মডেল টেস্ট-০৩

দণ্ডবিধি, ১৮৬০

পূর্ণমান-১০০                   সময়-৬০ মিনিট

অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে।

১. মৃত্যু বা গুরুতর আঘাত ইত্যাদির ভীতি প্রদর্শনের সর্বোচ্চ শান্তি-
ক. ৫ বছর কারাদণ্ড
খ. ৭ বছর কারাদণ্ড
গ. ১০ বছর কারাদণ্ড
ঘ. কোনটি নয়

২. A সরল বিশ্বাসে শিশু C এর খারাপ আচরণের বিরুদ্ধে C এর পিতার নিকট অভিযোগ দেয়। এখানে A এর অপরাধ-
ক. মানহানি
খ. অপরাধমূলক ভীতি প্রদর্শন
গ. জালিয়াতি
ঘ. কোন অপরাধ হয়নি

৩. দণ্ডবিধি অনুসারে সম্পূর্ণ বা আংশিক জালিয়াতির মাধ্যমে কৃত যেকোন মিথ্যা দলিলকে ……… বলে।
ক. জালিয়াতি
খ. জাল দলিল
গ. মিথ্যা সাক্ষ্য তৈরি
ঘ. মানহানি

8. A, C এর অনুমতি ব্যতীত একটি দলিলে C এর সীলমোহর অঙ্কিত করে। দলিলটি- এর কোন সম্পত্তি A এর কাছে হস্তান্তর সম্পর্কিত। A এর উদ্দেশ্য, এইভাবে C এর অনুমতি ব্যতীত দলিলটিতে C সীলমোহর অঙ্কিত করে সম্পত্তিটি সে B এর কাছে বিক্রয় করে অর্থলাভ করবে। A কোন অপরাধ করেছে?
ক. জালিয়াতি
খ. জাল দলিল
গ. মিথ্যা সাক্ষ্য তৈরি
ঘ. মানহানি

৫. প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য অসাধুভাবে প্ররোচিত করা- এটি দণ্ডবিধির কোন ধারার বিধান?
ক. ধারা ৪১৫
খ. ধারা ৪১৭
গ. ধারা ৪১৯
ঘ. ধারা ৪২০

৬. X সদবিশ্বাসে Y এর একটি ঘড়ি তার (X) নিজের মনে করে নিয়ে যায় এবং তা ব্যবহার করতে থাকে। X এর কৃত কাজ-
ক. অপরাধ নয়
খ. চুরি
গ. দস্যুতা
ঘ. প্রতারণা

৭. দণ্ডবিধির কোন ধারায় অস্থাবর সম্পত্তি সংজ্ঞায়িত করা হয়েছে?
ক. ধারা ২০
খ. ধারা ২২
গ. ধারা ২৩
ঘ. ধারা ২৭

৮. “Acts done by several persons in furtherance of……
ক. common object
খ. joint object
গ. common intention
ঘ. joint intention

৯. কোন কাজ সদবিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ………সহকারে সম্পাদিত হয়।
ক. সতর্কতা ও মনোযোগ
খ. তৎপরতা ও সতর্কতা
গ. সরলতা ও মনোযোগ
ঘ. মনোযোগ ও সততা

১০. ভয় বা ভীতি ধারণার অধীনে প্রদত্ত সম্মতি-
ক. সম্মতি বলে গণ্য হবে
খ. অপরাধ বলে গণ্য হবে
গ. সম্মতি বলে গণ্য হবে না
ঘ. ক ও খ

১১. X লাঠি হাতে নিয়ে Y কে বলে, “আমি তোমাকে পিটাবো”। এর দ্বারা X এর কৃত অপরাধ-
ক. আক্রমণ
খ. আঘাত
গ. বল প্রয়োগ
ঘ. আঘাতের চেষ্টা

১২. মানবদেহ সম্পর্কিত অপরাধের বিধান সম্পর্কে দণ্ডবিধির কোন অধ্যায়ে বলা আছে?
ক. ৭ম
খ. ৮ম
গ. ১২শ
ঘ. ১৬শ

১৩. দণ্ডবিধির কোন কোন ধারায় মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ আলোচনা করা হয়েছে?
ক. ২৯৮-৩২০
খ. ২৯৯-৩২০
গ. ২৯৯-৩৩৮ক
ঘ. ২৯৯-৩৭৭

১৪. দণ্ডবিধির ধারা ১৪৯ অনুসারে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের………… দোষী ।
ক. অপরাধকারী সদস্য
খ. প্রত্যেক সদস্য
গ. ক ও খ
ঘ. কোনটি নয়

১৫. ‘ক’ স্বেচ্ছায় ‘খ’ কে বাঁশ দিয়ে গুরুতর আঘাত করে। The Penal Code, 1860 অনুযায়ী “ক” এর সর্বোচ্চ শাস্তি
ক. ৩ বছর কারাদণ্ড
খ. ৫ বছর কারাদণ্ড
গ. ৭ বছর কারাদণ্ড
ঘ. ১০ বছর কারাদণ্ড

১৬. A কোনো একটি নদীতে নোঙর করা নৌকায় বসে আছে। B নোঙরের বাঁধন খুলে দেয় এবং ইচ্ছাকৃতভাবে নৌকাটিকে স্রোতের অনুকূলে ভাসিয়ে দেয়। যার ফলে A এর মনে ভীতি ও বিরক্তির সৃষ্টি হয়। B এর অপরাধ-
ক. অপরাধমূলক বলপ্রয়োগ
খ. বলপ্রয়োগ
গ. অপরাধমূলক ক্ষতি
ঘ. অপরাধ করার চেষ্টা

১৭. A কে বাঘ আক্রমণ করলে B তাকে উদ্ধারের উদ্দেশ্যে বাঘের উপর গুলি করে। এরূপ গুলিতে A এর মৃত্যু ঘটতে পারে জেনেও তাকে বাচানোর উদ্দেশ্যে B গুলি করে। গুলিতে আঘাত পেয়ে A মারা যায়। B এর অপরাধ-
ক. খুন
খ. অপরাধমূলক নরহত্যা
গ. কোন অপরাধ হবে না
ঘ. ক বা খ

১৮. “আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা”- এটি দণ্ডবিধির কত ধারার বিধান?
ক. ৮০
খ. ৮২
গ. ৮৪
খ. ৮৬

১৯. দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী বছর বা মাস বুঝাতে ব্রিটিশ ক্যালেন্ডার অনুসরণ করা হবে?
ক. ৪৭
খ. ৪৯
গ. ৫২
ঘ. ৫২ক

২০. X ও Y, Z কে পৃথক সময়ে ক্ষুদ্র মাত্রার বিষ প্রয়োগে খুন করার চুক্তি করে এবং চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে। কিন্তু X এর প্রদত্ত বিষের মাত্রার কারণে Z মারা যায়। উক্ত মৃত্যুর জন্য কে বা কারা দায়ী?
ক. শুধু X
খ. শুধু Y
গ. তারা উভয়ই
ঘ. কেউই নয়

২১. অপরাধমূলক ভীতি প্রদর্শন সংক্রান্ত অপরাধ সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় বলা হয়েছে?
ক. ৫০১-৫০৫
খ. ৫০৪-৫০৭
গ. ৫০৩-৫১০
ঘ. ৫০৭-৫১২

২২. দণ্ডবিধি অনুসারে ব্যভিচারের শাস্তি কোনটি?
ক. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
ঘ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

২৩. দন্ডবিধি অনুসারে হিসাবপত্র বিকৃতকরণের সর্বোচ্চ শাস্তি কোনটি?
ক. ৭ বছরের সশ্রম কারাদণ্ড
খ. ৫ বছরের সশ্রম কারাদণ্ড
গ. ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড

২৪. কোন জাল দলিলকে আসল দলিল হিসেবে ব্যবহার করার শাস্তি কী?
ক. ১ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
খ. ২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
গ. ৫ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
ঘ. ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড

২৫. A জনৈক ব্যাংকারের নামে B দ্বারা স্বাক্ষরিত একটি বাহককে প্রদেয় চেক পায়। চেকটিতে কোন পরিমাণ উল্লেখ নাই। A প্রবঞ্চনামূলক ভাবে চেকটিতে দশ হাজার টাকা লিখে তা পূরণ করে নেয়। A কোন অপরাধ করেছে?
ক. জালিয়াতি
খ. জাল দলিল
গ. মিথ্যা সাক্ষ্য তৈরি
ঘ. মানহানি

২৬. জনগণের শান্তিবিরোধী অপরাধসমূহ সম্পর্কে দণ্ডবিধির কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? ক. ৪র্থ
খ. ৫ম
গ. ৭ম
ঘ. ৮ম

২৭. Unlawful assembly – তে ধারা ১৪১ এর বক্তব্য অনুসারে কোন বিষয়টি থাকতে হবে?
ক. Common intention
খ. Joint intention
গ. Common object
ঘ. Joint aim

২৮. B মাঝরাতে বাজার থেকে ফিরে নিজ ঘরে প্রবেশ করতে যাচ্ছিল। তার প্রতিবেশী A, তাকে চোর মনে করে বাধা দেয় এবং আঘাত করে। এখানে A –
ক. অপরাধ করেনি
খ. অপরাধ করেছে
গ. স্বেচ্ছাকৃত আঘাতের জন্য দায়ী হবে
ঘ. খ ও গ

২৯. একটি বাড়িতে আগুন ধরেছে। বাড়ির মধ্যে রয়েছে A ও একটি শিশু C। নিচে কয়েকজন ব্যক্তি একটি কম্বল ধরে থাকে। A কম্বলটি লক্ষ্য করে ছুড়ে ফেলার ফলে শিশুটির যে মৃত্যু ঘটতেও পারে, A তা জানত। কিন্তু শিশুটিকে নিহত করার জন্য নয়, তাকে বাঁচাবার আন্তরিক সদিচ্ছা থেকেই A তাকে কম্বলের উপর ছুড়ে ফেলে। এখানে A এর কাজ-
ক. অপরাধ বলে গণ্য হবে
খ. অপরাধ বলে গণ্য হবে না
গ. খুনের চেষ্টা বলে গণ্য হবে
ঘ. ক ও গ

30. “Right of private defence against the act of a person of unsound mind, etc”- এটি দণ্ডবিধির কত ধারার বিধান?
ক. ৯৮
খ. ৯৯
গ. ১০০
ঘ. ১০০

31. The Penal Code, 1860 এর ৬৮ ধারা অনুযায়ী অর্থদণ্ড আদায় করা হলে কারামুক্তি ঘটবে। উক্ত অর্থদণ্ড কীভাবে আদায় করা হবে?
ক. অর্থদণ্ড প্রদান করা হলে
খ. আইনগত কার্যক্রমের মাধ্যমে আদায় করা হবে
গ. ক বা খ
ঘ. কোনটি নয়

32. “Persons concerned in criminal act may be guilty of different offences”- এটি দণ্ডবিধির কত ধারার বিধান ?
ক. ৩২
খ. ৩৪
গ. ৩৬
ঘ. ৩৮

৩৩. নিম্নের কোনটি দণ্ডবিধি অনুসারে মানহানি হতে পারে?
ক. মৃত ব্যক্তির নিন্দা
খ. কোম্পানি বা সমিতি সম্পর্কে নিন্দা
গ. শ্লেষাত্মকভাবে প্রকাশিত নিন্দা
ঘ. উপরের সবগুলো

৩৪. B একজন ইউরোপীয় নাগরিক রংপুরে C কে খুন করে। B এর বিচার ও শাস্তি
ক. বাংলাদেশে বিচার করা যাবে না
খ. বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে
গ. বাংলাদেশের দণ্ডবিধি “ক” এর ক্ষেত্রে প্রয়োজ্য নয়
ঘ. বিদেশে অপরাধ করায় “ক”বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী কোন অপরাধ করেনি

৩৫. দণ্ডবিধিতে সাধারণ ব্যাখ্যা সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে কোন ধারায়?
ক. ধারা ৪-৫০
খ. ধারা ৬-৫০
গ. ধারা ৬-৫২ক
ঘ. ধারা ১০-৫০

৩৬. দণ্ডবিধির অধীন সরকারী কর্মচারী বলতে কয় শ্রেণির ব্যক্তিকে বুঝাবে?
ক. ৬ শ্রেণি
খ. ৯ শ্রেণি
গ. ১১ শ্রেণি
ঘ. ১২ শ্রেণি

৩৭. A একটি নামের একজন বিখ্যাত লেখকের নামে নিজেকে পরিচয় দান করে। এখানে A এর অপরাধ-
ক. জালিয়াতি
খ. মানহানি
গ. ছদ্মবেশে প্রতারণা
ঘ. ক ও গ

৩৮. Mischief এর কয়টি ব্যাখ্যা রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৩৯. মৃত্যু বা আঘাত করার প্রস্তুতি গ্রহণের পর অনিষ্ট সাধন করার শাস্তি কী?
ক. ২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
খ. ২ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
ঘ. ৫ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড

৪০. A তার কয়েকজন বন্ধুকে নিয়ে B এর ঘরে সিঁধ কেটে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে B বাধা দিলে A এর দলের একজন সদস্য B কে হত্যা করে। এক্ষেত্রে কে দণ্ড পাবে?
ক. A দলনেতা হিসেবে
খ. শুধুমাত্র হত্যাকারী
গ. A সহ দলের সবাই
ঘ. কোনটি নয়

৪১. প্রতিটি দস্যুতায় রয়েছে-
ক. চুরি এবং জোরপূর্বক সম্পত্তি আদায়
খ. জোরপূর্বক সম্পত্তি আদায় এবং ডাকাতি
গ. চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়
ঘ. ডাকাতি ও চুরি

৪২. ডাকাতির শাস্তি কী?
ক. যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
গ. ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
ঘ. ক বা খ

৪৩. Mischief বা অনিষ্টসাধন সম্পর্কে কোন ধারায় বলা আছে?
ক. ৪২২
খ. ৪২৫
গ. ৫১০
ঘ. ৫১১

৪৪. রাতে সঙ্গোপনে অনধিকার প্রবেশ বা সিঁধকেটে গৃহে প্রবেশ করলে এর শান্তি-
ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড

৪৫. দণ্ডবিধির ৪৯৭ ধারা অনুযায়ী ব্যভিচারের সহযোগী (Abettor) হিসেবে কাকে দণ্ডিত করা যাবে না?
ক. স্বামীকে
খ. স্ত্রীকে
গ. পুরুষ আসামিকে
ঘ. ক ও গ

46. “A makes an attempt to pick the pocket of Z by thrusting his hand into ‘Z’s pocket. A fails in this attempt in consequence of ‘Z’s having nothing in his pocket” – এটি Penal Code এর কত ধারার অপরাধ-
ক. ১০৮
খ. ৫১১
গ. ৩৭৯
ঘ. কোন অপরাধ হয়নি

৪৭. A, C কে জাপটে ধরে C এর উপর অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করে C এর পরিধেয় কাপড়-চোপড় হতে C এর সম্মতি ছাড়াই C এর টাকা পয়সা, মণিমুক্তা অসাধুভাবে নিয়ে যায়। এক্ষেত্রে A এর অপরাধ
ক. ডাকাতি
খ. দস্যুতা
গ. চুরি
ঘ. বলপূর্বক গ্রহণ

৪৮. ‘ক’ ৫,০০০ টাকা ‘খ’ কে ৭ দিনের জন্য রাখতে দেয়। ‘খ’ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫ দিন পরে তা ‘ক’ এর নিকট ফেরত দেয়। এখানে “খ” এর অপরাধ-
ক. চুরি
খ. প্রতারণা
গ. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
ঘ. কোনটি নয়

৪৯. X, Y এর কুকুর বিনা সম্মতিতে অসাধুভাবে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে একটি টোপ পকেটে রাখে এবং তার ফলে Y এর কুকুর তাকে অনুসরণ করতে থাকে। X এর অপরাধ-
ক. সম্মতি ছাড়া গ্রহণ
খ. বলপূর্বক গ্রহণ
গ. চুরি
ঘ. কোনো অপরাধ করেনি

৫০. পেনাল কোড এর কোন ধারায় ইভটিজিং এর শান্তির বিধান আছে?
ক. ৫০৬ ধারা
খ. ৫০৭ ধারা
গ. ৫০৮ ধারা
ঘ. ৫০৯ ধারা

৫১. Z এর সম্মতি ছাড়া তার দখল থেকে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে Z এর জমিতে A একটি গাছ কাটে। এক্ষেত্রে A এর অপরাধ-
ক. চুরি
খ. দস্যুতা
গ. দস্যুতার চেষ্টা
ঘ. চুরির চেষ্টা

৫২. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী কর্তৃক খুনের উদ্দেশ্যে আঘাত করা হলে সর্বোচ্চ শান্তি কী?
ক. ২০ বছরের কারাদণ্ড
খ. যাবজ্জীবন কারাদণ্ড
গ. মৃত্যুদণ্ড
ঘ. ২৫ বছরের কারাদণ্ড

৫৩. ডাকাতির প্রস্তুতির সময় A ও তার ৬ সহযোগী পুলিশের হাতে ধরা পড়ে। এদের শান্তি কী হবে?
ক. অনধিক ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
খ. অনধিক ১০ বছরের সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড
গ. ৭ বছরের অধিক কারাদণ্ড ও অর্থদণ্ড
ঘ. ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

৫৪. অপরাধমূলক অনধিকার প্রবেশকারীর………… প্রবেশই গৃহে অনধিকার প্রবেশ অপরাধ সংঘটনের জন্য যথেষ্ট।
ক. সমগ্র দেহের
খ. অর্ধেক দেহের
গ. দেহের যেকোন অংশের
ঘ. কোনটি নয়

৫৫. প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি করলে শান্তি কী?
ক. যাবজ্জীবন কারাদণ্ড
খ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. অর্থদণ্ড
ঘ. সবকটি

৫৬. মানহানির শান্তি কোনটি?
ক. ১ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. ৫ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
ঘ. ৭ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

৫৭. কয় ধরণের সম্পত্তির দখল হস্তান্তর বা গ্রহণ করা হলে তা চোরাইমাল বলে গণ্য হবে?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭

৫৮. দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ বা বহুবিবাহ এর শান্তি নিচের কোনটি?
ক. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
খ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড.

৫৯. দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে?
ক. ১ বছর
খ. ৩ বছর
গ. ৫ বছর
ঘ. ৭ বছর

৬০. ‘ক’ এর দোকানে ‘খ’ ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে। ‘খ’ পেনাল কোড এর কোন ধারার অপরাধ করেছে?
ক. ৪০৭ ধারা
খ. ৪০৯ ধারা
গ. ৪২০ ধারা
ঘ. ৪০৮ ধারা

৬১. অর্থদণ্ড ৫০ টাকার কম হলে তা অনাদায়ে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যায়?
ক. ২ মাস
খ. ৪ মাস
গ. ৬ মাস
ঘ. ৩ মাস

৬২. আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি দ্বারা সম্পাদিত কাজ অপরাধ বলে গণ্য হবে না- এটি দণ্ডবিধির কোন ধারার বিধান?
ক. ৭৯ ধারা
খ. ৭৮ ধারা
গ. ৭৬ ধারা
ঘ. ৭৭ ধারা

৬৩. সম্পত্তি সংক্রান্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ দ্বারা মৃত্যু ব্যতীত অন্য ক্ষতি করা যাবে- এটি দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?
ক. ১০১
খ. ১০২
গ. ১০৩
ঘ. ১০৪

৬৪. মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদানকারীর কী শাস্তি হতে পারে?
ক. অনধিক ২ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. অনধিক ১ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
গ. যাবজ্জীবন কারাদণ্ড
ঘ. মৃত্যুদণ্ড

৬৫. সরকারি কর্মচারী হয়ে বা হওয়ার আশা করে কোন সরকারি কাজের জন্য ঘুষ নেওয়ার শান্তি
.ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড
খ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড
গ. ৪ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড
ঘ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড

৬৬. সায়মন তার মালামালহীন ঘোড়ার গাড়ি করে বাঁশখালী যাওয়ার সময় পথিমধ্যে সে গাড়িটি রেখে গাড়ির ভিতরেই বিশ্রাম নিচ্ছিল। এদিকে রহিম ঘোড়াগুলোর বাঁধন খুলে দেয় যাতে সেগুলো অন্যদিকে চলে যায়। দণ্ডবিধি অনুযায়ী রহিমের অপরাধ কী?
ক. অপরাধমূলক বলপ্রয়োগ
খ. চুরি
গ. বলপূর্বক গ্রহণ
ঘ. দস্যুতা

৬৭. পকেটমার রমজান তার চার জন বন্ধুকে তার আশেপাশে নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে বলে যাতে রমজান পকেট মারার সময় ধরা পড়লে তারা তাকে বাঁচাতে পারে। রমজান দণ্ডবিধির কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে?
ক. ১৪৩
খ. ১৪৭
গ. ৩৮২
ঘ. ৩৮৬

৬৮. ‘Criminal intimidation by an anonymous communication’- এটি দণ্ডবিধির কোন ধারার বিধান?
ক. ১৪৭ ধারা
খ. ৩৫৩ ধারা
গ. ৪৯৯ ধারা
ঘ. ৫০৭ ধারা

৬৯. ৯ বছরের উপরে কিন্তু ১২ বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তিসম্পন্ন শিশুর কাজ কোন অপরাধ বলে গণ্য হবে না- এটি দণ্ডবিধির কোন ধারার বিধান?
ক. ৮১
খ. ৮২
গ. ৮০
ঘ. ৮৩

৭০. দণ্ডবিধির কত ধারা অনুযায়ী ৬ টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়?
ক. ৯০
খ. ৯১
গ. ৯৯
ঘ. ১০০

৭১. দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কাজ করলে ও সহায়তাকারী ভিন্ন কাজটির জন্য দায়ী হবে?
ক. ১১০
খ. ১১১
গ. ১১২
ঘ. ১০৯

৭২. দাঙ্গার শান্তি-
ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
খ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
গ. ৪ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
ঘ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়

৭৩. সরকারি কর্মচারী নয় জেনেও সরকারি কর্মচারী দ্বারা ব্যবহৃত পোশাক বা প্রতীক ব্যবহারের শাস্তি কী?
ক. ৩ মাস পর্যন্ত কারাদণ্ড
খ. অনধিক ২০০ টাকা অর্থদণ্ড
গ. ক অথবা খ
ঘ. কোনটিই নয়

৭৪. কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগের শাস্তি কী?
ক. ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
ঘ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

৭৫. একটি ঝোপের আড়ালে 7 রয়েছে এই কথা X জানে এবং Y আনে না । X এই কথা জানার পরও Z এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে Y কে ঝোপের দিকে গুলি ছোড়ার জন্য প্ররোচিত করে। গুলি ছোড়ার ফলে / এর মৃত্যু হয়। X ও Y এর অপরাধ কী?
ক. X খুনের অপরাধ করেছে এবং Y নরহত্যার অপরাধ করেছে
খ. X নিন্দনীয় নরহত্যার অপরাধ এবং Y হত্যার অপরাধ করেছে
গ. X নিন্দনীয় নরহত্যার অপরাধ এবং Y কোন অপরাধ করেনি
ঘ. X ও Y উভয়ে নিন্দনীয় নরহত্যা করেছে

৭৬. নিচের কোনটি ৩১৯ ধারার বক্তব্য অনুযায়ী আঘাত বলে বিবেচিত হবে?
ক. দৈহিক যন্ত্রনা
খ. ব্যাধি
গ. বৈকল্য
ঘ. উপরের সবগুলো

৭৭. স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি কী?
ক. ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
গ. ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়
ঘ. কোনটিই নয়

৭৮. সরকারি কর্মচারী বা ব্যাংকার, ব্যবসায়ী বা এজেন্ট দ্বারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গকরণ এর শান্তি
ক. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়
গ. যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়

৭৯. মূল কারাদণ্ডের মেয়াদ ২ বছর হলে নির্জন কারাবাসের মেয়াদ সর্বোচ্চ কত মাস?
ক. ৩ মাস
খ. ৪ মাস
গ. ২ মাস
ঘ. ১ মাস

৮০. কোন মহাসড়কে রাতের বেলায় দস্যুতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছর কারাদণ্ড হতে পারে?
ক. যাবজ্জীবন
খ. ১৪ বছর
গ. ৩ বছর
ঘ. ৭ বছর

৮১. নিচের কোনটি সত্য?
ক. একটানা সর্বোচ্চ ১৪ দিন নির্জন কারাবাস দেওয়া যায়
খ. একটানা সর্বোচ্চ ১০ দিন নির্জন কারাবাস দেওয়া যায়
গ. একটানা সর্বোচ্চ ১৫ দিন নির্জন কারাবাস দেওয়া যায়
ঘ. একটানা সর্বোচ্চ ৭ দিন নির্জন কারাবাস দেওয়া যায়

৮২. দণ্ডবিধি, ১৮৬০ এর কত ধারায় ‘জজ’ এর সংজ্ঞা প্রদান করা হয়েছে?
ক. ১৯ ধারা
খ. ২০ ধারা
গ. ২১ ধারা
ঘ. ২২ ধারা

৮৩. দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছাজনিত দায় (Common Intention) সম্পর্কে
বিধান আছে?
ক. ৩৩ ধারা
খ. ৩৪ ধারা
গ. ১৪৯ ধারা
ঘ. ১৩৯ ধারা

৮৪. ‘প্রসঙ্গে ভিন্নতর কিছু না বুঝালে জীবন কথাটি দ্বারা মানুষের জীবন বুঝাবে এটি দণ্ডবিধি, ১৮৬০ এর কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৪১ ধারা
খ. ৪২ ধারা
গ. ৪৪ ধারা
ঘ. ৪৫ ধারা

৮৫. পেনাল কোড এ বর্ণিত যাবজ্জীবন দ্বীপান্তরের শাস্তি স্থলাভিষিক্ত করা হয় কোন প্রকারের কারাদণ্ড দিয়ে?
ক. ১৪ বছর
খ. ২০ বছর
গ. ৩০ বছর
ঘ. যাবজ্জীবন কারাদণ্ড

৮৬. “Sentence may be in certain cases of imprisonment, wholly or partly rigorous or simple”- এটি দণ্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
ক. ৫৬ ধারায়
খ. ৫৭ ধারায়
গ. ৫৯ ধারায়
ঘ. ৬০ ধারায়

৮৭. অর্থদণ্ড কত বছরের মধ্যে যে কোন সময় আদায় করা যায়-
ক. ৬ বছর
খ. ৩ বছর
গ. ২ বছর
ঘ. ১ বছর

৮৮. মূল কারাদণ্ডের মেয়াদ ৩ মাসের বেশি হলে নির্জন কারাবাস-
ক. ১ মাসে ৭ দিনের বেশি হবে না
খ. ২ মাসে ৭ দিনের বেশি হবে না
গ. ৩ মাসে ৭ দিনের বেশি হবে না
ঘ. ৪ মাসে ৭ দিনের বেশি হবে না

৮৯. কত বছরের কম বয়সের শিশু কোন অপরাধ করলে তা অপরাধ বলে গণ্য হবে না?
ক. ৭ বছর
খ. ৯ বছর
গ. ১০ বছর
ঘ. ১২ বছর

৯০. আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না?
ক. আক্রমণকারীকে হত্যা না করলে নিজেই নিহত হত
খ. আক্রমণকারীকে গুরুতর জখম না করলে নিজেই গুরুতর জখম হত
গ. আক্রমণকারীকে গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হতো
ঘ. আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত

৯১. কোন অপরাধ সংঘটনের জন্য কত ভাবে প্ররোচনা বা সহায়তা করা যায়?
ক. ২
খ. ৩
গ. 8
ঘ. ৫

৯২. বেআইনি সমাবেশ কর্তৃক সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোন ধরনের পদ্ধতি অবলম্বন করা হলে তা দাঙ্গা বলে গণ্য হবে?
ক. মারামারি করা
খ. বল বা উগ্রতা প্রয়োগ করা
গ. গুরুতর আঘাত করা
ঘ. ভয়- ভীতি প্রদর্শন করা

৯৩. বেআইনি সমাবেশ বা দাঙ্গায় অংশগ্রহণের জন্য ভাড়াটিয়া হয়ে যাওয়ার শাস্তি-
ক. ৬ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
খ. ৩ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
গ. ২ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়
ঘ. কোনটি নয়

৯৪. দন্ডবিধির কোন ধারায় Sedition এর সংজ্ঞা দেওয়া আছে?
ক. 123A
খ. 123B
গ. 124 A
ঘ. 124B

৯৫. The Penal Code, 1860 এর কত ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্যকরণের শাস্তির বিষয়ে উল্লেখ আছে?
ক. ১৮৮
খ. ১৯১
গ. ২০০
ঘ. ২০৪

৯৬. অসাধুভাবে আদালতে মিথ্যা দাবি উত্থাপনের শান্তি কী?
ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড
ঘ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড

৯৭. নিচের কোনটি দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম নয়?
ক. অনিচ্ছাকৃত নেশাগ্রস্থ ব্যক্তির অপরাধ
খ. ১৭ বছরের ব্যক্তির সম্মতিতে ক্ষতি
গ. ১০ বছরের বোধশক্তিহীন শিশুর অপরাধ
ঘ. কোনটি নয়

৯৮. মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে ঘরে অনধিকার প্রবেশের শান্তি
ক. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয়
খ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
গ. যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড
ঘ. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড

৯৯. অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কী?
ক. ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
ঘ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড

১০০. নিচের কোন ধরণের সম্পত্তির ক্ষেত্রে বলপূর্বক গ্রহণের অপরাধ সংঘটিত হতে
পারে?
ক. স্থাবর সম্পত্তি
খ. অস্থাবর সম্পত্তি
গ. ক ও খ
ঘ. কোনটি নয়