মডেল টেস্ট-০১
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭
পূর্ণমান-১০০ সময়-৬০ মিনিট
অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি (এম.সি.কিউ) পরীক্ষা
সেট নম্বর-১ [সেট নম্বর না লিখলে উত্তরপত্র বাতিল]
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে।
১. সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকর হয় কত সালে?
ক. ১ লা মে, ১৮৭১ সালে
খ. ১ লা মে ১৮৭৭ সালে
গ. ১ লা ফেব্রুয়ারি, ১৮৮১ সালে
ঘ. ১ লা জানুয়ারি, ১৮৮৭ সালে
২. সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোট ধারা-
ক. ৪০ টি
খ. ৫২ টি
গ. ৫৭ টি
ঘ. ৬৭ টি
৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. কোনটি নয়
৪. সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ২১ক কখন থেকে কার্যকর হয়?
ক. ১ জুন, ২০০৪
খ. ১ জুলাই, ২০০৪
গ. ১ জুলাই, ২০০৫
ঘ. ১ জুন, ২০০৫
৫. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় কয়টি আদেশাত্মক সুনির্দিষ্ট প্রতিকারের কথা বলা হয়েছে?
ক. ২ টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৬. অস্থাবর সম্পত্তির মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় মোকদ্দমা করা যায়?
ক. ধারা ৮
খ. ধারা ৯
গ. ধারা ১০
ঘ. ধারা ১১
৭. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় এই আইনের অধীন প্রদত্ত প্রতিকারের উল্লেখ আছে?
ক. ৫
খ. 8
গ. ৩
ঘ. ৬
৮. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী নিচের কোন উপায়ে প্রতিকার দেয়া যায়?
ক. নির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে দাবিদারকে প্রত্যর্পণের মাধ্যমে
খ. সুনির্দিষ্ট আইনগত চুক্তি সম্পাদনের নির্দেশ প্রদানের মাধ্যমে
গ. রিসিভার নিয়োগের মাধ্যমে
ঘ. উপরের সবগুলো
৯. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করার তামাদির মেয়াদ তামাদি আইন, ১৯০৮ এর কত অনুচ্ছেদে উল্লেখ আছে?
ক. অনুচ্ছেদ-৩
খ. অনুচ্ছেদ-১৪২
গ. অনুচ্ছেদ-৫
ঘ. অনুচ্ছেদ-১০
১০. “Preventive relief is granted at the discretion of the Court by injunction, temporary or perpetual”- এই বিধানটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে?
ক. ধারা ৫২
খ. ধারা ৫৩
গ. ধারা ৫৬
ঘ. ধারা ৫
১১. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে?
ক. ৪২ ধারা
খ. ৫৪ ধারা
গ. ৫৬ ধারা
ঘ. ৫৭ ধারা
১২- সোহানের দেয়া নির্দিষ্ট অংকের টাকার বিনিময়ে সিয়াম, সোহানকে সারাজীবনের জন্য বৃত্তি প্রদানের চুক্তিবদ্ধ হলো। চুক্তি সম্পন্ন করার পর দিন সোহান দূর্ঘটনায় মারা গেলো । এখন সিয়ামের প্রতিকার কি?
ক. সিয়াম কোন প্রতিকার পাবে না
খ. সোহানের প্রতিনিধিদের অর্থ পরিশোধের জন্য বাধ্য করা যেতে পারে
গ. সিয়াম, সোহানের প্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে
ঘ. সিয়াম চুক্তি বাতিলের মামলা করবে
১৩. নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না?
ক. ঘোষণামূলক মোকদ্দমা
খ. স্থায়ী নিষেধাজ্ঞা
গ. দলিল সংশোধনের
ঘ. অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা
১৪. শুনানির পর মোকদ্দমার গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি…………… হিসেবে বিবেচিত হতে পারে।
ক. আংশিক নিষেধাজ্ঞার ডিক্রি
খ. অস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি
গ. স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি
ঘ. আদেশ
১৫. একটি দলিল বিভিন্ন অধিকার বা বাধ্যবাধকতার সাক্ষ্য বহন করলে এবং দলিলটির একাধিক পৃথক ও স্বতন্ত্র অংশ থাকলে নিচের কোনটি সঠিক?
ক. দলিলটির কিছু অংশ বাতিল এবং কিছু অংশ বলবৎযোগ্য
খ. দলিলটির কিছু অংশ বাতিল করলে সম্পূর্ণ দলিল বাতিল হবে
গ. একটি অংশ বাদ দিয়ে অন্য অংশ কার্যকর করা যাবে না
ঘ. দলিলটি কার্যকরযোগ্য নয়
১৬. সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ধারা ৩৯ অনুসারে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
ক. দলিল বাতিলের মামলায় Ad-valorem কোর্ট ফি দিতে হয়
খ. একটি দলিল আংশিকভাবে বিলুপ্ত করা যেতে পারে
গ. দলিল বাতিলের আদেশ দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা
ঘ. দলিল বাতিলের আবেদনকারীকে দলিলের পক্ষ হতে হবে
১৭. দলিল বাতিলের মামলায় তর্কিত দলিলের প্রকৃতি কীরূপ হতে হবে?
ক. লিখিত দলিল
খ. বাতিলযোগ্য দলিল
গ. বাতিল দলিল
ঘ. উপরের সবগুলো
১৮. চুক্তি রদের মামলায় তর্কিত চুক্তির প্রকৃতি কীরূপ হতে হবে?
ক. বাতিলযোগ্য
খ. বাদী কর্তৃক অবসানযোগ্য
গ. বাতিল
ঘ. ক বা খ
১৯. রেলপথ নির্মাণ ও চালু রাখার একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত কোম্পানি একটি কটনমিল নির্মানের জন্য B এর নিকট থেকে একখন্ড জমি ক্রয়ের চুক্তি করে। উক্ত চুক্তি-
ক. সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে
খ. সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না
গ. শুরু থেকেই বাতিল
ঘ. ক ও গ
২০. চুক্তি প্রবলের মামলায় বাদী এরূপ কার্যসম্পাদনের…………… বা………………হিসেবে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারে।
ক. অতিরিক্ত বা স্বীকৃতি
খ. বিকল্প বা পরিপূরক
গ. বিকল্প বা অতিরিক্ত
ঘ. অতিরিক্ত বা পরিপূরক
২১. যেক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন সম্ভব নয় সেক্ষেত্রে নিম্নের কোন বক্তব্যটি সঠিক?
ক. বাদী বিকল্প প্রার্থনা হিসেবে চুক্তি রদের প্রার্থনা করতে পারে
খ. বাদী বিকল্প প্রার্থনা হিসেবে চুক্তি বাতিলের প্রার্থনা করতে
গ. বাদী বিকল্প প্রার্থনা হিসেবে চুক্তি পালনের প্রার্থনা করতে পারে
ঘ. বাদী উপরের যেকোন একটির আবেদন করতে পারে
২২. নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ
ক. যে চুক্তি পালন না হলে সাধিত ক্ষতি অর্থ দ্বারা পূরণখে
খ. যখন ট্রাস্টি কোন সংশ্লিষ্ট ট্রাস্টের পরিপন্থি চুক্তি করে
গ. যখন কোন স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়
ঘ. যে চুক্তি বাতিলযোগ্য প্রকৃতির
২৩. কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা করা যায়-
ক. আইনগত পরিচয়
খ. রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করার অধিকার
গ. সম্পত্তির স্বত্বের অধিকার
ঘ. ক এবং গ
২৪. যে চুক্তিতে ক্রমাগত ৩ বছরের বেশি সময় কাজ করতে হয় সেই চুক্তির কার্য সম্পাদনে আদালত……………।
ক. আদেশ দিবে
খ. আদেশ দিবে না
গ. আংশিক সম্পাদনের আদেশ দিবে
ঘ. কোনটি নয়
২৫. যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা নামঞ্জুর করতে পারেন সেগুলো কত ধারায় বলা হয়েছে? ক. ৫২ ধারা
খ. ৫৩ ধারা
গ. ৫৪ ধারা
ঘ. ৫৬ ধারা
২৬. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় কয়টি নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার কথা বলা হয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৫টি
ঘ. ৩টি
২৭. A তার ব্যবসায়ের অংশীদার B কে অংশীদারি দেনা ও লাভ গ্রহণ থেকে বিরত রাখতে একটি নিষেধাজ্ঞা প্রার্থনা করলো। দেখা গেল A অবৈধভাবে প্রতিষ্ঠানের হিসাব বই দখল করে রেখেছে এবং B কে তা দেখতে দিচ্ছেনা। এক্ষেত্রে আদালত-
ক. নিষেধাজ্ঞা মঞ্জুর করবে
খ. নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না
গ. শর্তসাপেক্ষে জরিমানা করবে
ঘ. কোনটি নয়
২৮. নিচের কোন মন্তব্যটি সত্য?
ক. অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার হিসেবে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়
খ. মোবাইল বিক্রয়ের চুক্তি ভঙ্গের প্রতিকার হিসেবে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়
গ. স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার হিসেবে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়
ঘ. উপরের সব সত্য
২৯. ঘোষণামূলক মোকদ্দমায় আদালত কর্তৃক কোনো ঘোষণা দেওয়া আদালতের জন্য–
ক. বাধ্যতামূলক
খ. শর্তসাপেক্ষে বাধ্যতামূলক
গ. বিবেচনামূলক
ঘ. খ ও গ উভয়
৩০. দলিল সংশোধনের মামলায় আদালত দলিলের পক্ষসমূহের ইচ্ছা সম্পর্কে কীরূপ অনুমান করবে?
ক. May Presume
খ. Shall presume
গ. Conclusive Proof
ঘ. কোনরূপ অনুমান করবে না
31. The Specific Relief Act, 1877 এর ৫২ ধারায় কোন প্রকার প্রতিকারের বিধান রয়েছে?
ক. বাধ্যতামূলক
খ. সাংবিধানিক
গ. নিরোধমূলক
ঘ. ক ও খ
৩২. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় ইজারা চুক্তির আংশিক সম্পাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্যসম্পাদন করার বিষয়ে বিধান রয়েছে?
ক. ধারা ২২
খ. ধারা ২৫
গ. ধারা ২৭ক
ঘ. ধারা ২৯
৩৩. ঘোষণামূলক প্রতিকার ছাড়াও আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা দরকার ছিল কিন্তু করা হয়নি, এক্ষেত্রে আদালত-
ক. মামলা খারিজ করবে
খ. আরজি খারিজ করবে
গ. ঘোষণা প্রদান করবে না
ঘ. ঘোষণা প্রদান করবে
৩৪. দলিল বাতিলের মামলায় আদালত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন-
ক. ন্যায়বিচারের স্বার্থে
খ. বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে
গ. বাধ্যতামূলক বিধান হিসেবে
ঘ. ক ও খ
৩৫. সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে-
ক. বিবাদীকে পক্ষভুক্ত করার মাধ্যমে
খ. রিসিভার নিয়োগের মাধ্যমে
গ. অগ্রক্রয়ের আদেশের মাধ্যমে
ঘ. বাটোয়ারার মাধ্যমে
৩৬. “যখন চুক্তিভূক্ত কার্যসম্পাদন সম্পূর্ণভাবে বা অংশত একটি ট্রাস্টের অন্তর্ভূক্ত হয় তখন আদালতের ইচ্ছাধীন ক্ষমতাবলে সুনির্দিষ্ট কার্যসম্পাদন করা যেতে পারে”- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান ?
ক. ধারা ১২(ক)
খ. ধারা ১২(খ)
গ. ধারা ১২(গ)
ঘ. ধারা ১২(ঘ)
৩৭. A, B এর সাথে এই শর্তে চুক্তিবদ্ধ হলো যে, B ১০০০ টাকা দিলে A, B এর এলাকায় কোন নির্দিষ্ট ব্যবসা শুরু করবেনা। B উক্ত অর্থ দিতে ব্যর্থ হলো। তখন-
ক. A ঐ এলাকায় ব্যবসা করতে পারবে
খ. A কে উক্ত ব্যবসা থেকে বিরত রাখা যাবে না
গ. A উক্ত এলাকায় ব্যবসা করতে পারবেনা
ঘ. ক ও খ
৩৮. কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রির অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎযোগ্য নয়?
ক. ২০০৩
খ. ২০০৬
গ. ২০০৫
ঘ. ২০০৭
৩৯. ‘ক’ একটি বাড়ির প্রান্তভাগ ‘খ’ এর জমির উপর দিয়ে নির্মাণ করে। ‘খ’তার জমির উপর ছাদের প্রান্তভাগের যতটুকু পড়েছে ততটুকু ভেঙ্গে দেয়ার জন্য কোন ধারায় মামলা করবে?
ক. ধারা ৪২
খ. ধারা ৫৪
গ. ধারা ৫৫
ঘ. ধারা ৫৭
৪০. দুইজন ট্রাস্টি সাইফুল ও ছগির ট্রাস্ট সম্পত্তি এক লক্ষ টাকায় বিক্রয়ের অধিকারী হয়েও তারা সেই সম্পত্তি ২০,০০০ হাজার টাকায় বিক্রয় করে দেয়। এই চুক্তিটি-
ক. সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য
খ. বলবৎযোগ্য না
গ. বাদীকে ক্ষতিপূরণ দেয়া যাবে
ঘ. কোনটি নয়
৪১. চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হলে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী উক্ত চুক্তির-
ক. সুনির্দিষ্ট কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব
খ. সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব
গ. চুক্তিটি অবৈধ হয়ে যাবে
ঘ. কোনটি নয়
৪২. A একটি জমির বৈধ দখলে আছে। প্রতিবেশী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে। A মামলা করতে পারে-
ক. অগ্রক্রয়ের
খ. ক্ষতিপূরণের
গ. ঘোষণার
ঘ. বন্টনের
৪৩. বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করা ও প্রয়োজনীয় কার্য সম্পাদন করতে বাধ্য করার জন্য কোন ধরনের নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়?
ক. অস্থায়ী নিষেধাজ্ঞা
খ. চিরস্থায়ী নিষেধাজ্ঞা
গ. বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
ঘ. এক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা দেয়া যাবেনা
৪৪. চুক্তি রদের তামাদি মেয়াদ কত?
ক. ১ বছর
খ. ৬ মাস
গ. ৩ বছর
ঘ. ৬ বছর
৪৫. যে পক্ষ চুক্তি রদের আদেশ পায়, সে পক্ষ
ক. অধিকারবলে ক্ষতিপূরণ দাবি করতে পারে
খ. অধিকারবলে ক্ষতিপূরণ দাবি করতে পারে না
গ. চুক্তি প্রবলের আদেশ পেতে পারে
ঘ. কোনটি নয়
৪৬. আইনগত পন্থা ব্যতীত যদি কোন ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত করা হয়, তাহলে সে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার চাইতে পারে?
ক. ৮
খ. ৯
গ. ১২
ঘ. ৫
৪৭. চুক্তির অসম্পাদিত অংশ ছোট হলে, আদালত কিসের আদেশ দিতে পারে?
ক. সম্পূর্ণ অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ দেয়ার
খ. সম্পাদনযোগ্য অংশ সম্পাদনের
গ. অসম্পাদিত অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণের
ঘ. খ ও গ উভয়
৪৮. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় দায়েরকৃত মামলার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি?
ক. আপিল
খ. লিভ টু আপিল
গ. রিভিশন
ঘ. খ ও গ
৪৯. A স্বাভাবিক স্নেহ-ভালবাসার বশবর্তী হয়ে তার ভাইদের ও তাদের সন্তানদের মধ্যে নির্দিষ্ট সম্পত্তি বিলি-ব্যবস্থা করে দেয় এবং পরবর্তীতে সেই একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট বিক্রয় করবার জন্য চুক্তিবদ্ধ হয়। এখানে A –
ক. সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারে
খ. সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করতে পারে না
গ. কার্য সম্পাদন করলে দাবিদার ব্যক্তিরা ক্ষতিগ্রস্থ হবে
ঘ. খ ও গ
৫০. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার অধীনে মঞ্জুরকৃত প্রতিকারকে নিরোধক প্রতিকার বলে?
ক. ধারা ৫(ক)
খ. ধারা ৫(খ)
গ. ধারা ৫(গ)
ঘ. ধারা ৫(ঘ)
৫১. সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৮ ধারায় কে মামলা করতে পারে?
ক. স্থাবর সম্পত্তি থেকে বেদখল হওয়া ব্যক্তি
খ. স্থাবর সম্পত্তির দখল লাভের অধিকারী ব্যক্তি
গ. বেদখল হওয়া ব্যক্তির মাধ্যমে দাবিদার ব্যক্তি
ঘ. শুধু দখল লাভের অধিকারী ব্যক্তি
৫২. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দায়ের করতে পারে-
ক. আপিল
খ. রিভিশন
গ. রিভিউ
ঘ. রেফারেন্স
৫৩. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪০ ধারার বিধান হচ্ছে-
ক. দলিল বাতিল বা কার্যসম্পাদন
খ. দলিল আংশিক বাতিল
গ. দলিল সংশোধন এবং ক্ষতিপূরণ
ঘ. কোনটি নয়
৫৪. জমির স্বত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলার তামাদির মেয়াদ কত?
ক. ৬ মাস
খ. ৩ বছর
গ. ৬ বছর
ঘ. ১২ বছর
৫৫. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩১ ধারা অনুযায়ী দলিল সংশোধন করা যাবে-
ক. প্রতারণার মাধ্যমে দলিল প্রণয়ন করলে
খ. দলিলে পারস্পরিক ভুল থাকলে
গ. দলিলের উদ্দেশ্য প্রকাশ না হলে
ঘ. উপরের সবকটি কারণে
৫৬. মামলায় কোন পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়-
ক. আপিল করার সময়
খ. আরজি দাখিলের সময়
গ. রিভিশন করার সময়
ঘ. মামলার যে কোন পর্যায়ে
৫৭. ‘ক’তার স্বত্ব আছে এমন জমি থেকে বেদখল হয় কিন্তু বেদখলের ৬ মাসেও কোন মামলা দায়ের করেনি। ‘ক এর আইনজীবী হিসেবে তাকে কী পরামর্শ দিবেন?
ক. তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ‘ক’ আর প্রতিকার পাবেনা
খ. বিলম্বের কারণ উল্লেখপূর্বক দখল উদ্ধারের মামলা দায়ের
গ. স্বত্ব উদ্ধারের জন্য মামলা দায়ের করতে
ঘ. কোনটি নয়
৫৮. স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রির বিরুদ্ধে প্রতিকার –
ক. আপিল
খ. রিভিউ
গ. রিভিশন
ঘ. রেফারেন্স
৫৯. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে কোন মামলা দায়ের করা যাবে না-
ক. সরকারের বিরুদ্ধে
খ. ব্যক্তি বিবাদীর বিরুদ্ধে
গ. বেসরকারি সংস্থার বিরুদ্ধে
ঘ. কোনটি নয়
৬০. একটি দলিল আংশিকভাবে বিলোপ করা যেতে পারে-
ক. দলিলটি বিভিন্ন অধিকারের সাক্ষ্য হলে
খ. দলিলটি বিভিন্ন বাধ্যবাধকতার সাক্ষ্য হলে
গ. আংশিক বিলোপ করা যাবেনা
ঘ. ক বা খ
৬১. যেখানে চুক্তির অসম্পাদিত অংশ বড় বা উল্লেখযোগ্য সেখানেও চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় কোন ধারার বিধান মতে?
ক. ধারা ১২
খ. ধারা ১৩
গ. ধারা ১৪
ঘ. ধারা ১৫
৬২. ত্রুটিপূর্ণ স্বত্ব সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলা আছে?
ক. ১৬ ধারায়
খ. ১৭ ধারায়
গ. ১৮ ধারায়
ঘ. ১৯ ধারায়
৬৩. “যে চুক্তির কার্যসম্পাদন করতে হলে নিরবিচ্ছিন্নভাবে ৩ বছরের বেশি সময় কাজ করে যেতে হবে এমন চুক্তি বলবৎযোগ্য নয়”এই বিধান কোথায় আছে?
ক. ধারা ২১(ঘ)
খ. ধারা ২১(ঙ)
গ. ধারা ২১(চ)
ঘ. ধারা ২১(ছ)
৬৪. নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
ক. চুক্তি প্রবলের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়
খ. অধিকার ঘোষণার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়
গ. ক্ষতিপূরণ আদায়ের জন্য সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়
ঘ. সম্পত্তির দখল আদায়ের জন্য সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়
৬৫. A, B এর প্রতিনিধি হিসেবে C এর সাথে বাড়ি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। প্রকৃতপক্ষে A, B এর প্রতিনিধি হিসেবে নয় বরং A নিজ ক্ষমতাবলেই চুক্তিটি করেছে। উক্ত চুক্তির ফলাফল কি?
ক. A উক্ত চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন দাবি করতে পারে না
খ. চুক্তি ভঙ্গের জন্য A ক্ষতিপূরণ দাবি করতে পারে
গ. চুক্তিটি বাতিল বলে গণ্য হবে
ঘ. খ ও গ উভয়
৬৬. আদালত কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারায় অস্থাবর সম্পত্তি অর্পণের আদেশ দিতে পারে?
ক. ৪টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ১ টি
৬৭. স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য করার শর্ত-
ক. চুক্তিটি লিখিত এবং নিবন্ধিত হবে
খ. চুক্তিটি লিখিত এবং নিবন্ধিত হবে কিংবা নিবন্ধিত না
গ. চুক্তিটি লিখিত, নিবন্ধিত এবং ক্রেতা সম্পত্তির দখলদার
ঘ. স্থানটি নয়
৬৮. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় “Cases in which specific pe formance enforceable” বলা আছে?
ক. ১৫
খ. ২৪
গ. ৩২
ঘ. ১২
৬৯. অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার কিভাবে দেওয়া সম্ভব?
ক. সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মাধ্যমে
খ. আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে
গ. সুনির্দিষ্ট কার্যসম্পাদন অস্বীকার করার মাধ্যমে
ঘ. চুক্তি অস্বীকার করার মাধ্যমে
৭০, কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না?
ক. চুক্তি বাস্তবায়ন
খ. নিষেধাজ্ঞা
গ. স্বত্ব ঘোষণা
ঘ. আর্থিক ক্ষতিপূরণ
৭১. “যে চুক্তির বিষয়বস্তু চুক্তি সম্পাদিত হওয়ার পূর্বে আংশিকভাবে বিলুপ্ত হয়েছে সেই চুক্তিরও সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব” এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান?
ক. ১২ ধারার
খ. ১৩ ধারার
গ. ১৪ ধারার
ঘ. ১৫ ধারার
৭২. কয়টি ক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে?
ক. ৩টি
খ. ৫টি
গ. ৭টি
ঘ. ১১টি
৭৩. দলিল সংশোধনের আদেশ দেয়া আদালতের কীরূপ ক্ষমতা ?
ক. বাধ্যতামূলক ক্ষমতা
খ. সাংবিধানিক ক্ষমতা
গ. স্বেচ্ছাধীন ক্ষমতা
ঘ. কোনটি নয়
৭৪. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় Temporary Injunction কে সংজ্ঞায়িত করা হয়েছে?
ক. ধারা ৫২
খ. ধারা ৫৩
গ. ধারা ৫৬
ঘ. ধারা ৩
৭৫. নিম্নের কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারেন?
ক. যেক্ষেত্রে চুক্তিটি বাদী কর্তৃক অবসানযোগ্য
খ. চুক্তিটি বাতিলযোগ্য
গ. বাদীর চেয়ে বিবাদী অধিকতর দোষী এবং চুক্তিটি অবৈধ
ঘ. উপরের সবগুলো
৭৬. দলিল বাতিল করার জন্য কী প্রমাণ করতে হবে?
ক. দলিলটি বাতিলযোগ্য বা বাতিল
খ. দলিলটি বাতিল না হলে বাদীর অপূরণীয় ক্ষতি হবে
গ. দলিলটি কার্যকর করা না হলে বাদীর অপূরণীয় ক্ষতি হবে
ঘ. ক ও খ
৭৭. ‘ক’ সরকারের ৪% হার সুদের ১,০০,০০০ টাকার ঋণপত্র বিক্রয় করতে এবং ‘খ’ ক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। পরবর্তীতে ‘ক’ চুক্তিভঙ্গ করে। ‘খ’ এর প্রতিকার হতে পারে-
ক. চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন
খ. আর্থিক ক্ষতিপূরণ
গ. কোন প্রতিকার নেই
ঘ. ক বা খ
৭৮. কোন ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি
সম্পত্তিতে তার-
ক. প্রতীকী দখল থাকে
খ. দখল না থাকে
গ. আংশিক দখল থাকে
ঘ. একচ্ছত্র দখল থাকে
৭৯. ‘ক’, ‘খ’ এর নিকট একটি বাড়ি ১০ লক্ষ টাকায় বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। ‘ক’ পরবর্তীতে বাড়ি বিক্রয় করতে অস্বীকার করে। ‘খ’ ক্রয়মূল্য জমা প্রদান করে মামলা দায়ের করে। মামলাটির ফলাফল হতে পারে-
ক. ‘খ’ বাড়িটি হস্তান্তরের পক্ষে ডিক্রি পাওয়ার অধিকারী
খ. ‘খ’ ‘বাড়িটি হস্তান্তরের বিপক্ষে ডিক্রি পাওয়ার অধিকারী
গ. ‘খ’ অধিক মূল্যে তৃতীয় ব্যক্তির নিকট হস্তান্তরের অধিকারী
ঘ. মামলা খারিজ হয়ে যাবে
৮০. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ ধারায় মোট কয়টি ক্ষেত্রে চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকরযোগ্য নয় বলে উল্লেখ আছে?
ক. ৫টি ক্ষেত্রে
খ. ৬টি ক্ষেত্রে
গ. ৮টি ক্ষেত্রে
ঘ. ১০টি ক্ষেত্রে
৮১. কখন চুক্তি রদের আদেশ দেয়া যায়?
ক. যদি চুক্তিটি বাদী কর্তৃক বাতিলযোগ্য বা বিলোপযোগ্য হয়
খ. যে ক্ষেত্রে চুক্তিটি অবৈধ যার জন্য বিবাদীই বেশি দায়ী
গ. যে ক্ষেত্রে একটি বিক্রয় চুক্তি অথবা ইজারা চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ডিক্রি প্রদান করা হয়েছে এবং ক্রেতা বা ইজারাগ্রহীতা ক্রয়মূল্য বা অন্যান্য অর্থ পরিশোধের ব্যর্থ হয়
ঘ. উপরের সবকটি
৮২. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ক ধারা কখন প্রযোজ্য না-
ক. স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তির ক্ষেত্রে
খ. স্থাবর সম্পত্তি বায়না চুক্তির ক্ষেত্রে
গ. স্থাবর সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে
ঘ. কোনটি না
৮৩. চুক্তিবদ্ধ একটি পক্ষ চুক্তির যে অংশ প্রতিপালনে অসমর্থ হবে তা সম্পূর্ণ অংশের তুলনায় মূল্যের দিক দিয়ে ক্ষুদ্রতর হলে আদালত-
ক. অস্থায়ী নিষেধাজ্ঞা দিবেন
খ. চুক্তির আংশিক পালনের প্রতিকার দিবেন
গ. স্থগিতাদেশ দিবেন
ঘ. ক ও খ
৮৪. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারায় প্রতিকার মঞ্জুর করা আদালতের কোন ধরনের ক্ষমতা?
ক. নির্দেশমূলক
খ. বিবেচনামূলক
গ. বাধ্যতামূলক
ঘ. নিষেধাত্মক
৮৫. কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না, যদি না চুক্তিটি হয়-
ক. লিখিত
খ. প্রত্যায়িত ও সত্যায়িত
গ. সত্যায়িত
ঘ. লিখিত ও নিবন্ধিত
৮৬. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় দলিল বাতিলের বিধান বর্ণিত আছে?
ক. ৩৫ ধারা
খ. ৩৯ ধারা
গ. ১৫ ধারা
ঘ. ৫০ ধারা
৮৭. ঘোষণামূলক মামলা কে করতে পারে?
ক. আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি
খ. কোন সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তি
গ. মৌলিক অধিকার বলবৎ করতে অধিকারী এমন ব্যক্তি
ঘ. ক এবং খ উভয়
৮৮. সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মামলায়……………… হিসেবে রদের প্রার্থনা করা যাবে।
ক. পরিপূরক
খ. অতিরিক্ত
গ. বিকল্প
ঘ. আনুষঙ্গিক
৮৯. A তার ১০০ বিঘা জমি নিলামে বিক্রয়ের জন্য B কে দায়িত্ব দেয়। পরে B কে নির্দেশনা দেয় ৮০ বিঘা বিক্রয় করতে। কিন্তু B অসাবধানতাবশত ১০০ বিঘা বিক্রয় করে ফেলে C এর নিকট। এখানে C –
ক. চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে
খ. চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না
গ. চুক্তির জন্য ঘোষনামূলক মামলা করবে
ঘ. ক ও গ
৯০. চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা কীরূপ হবে?
ক. স্বেচ্ছাচারিতা নয়
খ. নিখুঁত ও যুক্তিসঙ্গত বিচারিক মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত
গ. আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য
ঘ. উপরের সবগুলো
৯১. তৃতীয় ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারে হস্তক্ষেপ করে নিচের কোন কাজটি করা যাবে না?
ক. দলিল সংশোধন
খ. চুক্তি রদ
গ. দলিল বাতিল
ঘ. চুক্তি বাতিল
৯২. নিম্নলিখিত কোন ধরনের চুক্তি ভঙ্গের প্রতিকার পর্যাপ্ত ক্ষতিপূরণের মাধ্যমে প্রদান করা সম্ভব?
ক. স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি
খ. জমি হস্তান্তরের চুক্তি
গ. বাড়ি হস্তান্তরের চুক্তি
ঘ. বইপত্র হস্তান্তরের চুক্তি
৯৩. সুনির্দিষ্ট প্রতিকারের ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিবন্ধকতার উল্লেখ আছে কত ধারায়?
ক. ধারা ২১
খ. ধারা ২৩
গ. ধারা ২৪
ঘ. ধারা ২৭
৯৪. দলিল সংশোধন করার জন্য কে মামলা দায়ের করতে পারে?
ক. দলিলের পক্ষ
খ. দলিলের ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি
গ. দলিলের পক্ষদ্বয়ের প্রতিনিধি
ঘ. ক ও গ
৯৫. দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের-
ক. পক্ষ হতে হবে না
খ. অবশ্যই পক্ষ থাকতে হবে
গ. একজন সাক্ষী হতে হবে
ঘ. উপরের কোনটিই নয়
৯৬. যে ব্যক্তি চুক্তি হওয়ার পূর্বেই অবগত ছিল যে, উক্ত চুক্তির বিষয়বস্তু সম্পর্কে একটি বন্দোবস্ত হয়েছিল এবং তখনও তা কার্যকর ছিল সে ব্যক্তি-
ক. উক্ত চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন দাবি করতে পারবে
খ. চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরন দাবি করতে পারবে না
গ. সুনির্দিষ্ট কার্যসম্পাদন দাবি করতে পারবে না
ঘ. ক ও খ উভয়
৯৭. ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করার তামাদি মেয়াদ কত?
ক. ৩ বছর
খ. ৬ বছর
গ. ৬ মাস
ঘ. ১২ বছর
৯৮. কখন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার থেকে বঞ্চিত হয়?
ক. যে চুক্তির প্রয়োজনীয় শর্তভঙ্গ করে
খ. যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে
গ. যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারবে না
ঘ. ক ও গ
৯৯. “The breach of a contract to transfer immovable property cannot be adequately relieved by compensation in money”- বিধানটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় বলা আছে?
ক. ধারা ২৩
খ, ধারা ১২
গ. ধারা ২৯
ঘ. ধারা ২১
১০০. নিচের কোন ব্যক্তি একটি লিখিত চুক্তি রদ করতে পারে?
ক. চুক্তির পক্ষ নয় এমন ব্যক্তি
খ. চুক্তির পক্ষদ্বয়ের আত্মীয়
গ. চুক্তির পক্ষদ্বয়ের মাধ্যমে স্বার্থ লাভকারী
ঘ. চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোন ব্যক্তি