
ঘ. ৪০৮ ধারা
২৬. মুনতাসির অন্যায়ভাবে রাকিবের ক্ষতির জন্য রাকিবের একটি ক্ষেতে পশু প্রবেশ করায়। মুনতাসিরের অপরাধ-
ক. অনিষ্টসাধন
খ. চুরি
গ. অর্থ আত্মসাৎ
ঘ. কোনোটিই নয়
২৭. মারাত্মক অস্ত্র নিয়ে ডাকাতি করার চেষ্টা করলে তার সর্বনিম্ন শান্তি কত বছরের কারাদণ্ড হবে?
ক. ৩ বছর
খ. ৭ বছর
গ. ১০ বছর
ঘ. ৫ বছর
২৮. জালিয়াতির শান্তি কোনটি?
ক. ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়
গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়
২৯. বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার বা অবৈধ কাজ করতে বাধ্য করবার জন্য অবৈধ অবরোধের শাস্তি-
ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ৪ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
৩০. রফিক একজন সার্জন। সে সজীবের মৃত্যু হতে পারে জেনেও তার সম্মতি ছাড়া তার মঙ্গলের জন্য সরল বিশ্বাসে অপারেশন করে। সজীব অপারেশন টেবিলে মারা যায়। এখানে রফিকের অপরাধ কী?
ক. ভুলবশত খুন
খ. ইচ্ছাকৃত খুন
গ. ইচ্ছাকৃত নরহত্যা
ঘ. তার কোন অপরাধ হয়নি
৩১. The Penal Code, 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার?
ক. ৩
খ. 8
গ. ৫
ঘ. ৬
৩২. দণ্ডবিধির ৫৪ ধারায় সরকার নিম্নলিখিত কোন অপরাধটিকে যেকোন দণ্ডে রূপান্তর করতে পারে?
ক. মৃত্যুদণ্ড
খ. কারাবাস
গ. যাবজ্জীবন কারাদণ্ড
ঘ. কোনটি নয়
৩৩. দুটি আইন কিংবা একই আইনের দুটি ধারায় দণ্ডযোগ্য একটি অপরাধের জন্য একাধিক শান্তি দেওয়া যাবে না- এটি দণ্ডবিধির কোন ধারার বিধান?
ক. ধারা ৭১
খ. ধারা ৭২
গ. ধারা ৭৩
ঘ. ধারা ৭৪
৩৪. A একজন সৈনিক। সে তার উর্ধ্বতন অফিসারের নির্দেশক্রমে আইনের বিধানমতে কোন জনতার উপর গুলিবর্ষণ করে। A- এর গুলিবর্ষণ-
ক. খুন
খ. নরহত্যা
গ. হত্যার প্রচেষ্টা
ঘ. অপরাধ হবে না
৩৫. দেহ রক্ষার আত্মরক্ষার অধিকার শুরু ও স্থিতিকাল সময় সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় বলা আচ্ছে?
ক. ১০১
খ. ১০২
গ. ১০৩
ঘ. ১০৪
৩৬. দুষ্কর্মে সহায়তাকারী (Abettor) সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় বলা হয়েছে?
ক. ১০১
খ. ১০৩
গ. ১০৭
ঘ. ১০৮
৩৭. জনসাধারণ বা দশের অধিক ব্যক্তি দ্বারা অপরাধ অনুষ্ঠানে সহায়তাকরণের শান্তি-
ক. ৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
খ. ৪ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
গ. ৫ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
ঘ. ৬ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
৩৮. বেআইনি সমাবেশের সদস্যদের মধ্যে ক. অভিন্ন অভিপ্রায় …….. থাকতে হবে।
ক. অভিন্ন অভিপ্রায়
খ. ষড়যন্ত্র
গ. সাধারণ উদ্দেশ্য
ঘ. অস্ত্র
৩৯. মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা অনুষ্ঠানকরণের শান্তি দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
ক. ১৪৭ ধারা
খ. ১৪৮ ধারা
গ. ১৪৬ ধারা
ঘ. ১৪৯ ধারা
৪০. প্রকাশ্য স্থানে মারামারির (Affray) শাস্তি কী?
ক. ১ মাস পর্যন্ত কারাদণ্ড বা ২০০ টাকা অর্থদণ্ড বা উভয়
খ. ২ মাস পর্যন্ত কারাদণ্ড বা ৫০০ টাকা অর্থদণ্ড বা উভয়
গ. ১ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ১০০ টাকা অর্থদণ্ড অথবা উভয়
ঘ. ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
৪১. আদালত কর্তৃক জারিকৃত সমন এড়াবার উদ্দেশ্যে আত্মগোপন করলে শাস্তি কী?
ক. ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
খ. ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়
গ. ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫০০০ টাকা অর্থদণ্ড বা উভয়
ঘ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০০০ টাকা অর্থদণ্ড বা উভয়
৪২. “ক” এর বিরুদ্ধে “খ” এর একটি ন্যায্য দাবি রয়েছে। বিচারে “গ” এই বলে মিথ্যা শপথ করে বলে যে, সে “ক” কে “খ”এর দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছে। গ এর অপরাধ?
ক. মিথ্যা সাক্ষ্য দান
খ. মিথ্যা শপথ পাঠ
গ. মিথ্যা সাক্ষ্য সৃষ্টি
ঘ. সত্য লুকানো
৪৩. A ডাকাতি করে তার স্ত্রী B এর নিকট আশ্রয় নেয়। B তাকে আশ্রয় দিয়ে পুলিশ থেকে লুকিয়ে রাখে। এক্ষেত্রে B-
ক. অপরাধী
খ. ডাকাতির জন্য দণ্ড পাবে
গ. অপরাধীকে আশ্রয় দানের জন্য শাস্তি পাবে
ঘ. কোন অপরাধ করেনি
৪৪. বিদ্বেষাত্মক কাজের মাধ্যমে ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার শান্তি কী?
ক. অনধিক ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. অনধিক ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. অনধিক ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
ঘ. অনধিক ৪ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
৪৫. দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী বাংলাদেশে সমকামিতা অপরাধ ?
ক. ৩৭৯ ধারা
খ. ৩৭৭ ধারা
গ. ৩৭৮ ধারা
ঘ. ৩৬১ ধারা
৪৬. কেরানী বা চাকর কর্তৃক মালিকের দখলীয় সম্পত্তি চুরি করলে- এর শাস্তি নিচের কোনটি হবে?
ক. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
৪৭. নিচের কোনটি চোরাইমাল বলে গণ্য হবে না?
ক. চুরিকৃত মাল
খ. দস্যুতা করে লব্ধ মাল
গ. ডাকাতি করে লব্ধ মাল
ঘ. ক ও খ
৪৮. গৃহে বা সম্পত্তি হেফাজতের স্থানে আগুন বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে অনিষ্ট সাধনের শাস্তি কী?
ক. যাবজ্জীবন অথবা ৭ বছর পর্যন্ত কারাদণ্ড
খ. যাবজ্জীবন অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. যাবজ্জীবন অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড
ঘ. যাবজ্জীবন অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড
৪৯. মানহানির শান্তি কী?
ক. ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
খ. ৩ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
ঘ. কোনটিই নয়
৫০. আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার জালিয়াতি করার শান্তি কী?
ক. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
খ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. অর্থদণ্ডসহ ১০ বছরের কারাদণ্ড
ঘ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
৫১. সামিন একজন মৃত ব্যক্তির দানপত্রের এক্সিকিউটর। দানপত্রে যেভাবে সম্পত্তি বণ্টন করার জন্য আইনের যে নির্দেশ রয়েছে তা অসঙ্গতভাবে ভঙ্গ করে সে উক্ত সম্পত্তি নিজে ব্যবহারের জন্য আত্মসাৎ করে। সামিনের অপরাধ –
ক. অসাধুভাবে অর্থ আত্মসাৎ
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
গ. প্রতারণা
ঘ. চুরি
৫২. ‘ক’ থানায় অভিযোগ করে যে তার ভাই ‘খ’ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করে সম্পত্তি নিজের করে নেয়ার চেষ্টা করেছে। দণ্ডবিধি অনুসারে এটা কী অপরাধ?
ক. জালিয়াতি
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
গ. প্রতারণা
ঘ. কোনটিই নয়
৫৩. A, B এর পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়। কিন্তু B এর পকেট শূন্য থাকায় A পকেট মারতে পারেনি। A এর শান্তি হতে পারে উক্ত অপরাধের সর্বোচ্চ সাজার-
ক. অর্ধেক
খ. এক চতুর্থাংশ
গ. এক তৃতীয়াংশ
ঘ. এক পঞ্চমাংশ
৫৪. যে সব ব্যক্তি খুন করার জন্য বা শিশু সাথে মেলামেশা করে তাদের বলে-
ক. ঠগ
খ. শিশু অপহরণকারী
গ. দস্যু
ঘ. ডাকাত
৫৫. অপথে বা সিঁধকেটে গৃহপ্রবেশ (House breaking) কয়টি উপায়ে সংঘটিত হতে পারে?
ক. ৪ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৭ টি
৫৬. দণ্ডবিধির কত ধারায় চুরির শাস্তি দেওয়া হয়েছে?
ক. ৩৭৭ ধারা
খ. ৩৭৮ ধারা
গ. ৩৭৯ ধারা
ঘ. ৩৮০ ধারা
৫৭. অপরাধীর সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদান অভিন্ন?
ক. চুরি ও বলপূর্বক আদায়
খ. বলপূর্বক আদায় ও ডাকাতি
গ. বলপূর্বক আদায় ও দস্যুতা
ঘ. ডাকাতি ও দস্যুতা
৫৮. দণ্ডবিধির কোন ধারায় খুনসহ ডাকাতির শান্তির বিধান উল্লেখ করা হয়েছে?
ক. ৩৯০ ধরায়
খ. ৩৯২ ধারায়
গ. ৩৯৬ ধারায়
ঘ. ৩৯৯ ধারায়
৫৯. A, B- কে একটি দেওয়ানি মামলা পরিচালনা করা হতে বিরত করার জন্য B- এর বাড়ি পুড়িয়ে ফেলার ভীতি প্রদর্শন করে। A এর অপরাধ-
ক. বলপূর্বক ভয় দেখানো
খ. ঘরে আগুন দেওয়া
গ. ক্ষতি সাধন
ঘ. অপরাধমূলক ভীতি প্রদর্শন
৬০. দণ্ডবিধির ৩১১ ধারা অনুযায়ী ঠগ (Thug) এর শান্তি কী?
ক. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
খ. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ড
ঘ. যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড
৬১. নিম্নের কোন কাজটি চুরি হিসেবে গণ্য হবে না?
ক. চলাচলের রাস্তায় পড়ে থাকা মালিকানাবিহীন আংটি কুড়িয়ে নেয়া
খ. অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা
গ. টোপ নিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া
ঘ. অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া
৬২. Y এর কর্মচারী X জনসাধারণের চলাচলের রাস্তায় একটি আংটি কুড়িয়ে পেয়ে নিয়ে যায় এবং তা বিক্রি করে। X এর অপরাধ-
ক. চুরি
খ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ
গ. চাকর বা কেরানী কর্তৃক চুরি
ঘ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
৬৩. ডাকাতির মাধ্যমে লব্ধ মাল অসাধুভাবে গ্রহণ করার শাস্তি কী?
ক. যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
খ. ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ক অথবা খ
৬৪. ইচ্ছাকৃত গুরুতর আঘাত ও এর শাস্তি সম্পর্কে বলা আছে দণ্ডবিধির কোন ধারায়?
ক. ৩২০ ও ৩২৫ ধারায়
খ. ৩২২ ও ৩২৫ ধারায়
গ. 322 ও ৩২৪ ধারায়
ঘ. ৩২০ ও ৩২৬ ধারায়
৬৫. ফারজানা, তুহিনকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়। ফলে অপমানে, ক্ষোভে সে তুহিনের মুখে এসিড নিক্ষেপ করে। এতে তুহিনের কোন ক্ষতি না হলেও দুটো চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। দণ্ডবিধি অনুযায়ী ফারজানার সর্বোচ্চ শাস্তি কোনটি?
ক. মৃত্যুদণ্ড
খ. যাবজ্জীবন
গ. ১০ বছর
ঘ. ক ও খ উভয়
৬৬. ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার অতিক্রম করে কারো মৃত্যু ঘটানো হলে তা খুন নয় বরং নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে। এটি ৩০০ ধারার কত নং ব্যতিক্রমের মধ্যে রয়েছে?
ক. ২
খ. ৩
গ. ৫
ঘ. 8
৬৭. আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয়-
ক. ১৮ বছরের কম
খ. ১৮ বছরের বেশি
গ. অন্যূন ১৮ বছর
ঘ. উপরের যেকোনটি
৬৮. দণ্ডবিধির ৪২০ ধারা অনুযায়ী প্রতারণার সর্বোচ্চ শাস্তি কী?
ক. অর্থদণ্ডসহ ১ বছরের সশ্রম কারাদণ্ড
খ. ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. অর্থদণ্ডসহ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড
ঘ. অর্থদণ্ডসহ ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড
৬৯. দণ্ডবিধির কত ধারায় সর্বনিম্ন শাস্তির বিধান আছে?
ক. ৫১০ ধারা
খ. ৫১১ ধারা
গ. ৫০৮ ধারা
ঘ. ৫০০ ধারা
৭০. মারামারি কোন ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ?
ক. ১৪৪
খ. ১৪৮
গ. ১৫৯
ঘ. ১৬০
৭১. দলিল (Document) এর কথা নিম্নলিখিত কোন আইনে উল্লেখ আছে?
ক. সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ৩
খ. দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ২৯
গ. ক ও খ
ঘ. কোনটি নয়
৭২. অর্থদন্ড ১০০ টাকা হলে তা অনাদায়ে সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড দেয়া যায়?
ক. ২ মাস
খ. ৪ মাস
গ. ৬ মাস
ঘ. ১ বছর
৭৩. A, B এর কানের শ্রবণশক্তি নষ্ট করার উদ্দেশ্যে প্রচণ্ড জোড়ে থাপ্পড় দেয়। ফলে B এর কানের কোন ক্ষতি না হলেও তার দুটো দাঁত পড়ে যায়। এখানে A এর অপরাধটি হলো-
ক. ইচ্ছাকৃতভাবে আঘাত
খ. বিপদজনক উপায়ে গুরুতর আঘাত
গ. ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত
ঘ. খ ও গ
৭৪. ক এর প্ররোচনায় সরকারি কর্মচারী খ তার জিম্মায় থাকা সরকারি টাকা আত্মসাৎ করেছে। ক এর কী শাস্তি হতে পারে?
ক. কোন শাস্তি হবে না
খ. খ এর সমান শাস্তি
গ. খ এর অর্ধেক শাস্তি
ঘ. খ এর দ্বিগুণ শাস্তি
৭৫. পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে জেনেও তাতে যোগদান করা বা অবস্থান করার শাস্তি
ক. ৩ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
খ. ৬ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
গ. ২ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
ঘ. কোনটি নয়
৭৬. অপরাধীকে গোপন করার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করা বা মিথ্যা সংবাদ পরিবেশন সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় বলা হয়েছে?
ক. ২০০
খ. ২০১
গ. ২০২
ঘ. ২০৩
৭৭. ধর্ষণের অপরাধ সংঘটনের উপাদান হলো-
ক. ৮টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ৩টি
৭৮. বলপূর্বক গ্রহণ দস্যুতায় রূপান্তর হতে হলে নিচের কোন উপাদান থাকা আবশ্যক নয়?
ক. শুধু ভীতি সৃষ্টি
খ. মৃত্যু, আঘাত বা আটকের তাৎক্ষণিক ভীতি
গ. অপরাধী উপস্থিত থেকে ভীতি প্রদর্শন
ঘ. কোনটি নয়
৭৯. কর্মচারী বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শান্তি কী?
ক. ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড
৮০. আমজাদ একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে যেন এটি একই নামের অন্য কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত বলে বিশ্বাস করা হয়। আমজাদের অপরাধ-
ক. প্রতারণা
খ. জালিয়াতি
গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
ঘ. সবকটি
৮১. দণ্ডবিধির ৩৭৮ ধারায় চুরির কয়টি উপাদান রয়েছে?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৩টি
ঘ. ৬টি
৮২. A এর ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে B একটি কুকুরকে A এর প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য লেলিয়ে দেয়। B এর অপরাধ কী?
ক. অপরাধমূলক বলপ্রয়োগ
খ. অপরাধমূলক ভীতি প্রদর্শন
গ. অপরাধমূলক ক্ষতি
ঘ. বলপ্রয়োগ
৮৩. মৃত্যু বা গুরুতর আঘাত সংঘটনের উদ্যোগ সহকারে দস্যুতা বা ডাকাতি করার শান্তি-
ক. ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
খ. ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
গ. ৭ বছরের কম হবে না
ঘ. ক ও খ
৮৪, ‘ক’ এমন একটি রোগে ভুগছে যে, এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। “খ” এই কথা না জেনে ‘ক’ কে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটাতে যথেষ্ঠ। উক্ত আঘাতের ফলে ‘ক’ মারা যায়। এখানে ‘খ এর অপরাধ-
ক. হত্যা
খ. খুন
গ. অপরাধজনক নরহত্যা
ঘ. নরহত্যা
৮৫. ‘আদালতসমূহের কার্যক্রমের সত্য রিপোর্ট প্রকাশ করা- নিম্নের কোন ধারা অনুযায়ী মানহানির ব্যতিক্রম হিসেবে গণ্য হবে?
ক. ৪৯৯
খ. ১৬৬
গ. ২৭১
ঘ. কোনটি নয়
৮৬. নিচের কোন ক্ষেত্রে বাধা প্রদান করা অবৈধ বাধা প্রদান হিসেবে গণ্য হবে না?
ক. সরকারি কোন স্থানে প্রবেশে বাধা দান
খ. সরকারি সংরক্ষিত স্থানে প্রবেশে বাধা দান
গ. বেসরকারি স্থানে প্রবেশে বাধা দান
ঘ. খ ও গ
৮৭. নিচের কোন কাজটি অপরাধ না?
ক. পাগল ব্যক্তির কাজ
খ. আদালতের রায় অনুসরণে সম্পাদিত কাজ
গ. ৯ বছর বয়সের কম শিশুর কাজ
ঘ. উপরের সবগুলো
৮৮. A, B এর নিকট তার ঘড়ি বন্ধক রেখেছে। ঘড়ির জামানতের অর্থ পরিশোধ না করে পরবর্তীতে B এর সম্মতি ছাড়া উক্ত ঘড়িটি B এর দখল থেকে A অসাধুভাবে গ্রহণ করে। A দণ্ডবিধির কোন ধারার অধীন অপরাধ করেছে?
ক. ধারা ৩৭৮
খ. ধারা ৩৭১
গ. ধারা ৩৮০
ঘ. ধারা ৩৮১
৮৯. দণ্ডবিধির কোন ধারায় সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার জন্য ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার শান্তির কথা বলা হয়েছে?
ক. ৩১৪
খ. ৩৩১
গ. ৩৩২
ঘ. ৩৩৩
৯০. “আমি তোমাকে মার দিব”- X, Y কে একটি লাঠি ঘুরাতে ঘুরাতে বলে। X দণ্ডবিধির কোন ধারার অধীন অপরাধ করেছে?
ক. ধারা ৩৫০
খ. ধারা ৩৫১
গ. ধারা ৩৫২
ঘ. ধারা ৩৫৩
৯১. A স্থানে ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে জেনে Z ম্যাজিস্ট্রেটকে এ মর্মে মিথ্যা সংবাদ দান করে যে B স্থানে ডাকাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত স্থান A এর বিপরীত দিকে অবস্থিত এবং সেটির দ্বারা অপরাধ সংঘটন করার উদ্দেশ্যে সে ম্যাজিস্ট্রেটকে ভুল পথে চালিত করে। ষড়যন্ত্র অনুযায়ী B স্থানে ডাকাতি সংঘটিত হয়। Z এর শান্তি-
ক. ৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ৫ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
গ. ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ১০ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
৯২. দণ্ডবিধির ১২৪ক ধারায় কয়টি ব্যাখ্যা রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৯৩. দণ্ডবিধিতে বর্ণিত রাষ্ট্রদ্রোহীতায় ‘বিদ্বেষ’ বলতে বুঝাবে
ক. অনানুগত্য
খ. সর্বপ্রকার শত্রুতা
গ. ঘৃণা পোষণ
ঘ. ক ও খ
৯৪. ক কে বেত্রাঘাত করার ভয় দেখিয়ে একটি ডাকাত দল তাকে নিজেদের দলভুক্ত করে। ক ডাকাতিতে অংশ নেয়। এখানে ক
ক. কোন অপরাধ করেনি
খ. সাধারন ব্যতিক্রমের আওতাধীন
গ. অপরাধ করেছে
ঘ. ক ও খ
৯৫. কোন নারীর সতিত্ব নষ্ট হয়েছে মর্মে দুর্নাম আরোপ করার ভীতি প্রদর্শন করলে এর শান্তি
ক. ৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
খ. ৫ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
গ. ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
ঘ. ১০ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
৯৬. চোরাইমাল আইনানুগভাবে দখলের অধিকারী ব্যক্তির দখলে চলে এলে তা-
ক. চোরাইমাল বলে গণ্য হবে না
খ. চোরাইমাল বলে গণ্য হবে
গ. ডাকাতির মাল বলে গণ্য হবে
ঘ. কোনটি নয়
৯৭. A, C এর সম্পত্তি সরল মনে C এর দখল থেকে নিয়ে যায় এই বিশ্বাসে যে এটি তারই সম্পত্তি। পরে সে নিজের ভুল বুঝতে পেরেও উক্ত সম্পত্তি নিজের ব্যবহারের কাজে লাগায় । এখানে A এর অপরাধ-
ক. চুরি
খ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
গ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ
ঘ. কোনটি নয়
৯৮. খুলনায় বসবাসকারী ব্রিটিশ নাগরিক X, Y কে চট্টগ্রামে একটি হত্যাকান্ড অনুষ্ঠিত করার জন্য প্ররোচিত করে। এখানে X কে হত্যাকান্ড প্ররোচনা দানের অপরাধে-
ক. দোষী সাব্যস্ত করা যাবে
খ. দোষী সাব্যস্ত করা যাবে না
গ. বাংলাদেশে বিচার করা যাবে
ঘ. ক ও গ
৯৯. “Acts_done by several persons in furtherance of common intention”- এটি দণ্ডবিধির কত ধারার বিধান ?
ক. ৩২
খ. ৩৩
গ. ৩৪
ঘ. ৩৫
১০০. আসামি একাধিক অপরাধের মাধ্যে কোন অপরাধে দণ্ডিত হবে তা নিয়ে সন্দেহ থাকলে এবং অপরাধগুলোর শাস্তির বিধান না থাকলে সেক্ষেত্রে তার শাস্তি হবে-
ক. উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি
খ. উক্ত অপরাধের সর্বনিম্ন শাস্তি
গ. উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তির অর্ধেক
ঘ. উক্ত অপরাধের সর্বনিম্ন শাস্তির অর্ধেক